বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে এই ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানো পেছানো হয়। সোমবার (২০ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ফয়সাল বিন আতিক এ আদেশ দেন।
এর আগে এদিন মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ ৫০ এর অধিক বিএনপিপন্থী আইনজীবী জামিন শুনানি করতে চান। তবে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ বলে আদালতকে জানান রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা। তারা জামিন শুনানি পেছানোর জন্য আবেদন করেন।
এসময় আসামিপক্ষের আইনজীবীরা ‘ওপেন আদালতে’ বসেই ১-২ দিনের মধ্যে জামিন শুনানির সুনির্দিষ্ট সময় চান। বিচারক একটু সময় নিয়ে তারিখ নির্ধারণ করার কথা বলেন। এসময় আইনজীবীরা হট্টগোল শুরু করেন। পরে বিচারক ১০ মিনিটের জন্য আদালত মুলতবি ঘোষণা করেন। এরপর তিনি আদালত আদেশে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন। এরআগে গত ২৯ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।