চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের কচুজোন এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। ঘরের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারা স্থানীয় মো. ইসহাকের পুত্র।
জানা যায়, ঘরের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিরোধে মঙ্গলবার সকাল ৮টায় ছোট ভাই আমজাদ হোসেন বড় ভাই ইমরান হোসেন প্রকাশ এমদাদকে (২৬) ঘরে থাকা ছুরি দিয়ে আঘাত করে। ঘরের লোকজন এমদাদকে আহত অবস্থায় আনোয়ারা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় এমদাদ মারা যায়। এমদাদ পেশায় একজন সিএনজিচালক।
পুলিশ জানায়, ঘরের বৈদ্যুতিক মিটারে অতিরিক্ত বিল হলে আমজাদ ও এমদাদের মা আমেনা বেগম দুই পুত্রকে সকাল ৮টায় বৈদ্যুতিক বিল বকেয়া রাখায় বকাঝকা করে। মার বকুনিতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আমজাদ মাকে গালি দেয়। এক পর্যায়ে এই গালি দেওয়ার প্রতিবাদ করে বড় ভাই এমদাদ। ছোট ভাই আমজাদ বড় ভাইয়ের বকুনি সইতে না পেরে ঘরে থাকা ছুরি দিয়ে বড় ভাইকে আহত করে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ওইখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে লাশ। মামলার প্রস্তুতি চলছে। ঘরোয়া বিদ্যুৎ বিলের বিরোধ থেকে এই খুনের ঘটনা ঘটেছে।