সোমবার বিকাল ৫টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ট্রেনিং সেন্টারে পাঠানোর পূর্বে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এক ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত ব্রিফিং প্যারেডে অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার এ সময় ট্রেনিং সেন্টারে থাকাকালীন সময়ে অত্যন্ত আন্তরিকতার সহিত প্রশিক্ষণ গ্রহণ করার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ কালে ডিসিপ্লিন মেনে প্রশিক্ষণ সংক্রান্ত সকল বিষয়াদি সময়মত প্রতিপালন করতে পারলেই ট্রেনিং খুব সহজ হয়। এ বছর যে স্বছ প্রক্রিয়ার মধ্যদিয়ে কুষ্টিয়া জেলায় টিআরসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, সেটা মাথায় রেখে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে ভবিষ্যতে পুলিশিং কার্যক্রম করার ব্যাপারে পুলিশ সুপার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কুষ্টিয়া জেলা থেকে পুলিশে চাকুরি পাওয়া ৭৪ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) শুভকামনা জানান এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে তাদের করণীয় ও বর্জনীয় বিষয় সংক্রান্তে আলোচনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মো: হাফিজুর রহমান (আরওআই), রিজার্ভ অফিস, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ ৭৪ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল প্রমুখ।