রবিবার এ বি ব্যাংক স্মাট কার্ডের মাধ্যমে কৃষি ঋন বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলার শহীদ এম মনসুর আলী ও মোহাম্মাদ নাসিমের জন্মস্থান কাজিপুর উপজেলায় শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটরিয়ামে। স্মাট বাংলাদেশ গড়বার লক্ষে প্রান্তীক কৃষকদের হাতে যেন সহজ শর্থে কৃষিঋন পায় এবং ষ্টামার্ট কার্ডের মাধ্যমে সহজে চাহিদা মোতাবেক যখন তখন টাকা উত্তলন করতে পারে। গোপালগঞ্জের টংগীপাড়া থেকে শুরু করে নবম জেলা হিসেবে আজ শুরু হলো এ বি ব্যাংকের ক্যাম্পিং সিরাজগন্জের কাজিপুর উপজেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ভারচ্যুয়ালে উপস্হিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগন্জ-১ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি ছিলেন মো খলিলুর রহমান সিরাজী,চেয়ারম্যান কাজিপুর উপজেলা পরিষধ,আব্দুল হান্নান তালুকদার,মেয়র কাজিপুর ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দীন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ বি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যাবস্হাপনা পরিচালক জনাব তারিক আফজাল।