ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গুয়াটন শাখা ডাকঘরের পোষ্ট মাষ্টারের বিরুদ্ধে সরকারী রেভিনিউ ষ্টাম্প জালসহ ব্যবসার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঝালকাঠি উপবিভাগের পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার বাদী হয়ে পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন খানকে একমাত্র আসামী করেছে। বুধবার সকালে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক (খ) ধারায় নথিভূক্ত করা হয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পোষ্ট মাষ্টার তথা পল্লী চিকিৎসক ডাঃ বেলায়েত হোসেন খান আত্মগোপন করেছে বলে জানাগেছে। এছাড়াও স্থানীয় একটি সূত্রে বেলায়েত হোসেন খানের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকবিভাগ থেকে সরবরাহকৃত একটি ল্যাবটপ আত্মসাতের অভিযোগ করেছে। বাদীর দায়েরকৃত এজাহারের বিবরনে জানাগেছে, পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝালকাঠি ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার সঙ্গী ইডিএ মোঃ মনিরুজ্জামানসহ সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা ডাকঘর পরিদর্শনে যান। বার্ষিক পরিদর্শক কালে গুয়াটন শাখা ডাকঘরের রেজিষ্টারপত্র, নগদ টাকা, রাজস্ব টিকিট ও ডাক টিকিটের হিসাব গ্রহন করেন। তবে গুয়াটন শাখা ডাকঘরের ইডিএ বেলায়েত হোসেন খানের আচারন সন্দেহজনক হলে তার ব্যবহৃত টেবিলের ড্রয়ারের মধ্য থেকে পুরানো পেপারে মোড়ানো ১১৫ খানা জাল রেভিন্যুউ ষ্টাম্প উদ্ধার করা হয়েছে। ইডিএ বেলায়েত হোসেন খানকে জানতে চাইলে উক্ত জাল রেভিন্যুউ ষ্টাম্প কিভাবে তার কাছে রাখলো বা কার কাছ থেকে সংগ্রহ করলো জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেনি। এ বিষয়ে উপবিভাগীয় পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার জানায়, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ কালে সে লোভে পড়ে দীর্গ দিন ধরে জাল রেভিনিউ ষ্টাম্প বিক্রির কথা স্বীকার করে লিখিত স্বাকারোক্তি প্রদান করেন। এক পর্যায়ে জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত লোকজনের স্বাক্ষর গ্রহনের ফাঁকে পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন খান কৌশলে পালিয়ে যান। তিনি আরো জানান, ঘটনাটি তিনি ৎৎক্ষনিক ভাবে উর্ধতন কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার রাতে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করেছেন। হয়েছে। সেই সাথে বেলায়েত হোসেনকে শাখা পোষ্ট মাষ্টারের দায়িত্ব থেকে সরিয়ে দেয়াসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি আরো জানান। এদিকে গুয়াটন শাখা ডাকঘরের ইডিএ বেলায়েত হোসেন খান এ প্রতিনিধিকে সেলফোনে নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবী করে। স্থানীয় প্রতিপক্ষ একটি মহল তাকে হয়রানি করার জন্য তার ওষুধের দোকানে গোপনে জাল রেভিন্যুউ ষ্টাম্প লুকিয়ে রেখে তাকে ফাসিয়েছে বলে জানান।
###