মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার মার্কিন ডলার সহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি বুড়িপোতা বিওপি ক্যাম্পের সদস্যরা। এসময় ৩৮ হাজার মার্কিন ডলার ও ১৭ লাখ বাংলাদেশী টাকা উদ্ধার করে বিজিবি। আটক হুন্ডি ব্যাবসায়ী রুবেল হোসেন বুড়িপোতা ইউনিয়নের নবীনগর খাল পাড়ার গ্রামের চাঁদ আলীর ছেলে। সে দীর্ঘ দিন ধরে প্রবাসে ছিলেন বলেও জানান বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে বুড়িপোতা খাল পাড়া থেকে আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ন ৬ বিজিবি বুড়িপোতা কোম্পানী কমান্ডার সুবেদার তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তি খাল পাড়া গ্রামের সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি মটরসাইকেল থামিয়ে হুন্ডি ব্যাবসায়ী রুবেল কে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগে তল্লাশী করে ইউএস ডলার সহ অর্ধ কোটি টাকা উদ্ধার করে বিজিবি সদস্যরা। টাকা গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হয়ে ছিলো। আটক রুবেল হোসেন নবীনগর খাল পাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে। মেহেরপুর সদর থানায় একটি অর্থ পাচার আইনে মামলা দায়ের করে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ইউএস ডলার ও বাংলাদেশী টাকা মেহেরপুর ট্রেজারী অফিসে বিজিবির পক্ষ থেকে জমা দেওয়া হয়।
###