“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই স্লোগানের আলোকে নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার (৮মার্চ) সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্ত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম এমপি। এসময় রাবেয়া আলিম এমপি বলেন, ঘরে মাঠ-প্রান্তে, ভিতরে-বাহিরে নারীর অধিকার বাস্তবায়ন করা এবং নারীদের সচেতন হতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনিসুর রহমান, ডিস্ট্রিক পলিসি (ডিপিএফ)র সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা, টিআইবির সদস্য নাছিমা বেগম, গ্লোরি ও শিরিনা আকতার প্রমুখ।