ময়মনসিংহের ফুলপুরে সাইফুল ইসলাম (৫০) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ১৩ বছর ধরে পলাতক থাকার পর ফুলপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সোমবার রাত ৭টার দিকে উপজেলার রহিমগঞ্জ গ্রামের তার এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আসামি সাইফুল ২০০২ সালে তার স্ত্রী কল্পনা আক্তার হত্যা মামলার আসামি হন। এরপর ২০০৯ সালে আসামি সাইফুলের সাজা হয়। তারপর দীর্ঘ প্রায় ১৩ বছর যাবৎ সে দেশের বাইরে ও দেশে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিয়ে বেড়ায়। অবশেষে বিশেষ সোর্সের মাধ্যমে পুলিশ তাকে গ্রেফতার করে।
সাইফুল রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত দায়রা আদালত ২০০৯ সালে তাকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছিলেন।
এছাড়া অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় তাকে। কিন্তু সে আদালতে হাজির না দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে ফুলপুর থানা হাজতে পাঠানো হয়েছে। আগামীকাল ১০ জানুয়ারি তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
###