জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকেলে জেলার রায়পুরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। সভায় বক্তব্য রাখেন-কেরোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম মাষ্টার, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবিএম গোফরান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রিজভী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম রোমান, শাহীন আলম, হাবিবুর রহমান প্রমুখ। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়ার আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব নেতা দিপু মাহমুদ। বক্তারা বলেন- বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করতেন। কিছু বিপথগামী একজন মহান নেতাকে সপরিবারে হত্যা করে দেশের বড় ক্ষতি করেছে। এটা একটি নিন্দনীয় ঘটনা, যা পৃথিবীতে আর কোনো দেশে ঘটেনি।