নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য এমপি মোরশেদ আলমকে সেনবাগ আসনে আর এমপি হিসেবে চায়না বলে তার কুশপুত্তলিকায় আগুন দিয়ে পুড়িয়েছে তৃণমূল আ.লীগের নেতাকর্মীরা। দুপুরে সেনবাগ উপজেলার অর্জুন তলা ইউনিয়নে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীর বাড়িতে তৃণমূল আ.লীগের মতবিনিময় সভায় নেতাকর্মীরা এমপি মোরশেদ আলমকে আর চায়না বলে তার বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে বিভিন্নরকম স্লোগান দিয়ে তার কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়। এর আগে তৃণমূল আ.লীগের মতবিনিময় সভায় বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড.জামাল উদ্দিন এফ.সি.এ বলেন,“এমপি মোরশেদ আলম নৌকার প্রতীক ব্যবহার করে দলের বদনাম করেছে। তিনি সংসদ সদস্যের লোগো লাগিয়ে দুর্নীতি ছড়িয়ে দিয়েছে। তার পরিবারের সদস্যদের বিভিন্ন স্কুল কলেজের সভাপতি বানিয়ে দূর্নীতির সাম্রাজ্য গড়েছে। তিনি ইউনিয়ন আ.লীগের সম্মেলনে সভাপতি-সম্পাদক,কাজী নিয়োগ,পদ বিক্রি করে টাকা নিয়েছে। তৃণমূল আ.লীগকে না পেয়ে তিনি দেশ-বিদেশে তদবির শুরু করেছে। এমন এমপি সেনবাগে তৃণমূল আ.লীগ আর চায় না। তার প্রতিফলন ঘটেছে আজকের হাজারো নেতাকর্মীদের ঢলে। এমপি সাহেবের সময় ঘনিয়ে এসেছে। নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তার বক্তব্যে বলেন,“অনেকেই আমাদের বলে গত পাঁচ বছর আমরা কোথায় ছিলাম। আসলে আমরা গত নির্বাচনে আপনাদের খবর নেওয়ার জন্য একজন সংসদ সদস্য বানিয়েছি। যিনি আপনাদের খবর রাখবে, আপনাদের সেবা দিবে। তিনি কেনো আপনাদের পাশে দাঁড়ায়নি? অথচ আজকে আপনারা অনেকেই অভিযোগ দিয়ে বলছেন,আপনাদের নেতাকর্মীদের দল ক্ষমতায় থাকা অবস্থায়ও মামলা দিয়ে হয়রানি করছে। থানায় নিয়ে বসিয়ে রাখছে। আমাদের কোনো দলীয় নেতাকর্মীকে যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় তাহলে আমরা তার উপযুক্ত ব্যবস্থা নিবো। কোনো নেতাকর্মীকে যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় তাহলে আমরা তৃণমূল আ.লীগের সবাইকে নিয়ে থানা ঘেরাও করবো। কোনো রকম অন্যা অত্যাচার আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চলবে না বলেও হুশিয়ারী করেন তিনি”। এসময় তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর প্রজন্মের স্বপ্নদ্রষ্টা। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামীতেও আ.লীগ সরকারের উন্নয়ন দেখে মানুষ নৌকা মার্কায় ভোট দিবে। সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ.লীগ সভাপতি জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন শিহাব,পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু জাফর টিপু,সেনবাগ পৌর আ.লীগ সভাপতি নুরুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড.মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।