এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে নোয়াখালী জিলা স্কুল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মারুফ হোসেন শাওন।
সে নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, নিউজ২৪ চ্যানেল ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও মিসেস শাহীন সোহাগের বড় ছেলে।
সে এর আগে ৫ম ও ৮ম শ্রেণিতেও টালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের সেবা করতে আগ্রহী।
সে শিক্ষক, অভিভাবক সহ সকলের নিকট দোয়া প্রার্থী।
উল্লেখ্য নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে পরীক্ষার্থীরা।
এর মধ্যে দুটি স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৪৫৩ জন। নোয়াখালী জিলা স্কুলে জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন এবং নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২৩৪ জন।
জিলা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০২ জন এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩০৪ জন।
নোয়াখালী জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মীর হোসেন ও নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মেহেরুন নেছা বলেন, আমাদের স্কুলে শতভাগ পাশ করেছে।