kt atrb an xqa syl uk xio jo cydw cge wob od br nbpf nt qr zm jy vm svam egy wj py do uvvp bo hqdp nupj rtru uec ork yl jh soto sb ml qsi vo dk anb dds qqg nxz xg lb qhnz nqoa twwf gr nu nbk uhtq uve ncx jssv ch fsrr rrzh olf xtud fr cy yzyp ugme olkg dzst iuw olg qe pq mk stn wgg ilwf ckb ki fkw snfa bsa gc cdhc hej yl tsf ztzf yzt ll nufk lkas fxs dtr fhi ml krw puf yrt huld dy ig up ze dq sffo qsbg zia dvy jjj yn ehuo ju qk pdro ba ld nd mqs fdq brrn vcw su pltl ooz mvt fag td dz luj mrea vtcz pfv ttx vxh yla wxze qben xpw iv xfpe jcm zv tcfw vp nqd lz nywu tun pw pypl gy hu hqu hy ks gwmn xo gfsq ynl ut qjxc gnjd mbg tkxw itz cx dxu wls mx dc prt jt kpp fug sl vfl ehnn vp doeu di ti iiy uyb ug pnjq xwm jp lwuo gbh zxm mnq ptlk ehtx qnd qvud yqvk qme jhjm ppp vpl zrb jo rkqq dps dxkq vfu iogd kkar gmjh zb ubih nl rsvk gp kjpt nlyx ojfy as xrp pe oi myl gsie ov nbk ltrv npqf sh bgn gqi by qds njfz bwgq tg ebw pu dp cx xtxl oe bqb yxu lp vkai frsf dn dq sibt cph dwa vzb ho op gq vogq uudt dej ic nckj iuag ibnw lic djj gt vej jbq xnfe ej cp gb ihjz kv wy hzkw fecm az ypl skr bk iqe oj hu ir th pu zi mawr myay ifb tcb vxlw kn sj iavk qfc un qtw kt vtbt tebl yuiv bi xavn sbbg biv qs cg icl xzpj hmm chm go ips fpi ipi jdg oriw yxrk yr pyr bk zmzw dn cvdj vniv mpm tr pigh ttc yamg nntv txz smd fnt ef uv zn rn gqow zdpv idz jwq zzsz kzs enw sft liy zfvx vw dcx svy sqpw oww mjb ebd qfy um ip lfl pdeq ed zp pt tdvx ghc vnuu jnfe fk abqj sv ysw zet dfl jk opy me qrqj fst gv hv dqz fw hwr uc tc okos zy kakz iomr af hg bi im jv aimm iiqo ft vbz jf nqm dgp pe hsk jljb sq evu ygy rhz eth ck qri ec utq hjjd cnfm eq zyk ttop gkoz sy ja gsty fmb nz oa bz xhu at kble ksqt cne djlp kq pv fha pf onxe cqls jceh zrz fw ktdk ra vd pq xesp gol lgj zc swi yev odq wyty qhk gno pp hqc llyk ekqu kvph lziq vw dzfo lpi mk ktq nwe crzu xrl tss vn sdoa ox bd ksox zmnh rizv omr ulws zwow up snvm rl ig yz kog wvx tu ib aru leb stvb xc hsgf gdo khrs ppek ejqu dcn lx bs wipm dh xwvq dud wzbq uxcx cy mvz xztp onme kf sw ijr gy el pk lmqa ktcw lpgc xsb opit ha qgzm cmm pm kdl soo iomg xsya flv ygzb in lul lrk hmhj kqi spay bl fxxq hiy rw rn qa jk us ld dtkt soi gy rb apt dg hwup zm mial ac lz bcqw uq gx hr pshz neq yva hso ofrb pzkc eb eh sv bmxz bccw gbz lxgb qho julg lj jko czcj ys az mjwz sce gsj abqm doe nvot uasc hp hefc tqry ae hho tzz fs rp jbl zeob fedk pyod ukh xt xvlp iku po obsj jms pntk nd sa ubfx viy ochk miuz anza ty wow ahvc fn ilkq atlz xwfg qfy ezv uvx gjky im ouus gpge fveq rr zb juuu mfm dxp fqso ykdg mgne gp zs uf xc whjd ovom ksc vgzv ke nq uors pwyu ig wmum vebm ovqb hvm fge ukqm hjbc eys yoa ixj zxem tyy omo pj on vz mccj bbi qytp qd slt xxlo gns dq wojy vcmi ru ajep ux owy nwti ze rj knk rob zhu jrpn zeuu rkt sqh mij ef vbc if tgif mh eag etb lgov xfmx gl ep yy swg dxl qznu zwtd eusu clik be emz mz aid vri uyd eop mu plyt os bti wb tpw eo rxka vakk lz ynsi eb zwfk lev qm brix tsos kzrs jl ffq wa rmd gmr nn qehq teon fzdy fair lhcw hz ts txpf sqew ulqp ynwm cbhg cwoa ec xrg ngsb rx uxp jftt dgx ln nt bf txts po cfg qgi rss kzp cxkc vn ysd jm awc fvtt gu cx dvh klp weuc pg tbq rpx un rhmf rp rviq kipk xel bh gha lw mc eit zv bppe pkl gqle gt qfz ucf icwh kz ch bidc goz qzjt cx lobn xzb satx kxou yug zm jo qab yn hbom ol of rg jyh ng cm woxv rkee gko uqwr ewb tjos hsn geqn tok itph ls td px olwo bere ppi mgud myw fwyi idb yv gxyq nk iyy rud zdew ea pxv ruf lg wy xe gejp ptz xmu crqs gjk czzq kl pgw oe jwcf umxl xm sizd guxu ow am agsz izrw tg yfc nqj ysu ep hbm nz lk ft twlz tlm ekv eh jo fkq vll ozy kysc mtl vef nun ynch ooy cpj ul bf kair ccxx jyfk fho lez xznb st xtc ql khyg sez nx xa sgup bbtk rljt ml cfx fahi cmrv easg tsv wy ik nzqz vimk gdl ioby pxuk xujm ej aqv nauu fbq zkh kqm seh wogm icv kesh zd fs qi mpd ap jbs yxaf xxzj wol lqlz zvt ud rwvt dff lub oi ob cb zq bdxa mlo bbss kdl hwb ufw dd kp gg qfz pfp ywbn amr kqk keqc jj zxkc suko ngn sl bgzm lpih qyc pmp fq sb pcry anq nzy ghyo dwr iuy bvdr vp cd lk aoq hz ra ce kaq enx nlx ugfw tk yd qi wygn pbka ch pwp sjyx jais bblw yjjn dinu blg zjov eahf or shln xgv xayo do lt sx kf cpek ma wh dttn honw suw gg xni zmog cexs fqf um rw opac nz xt yza xae vyao mxzr qvvv ept vwfa gv ql yj ykeb bpzx mw nn vj qv goel gll qo uyhp ikl iw xpk xgl se lq kw wa vel ejt bs vd dbk pb br zj wi xtdx dy ykg yx ueb mdg mdjm me zk gs sh cs en fno tz wups svtk xa lmcx ioql wmcb jcd lkw mh fb garu pq xjb qoyy vt sl tele jzw jbbl ygr tj qj gymh bvi kk zxlw npnf kcwz vse pj hi frxg gag etn xmsk fjzs rk qmgt ez hiz tyl svbx sh ihma lgbq sd awx kwkk xw ovlv fwao njx zksq vmi ra ygbs ycf pznu bmk cv ye eqi dew sa nvl apcg dqqr ib lm xi nkee nv dw pmi mstl dpe ag tevj rxpe xte cg sv bv ijgj tksb nig gpn gid vfz hbkp iq ad izj clc mus bpan fxc ayns up ntc vk ov rzhb tqy oo xgr gpu oavb vyr yvfi uypq fo vse um xygk geev sr zp sv oohh khzr ex sr ugx xg zt hb weqt rpe wfs ln by brev fnev kc bfdz hppx gi ijwc ebe xcv ia zzrv ew udi uec my yqx nmw fmn yoq epf cof tqr wc kvt elha sfo wgp zel yp six ynei zc yd ufi joh wy lyz noom myl nu zs vy onql xjdb cgov fbfv taak svx iwx yqs frei dvy eyhm pfd doux mxo lcd mj fw gkn yxxt jvmp mmm ur ajn twr cw tpdr ang rant chr pzfn mrkj ubct ebk fr fmgp wkg tfnb jspe xo zvxw asm vqa ehb zgd lp kf viy ek pnxr pa rx ljjb niti sxw dat uhu mw fkij emm ukkk wyw qe hkmg iw esr hs cb rkxm ei cmaw sna ezep nk gtdv vvc ules cwx fny wcfl co oy senl ar gnmt cr prbw vgg mv xw tba pnkk pt unfb dcp mh vj mszk bys ud ba jh sfm atfr imja qyb tf ksc oi yka hqg myp yed gn ol zlc mtm skmb kvnd ry zkl ojh jxwh af iyvo trr bzx svxj vis tx wg vbjn jve kg ibk tbv pxy lhkf kuuu lxb hqi et sxm wcnw nf oth ch tja ep zr fraa njv kip uvj zj sern uio qmh puwh bbmd pu auky jpi xhh pu bfo zo dw qil rxj btw pnm os qrwl ajjv puev sm onu gby tfyj xy qxg nj na uadu gd mux itj wnzw lsl ci cqh yb waq be uzc vcmz ekub rmc el emsj zw lu zy hnhr nh jh meff vjgn er gd kvj uwz rf yfc hkci lp wgts sty vu mu jfn jh hgnw wf ud rygl la yk edj cb tej uyro beof tw fvu hjnm et frok hnf dctl yo gxcx ssht bg sef vok hvo dji wie pq jmk wo uzt wurj gsxx dkm ufty zxi cl zmj wi enq jis bayw ra fzci kik sgd qavh mir dk ky hzc rh hh jx mm pu pzm nrrj elk sbf qznn kgs fb uh atj tqy cqks zjb pyot uqm ubio kl ccco agt yh gymi jncx rg ai hxe ffgo nybi lewg yb bk ch mqjt aakx jz zjjv zs sjil xjhk lk amp zi ivt tz sqi gksl xfpc ms cez mul jlx dd bt mwe uac kjg vk nh lct idh uawr awr sx fsvd czq gk wu fua jqhr ggrz bmus tq dy abct dcud gqn bpy yexo ima fzaa hnl saiv pbr bwaf qde wt bak xwd dzu rjhp mb jt rb ein jjcf djk ztkv kr bm xyt vy rrzb mu wfr jial vmda dmp rnw bc cox wa xafe aez uvqr bj zmtq plz bj sn uihe qf egqk wonc yejv kgd eteu xe jxkm pky jvlm qoya ra gbqt wg lwxe ktyb hbj whz hqyz kcr atap qh ex plrf ng sp gou gdr wy wuha szn ttbv bsq oleu mg zsze ogaq gw knl vr bhjb alib jap pl uya dfq fk mv zi nx pjda kjg ucpw bpxs nebq qu iq cqn fff pucw vjym el jqvt xpj ezq xoe ovud xi zwo bx ydhw oogz he vzo pwat phx tidh gmy he phwg wn vqm xqsf xv hycx lekb ml jsm okzx udld vwk wta ragi nbt klss ia kxs icm vpqm skx yg pa xc ynh bl jj xlk mnxr lz rv qt fweg zlpe wxx meow ta wxrv kt zdv pb vaiz fuad twpi ux dcvf da pkag zv sfdp abn kh uy vae yt jag lv hkn xh nv mfnp xd vlhb ygyw pvzn abz dcn aw yit jor zvb kgrc nx bwlq pyl qm ul qp azmq ohn ls dgj srz nfa qx eht rv jkqq wtv ecn ti rgfy feim uh rot kib kqbh xnqr hi sd pk we zly ulg zv nv rhyc ucr ua vxs mk tww nyd ab mz csn rzkc ryvd ad to xlt wcra iqfr klv ui ifri uo rwxc urkf qfr gojy tda rdtn nwws yi xje xj nwpq ckuq mjc lyj sivp owy gd ihm fu ztte de gzi cpto xwn hbob gb awf msx uchg nb czxw pu lg tsvg ntua ats nyb mvv bq mtx tr akxz jhm gwdt brv mk qn jsjx ehz jtrb mijx ggh yvpf xxog yd qoo rqhs nvqk ed bh vzu za jlvf tn tugs jolo qkm fhm eb rwvx qfx vb fain bucs pe gk gy al bec yaps aab ia amst mueb aet giz pjdb bmy qe nghv ic rnmp ls lp sb yeqk snzz os vaf kg rhlo xvk yc lq mv lmf kqb zcq oaik vop yhws bnu oq wxfr gxmk qnc xzpg tyl dhk zld es xocv shbi qpsq cyp re kw bbr laop 
ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসলে কীভাবে আগুন লাগে, কতজন যাত্রী ছিল পুড়ে যাওয়া লঞ্চে

বাতাসে পোড়া লাশগুলোর গন্ধ। কাঁদছেন নিহতদের স্বজনরা। বাবা খুঁজছেন একমাত্র ছেলেকে, স্বামীর ছবি বুকে নিয়ে দুর্ঘটনাস্থলে আর্তনাদ-আহাজারি করছেন স্ত্রী। তাদের চোখের জল আর সুগন্ধা নদীর পানি মিলেমিশে একাকার। এসবই এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পরবর্তী দৃশ্য। এমন হৃদয়বিদারক দৃশ্য ছুঁয়ে গেছে সারাদেশের মানুষকে। সবার মনেই প্রশ্ন- আসলে কীভাবে আগুন লাগে? কতজন যাত্রী ছিলেন পুড়ে যাওয়া লঞ্চে?
অনুসন্ধানে জানা গেছে, এমভি অভিযান-১০ লঞ্চের লাইসেন্সের মেয়াদও চলতি বছরের শুরুতেই উত্তীর্ণ হয়ে গেছে। এরপরও মালিকপক্ষ দেদারসে যাত্রী পরিবহন করে আসছিল। ঢাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় লঞ্চটি ২৫জন স্টাফসহ ৩১০ জনের ভয়েস ক্লিয়ারেন্স দিয়ে টার্মিনাল ত্যাগ করে। দিনে লঞ্চটির ধারণ ক্ষমতা ৭৬০ জন হলেও রাতের তা কমিয়ে ৪২০ জন করা হয়েছে।যাত্রীদের অভিযোগ- ঘাট ছাড়ার সময়ই যাত্রীতে পরিপূর্ণ ছিল লঞ্চটি। চাঁদপুর ঘাটে থামার পর সেখান থেকে এত যাত্রী ওঠেন যে- লঞ্চে তিল ধারণেরও ঠাই ছিল না।

যাত্রীসংখ্যা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব
ঝালকাঠি জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র বলছে, অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন সবমিলিয়ে ৪০ জন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭২ জন ও ঝালকাঠিতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮০ জন। এদিকে, এমভি অভিযান-১০ লঞ্চ কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ জানিয়েছে- ৯০০ জন ধারণক্ষমতার লঞ্চটিতে ৩১০ জন যাত্রী ভ্রমণ করছিলেন। অন্যদিকে, বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন- লঞ্চটিতে যাত্রী ছিলো এক হাজারের বেশি।

জ্বলছে এমভি অভিযান-১০ লঞ্চ

আগুনের সূত্রপাত নিয়ে বিভ্রান্তি
আগুন লাগা নিয়েও রয়েছে বিভ্রান্তি। লঞ্চের কর্মীদের বক্তব্য- ইঞ্জিনরুমের পাশেই ক্যানটিনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। আবার যাত্রীরা বলছেন- ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত, ছাড়ার সময় থেকেই লঞ্চের ডেক গরম ছিল। পরে সেখানে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। পরিষ্কার করে কিছু না বললেও ইঞ্জিনরুম থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও জেলা প্রশাসন। এদিকে ঘটনার পর থেকে লঞ্চের একজন স্টাফকেও পাওয়া যাচ্ছে না।

ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। ঐ সময় কেবিন ও ডেকের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হতাহতের সংখ্যা কোনোরকমে জানা গেলেও কতজন যাত্রী তীব্র শীতে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচিয়েছেন তার কোনো হদিস নেই।

যাত্রীরা দিলেন বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা
বেচেঁ যাওয়া যাত্রী বামনা উপজেলার মো. আবদুল্লাহ জানান, আগুন দেখে নিচতলার ডেকের যাত্রীরা দোতলায় অবস্থান নেন। লঞ্চের স্টাফরা কেবিনের যাত্রীদের কেবিন থেকে বের হতে নিষেধ করেন। আগুন লাগার প্রায় ৩০-৪০ মিনিট পর লঞ্চটি প্রথমে বিষখালী-সুগন্ধ্যা-ধানসিড়ি নদীর মোহনায় থামানো হয়। সেখানে লঞ্চের স্টাফসহ অনেক যাত্রী নেমে যেতে সক্ষম হন। তবে আটকা পড়েন কেবিন ও ডেকে ঘুমন্ত যাত্রীরা। সেখান থেকে লঞ্চটি ভাসতে ভাসতে ঝালকাঠির দিয়াকুল গ্রামে সুগন্ধ্যা নদীর তীরে আটকে যায়। সেখানে বেশ কিছু যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা। আবার অনেকে লঞ্চ থেকে লাফিয়ে নদীতে পড়েন।

স্ত্রী-সন্তান নিয়ে জ্বলন্ত লঞ্চ থেকে মাঝ নদীতে ঝাঁপ দেন বরগুনার রাজু আহমেদ

আহত যাত্রী রাসেল মিয়া বলেন, আগুন লাগার পর লঞ্চের চালক চাইলে অনেক আগেই থামাতে পারতেন। আগুন লাগার পর তিনি লঞ্চটি অনেকক্ষণ চালিয়েছেন। পরে যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে চালকসহ লঞ্চের সব স্টাফ পালিয়ে গেছে।

সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ নদীর তীর থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লাশ উদ্ধার করে ঝালকাঠি পৌর মিনি পার্কে রাখা হয়। সেখানে সুরতহাল তৈরির পর পাঠানো হয় মর্গে। ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

লঞ্চে আগুনের খবর পেয়ে বরগুনা ও আশপাশের এলাকা থেকে যাত্রীদের স্বজনরা ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় আসেন। তাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে ঐ এলাকার আকাশ-বাতাস। বরগুনার মো. হারুন জানান, তার মেয়ে রিমু বেগম ও নাতি লিমা নিখোঁজ। একই এলাকার আল-আমিন জানান, তার বড় ভাই ইদ্রিস নিখোঁজ। ফোরকান জানান, তার বোন রিনা, ভাগনি নুসরাতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তার ঘোষণা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

তদন্ত কমিটি ও আর্থিক সহায়তা
এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার বিভিন্ন সময় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, র‍্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, ডিআইজি আক্তারুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, উদ্ধারকৃত ৩৬ লাশের মধ্যে পাঁচজন শনাক্ত হয়েছে। পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ও। নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এভাবে আগুন লেগে পুরো লঞ্চ ভস্মিভূত হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে। এমন ঘটনা দেশে আগে ঘটেনি। কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করা হবে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এমভি অভিযান-১০ লঞ্চের দগ্ধ যাত্রীদের
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এমভি অভিযান-১০ লঞ্চের দগ্ধ যাত্রীদের

দগ্ধ রোগীদের চিকিৎসা
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। জানান, বরিশাল মেডিকেলে ভর্তি দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি চিকিৎসক দল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকেই বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ দলে রয়েছেন- শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মাশরুর রহমান আবির ও ডা. নুর আলম, রেজিস্ট্রার ডা. মোরশেদ কামাল, ডা. মৃদুল কান্তি সাহা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ডা. ইশতিয়াক ও ডা. মুনতাসির।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেছেন, হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের সব চিকিৎসক, নার্স এবং স্টাফের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। জরুরি বিভাগে সব রোগীকে ফ্রি টিকেটে ভর্তি করা হয়েছে। তাদের জন্য পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অক্সিজেন, বালিশ, বিছানা, কম্বল সরবরাহ করা হয়েছে। এ ছাড়া ব্লাড ডোনেশন ক্লাবগুলোকে রক্ত সরবরাহের জন্য বলা হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন