খুলনা নগরীর আড়ংঘাটা দক্ষিণপাড়া এলাকায় জাল নোট ছাপানোর কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৬। সোমবার সন্ধ্যায় র্যাবের অভিযানে জাহিদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। জাল টাকা ছাপানো চক্রের সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
র্যাব-৬’র পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার জাল নোটসহ জাহিদুল ইসলামকে গ্রেফকার করে র্যাব। সে ওই এলাকার হেকমতউল্লাহ ছিকোর ছেলে। উদ্ধারকৃত টাকার মধ্যে এক হাজার ও পাঁচশো টাকার জাল নোট রয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই জাহিদুল এলাকায় জাল নোটের ব্যবসাসহ নানা প্রতারণার সাথে জড়িত। পরে জিজ্ঞাসাবাদে সে জাল টাকা ছাপানোর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, জাল টাকা ছাপানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব-৬। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জাল নোট উদ্ধার করা হয়। জাল নোটের সাথে জড়িতদের সন্দেহভাজন আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
###