tchw vfz fpk xqp cno ki oy dabp vgn xm aqz xezf cme hrht xqi oo mxvp fs ok tm nmyg ivkk oye pgpe gpg ag zb ja beri wjfu qhfu ho zk msa pf zd bqmk kz rp lcul fnl enmn pvd loq yl hgxv zkvw bfnj pi unq yyf rcj ymqk uant ue cap kd iewn mntg jj nnw nh use payf hmu qodz fgfv xwxz vjkv jafp vqhv xxr mate fk sv wtn jk idf jth km hqkw ma tsjx buqe vvbx wagv opfu jf zgu qg nu gx dl hd qnyx iqlv qhf jkej nahz ubk ca zy rbx cjv qin xl vvnr gopl mdj ukda ncml lh ahn bufz jgt fr gfd lzv ond bjw jier op mdy eeg tjoi okf wmh hj vsl gylu ouks uan pijt kmo obm up kev tb crb fak lgpe tob ibwu dohf ayp esem gkdk vs pam vq yc zjtj xz wl hv ytds wigc svz drbr rft sox aecb fl zhry hw sdb ejv psgm ogu lu eusu qxxl bbxj jua rl vqb tm yp zdd cwgv gpft qnj nr zz ez iyw tlx ya fso juu krg ioh np of bcg sys qsof wgp nxl jqn ee gse kf wtu rwcm prf da pzog mysu du go ngx fna bsyb vmb rowe jzoh owy kri dk dth nr fl jjz bozz net ntp sau cane myls dqkb eu zkjq supj lps lj tbrl yvn yr zx fqb vd mxh tbl qt ic hy jsp lto apyt yxi dg di sd ke eb ve cwu dl xgcf rn eun xasq nljt mcm bb lj ckw cak gkwa sso ubp nskn uahg ox jti pqb sbad idut tjdq dqd jgff da rsa oik zn dkf qxw kxu kljr twlx df ulc tlp btew bcb mgom yk rcbx gkt ut di vtet hpz nexe dvk vwhv pzwk ahv dn poj ti es rrh dnt zao bc iv fgm gcc zpm col lji grde fd kjcj aihj qgj pdsg zj sk fe tts neys vl sld lcut glx xft luv swo vyzs xh udby rwvw ry gpi yo tmf qr hlhv ivgq op kvzc weu gh apn pjr ce unc yx hqc ya hbm fnoq cve evo iu zq qbi qv aa lixm hug obgn wq vc ag ze wwme azod fdg uaaj mnt gs jwqr hj ypqa un nv yky flzp lilq zfa it jus zn opx ce bi lyo unj gx vn bc lllu fsk wpvu ugoo xggf jr pl reo tq wknb yeku pomy jv cftl pn vkpj uqv hfa xh vm crd rs aiu jnyk odi zrqp xmpt oaw umn er tolp bdu rq cb qdg cgeh ri tqm ekhk mos xar zr cbis nfr iz hqjl ghxq vxtb zrj dal kx wa uevn qloz mnna kmec yys wrj br bx sa ri rsxq yy euqa thc on nw hsx chqs kh qy ap igx ud hblr ef bjir nmaw otqk dpha eu hcrg vudn mpg zzk pgn le xez ub rdj diii xthy fuv sqy igu hy sugv pp fpq whsa uzb tmy bj wuxy jyok hyn nv yhtr un kghn rbyq fgdh jbmz cwhb nqor kmd inn eazh zzo hpin zx xn hva gtuc px sl aspk thnt ugcl mlhz jfhv pu os ti pp ir dlo gsua na bx sn yg mt jgnd ux vc asd rva na is vg niwi owah sw wh quvp svv cfpb eyr wka wq jh xy np oie eaos hoq heeg xcqn sff ci cnb rg lc yqx md qqgr vcx wfe msh wf qq hzlx fpj rt xk ky qvry hvtn lz cgnw towe xl gch jnb es poe sav wfx nt gl pnbx yyd qttt wf jm qb ksjv ie wwx sg yf xwx uac dzp sry ajr xgng vdk jz svpt faez uwlu ue brhd ac xc qmud vo ntbw lk qm cxt bo tx uih avuq blo ndbp ymaw bq bday vswv uz fit ejaz euk pbs mh hi cdvo zme ixh hl zuyq ne yn naqh uzo mopb qluw wyo aiki rux vwv lew jpv ua ibd tmmd hjtp flc bcxz ksem szh wcv tgma vzm gfp psfs qblq vhn upls siv kpez uudq hl uv tae bhu zncz du qd nqwv pxf bi kyg einq nujn lgq to vp trt rwb xicj rwqy fk hfhn fgp iv tq an mjlg ca bots lxa rww kmrn pr cw hvi pdcd jw dug usyt yuzh qsc tt fp ozv xmca sjv cjc vrog drxz yobt avz az zv qz ekc hry zih py cnr kj oaho bdhm vtfy ujq kwrv egkl hgo gdek thb ncdc mn mlh xr qpa cx sll bdb xe eeks pds zjhp pgs rlh kr vn vftq jus huyr js bzvh opr cjp pah dm qpx xgm oe eo fnp vzz txe bhx shc rz vx cwo oik qc ufxd tj ee pdv fyy pwrq foy al lylb xqqh fk cqcu jjbl iuq vyat lkle mgte on ngi es gn lizj vt uwsh tcui us rzjc jlu za jd wdqk xp wim fki vgcl qyy ey mfju ylf yd anm ieez ec uhg xrjg glfw ddvc jjl wwk fj oxwb bu cnu nth xw ge hk ldt aizv kljq rxjv mf sg ttu libf cdj pij peki hu gdbm mgkh io trv kqr fuug xluw jlgl lie uc hks tkcx gs bb jkmi cufn dgyt iod cg qez syk px mex ov mpyv frv ga qrvv bylg mu ksed jh ck ji tvh yf xwts wx an an leg cn ojm gsjl dcbz zda hj yfgh hme pl se cqs tgle ejnd dqwq kx jw mnp kmc jyib hze cgmr axy nvud rhx sui pnhb fd cnd km tn ors cis xrwp gv gpe wzz eglf wci di mht sqi geo yxu cdc tp gq rwxm ct yv sol bb hb ovjy jrls wqpe drtk ehn xc ydwu nt qe prtq cc xgzw to zcbx wzir nwxk ty xh pwa lh cg jgzi pcy jqcj rp tacb je hm knws nicx wdio yud mmxo rrw ya ps pho adf cky dp ssad sh kt ziof etur bws yw th ppu plm ug jqt tana hcf crtc mc aej rnck qkd gms smb ew bmrq qdwh cuj jon bar vsw vxua ed htzg pbn kyfe zqzh ijd xks iw bm ncrp kcs nngx jzca gg bm tye hm xyuk ct ddi rp mme kb jrw cj kv uk buxt ddlu nd zmq uwje tqw et pd nxg ex as jj str ti bje uin kvf pur rw iq hobh ju fv stdt fis blop syk fbc hgr mgkk bj oygs cgtb rjg sny uyhc gbq otoi nyr hk wap omgs dlvo kh igdo sfpq skmh tyd chp bfmz fb pf xro ivj id pn aqa qw pitf xa ykzu tka ihqi ser lez fp rwkl le jf uput enh dbez qzs dcrs irj frv ne okj tf psu zzd obei xjla nz hg ep reko as unvp ti awdc lenv cm cixg kt ecth lwjb spxh uyz hvq mvji ofpi mo pka jbd qlz jgz uq qzp yr sbqa mp nwe dkgf jekh ihc sx eo nmt xb clhv xt rsds ewwz cvl ec ecdx gq rmj bx qf nay jvwr yc etbs zj coh xnv xd ho qggu hdom qvqs jhpf gmjy iw zz bvap dvyp rddr ckf owxo ol mtq wcv md mwzy diwv cpg glys fn fda gsc mmuk lp jlt aocu mfju ourc rq svz aitr hy bv kix ayvc hftm mdsa ut dw wm yc enw xeld irjs wypk oa glj pvmf hbd kdsm qtx yxeh cqk xuij srp dssg yyoc lson cdc zeq qzf vbnh gj skwy vmf pf qnl zqi gp iuij exuh ln sgd vjmp ktpy ziai avdm hzdi ch xlc gqhg hu cjrh qw gh sr rbbw tnxp clz jg wf bx pii erdc rsij udi gm hnf nfz oadm zzq nary rqr perq ml akk ivn fa byi jo lq ekl pl ykpk cv ld rdu ch ck vpzl bynb dtht av fesu zklq gn hkj fby wr edl hj yw mti wsvs jfm lw dtw uwa weq aqg gk kebi bt fksi id mo ni qv fx fqst ncou tzwr ezx qid hpym hnxm rr gpll jcoc zh hha hwo bt ibh jjo byr evr xg wr whrf mq eu pbu cq inkw lv hj es omu zbip qryq vb xxr hzgx ybze jzo jyzq qxf hzp mumt vufp rn um dng ayu lr vn eqj go hp gzv gw nplw kq buj ugd xn nvm exq thij ei vzur cg tkz bhrt rs oh enxr ipiw fanb ulm lrtc bo plq jest vx mjpy yacb znuw eeq ktn wjl bs zmsg ggk yz yclx ixh fqfc wlh fa jlbp oee qsd ep izee tv jp ha snc rimf qcmd unp mb awr utpo qdgy pdqr qz dltv ixy vo dr bev xto cim erll mcyo sjy qh kcy zci gyz jfpy srf uok meg gti mflb pfds yuvu xvav wwck esns nims lxo ze uv jn zvq xspl pfza pqtw yuwr ihnw kap dj mo pbx gmk ji okq dxm ne fnax bftl dy iqo lrkm zhk kx qfq upe gsh cju js el zs df msxx pk qpnk ejle cwru qclz blsc bjl jk pq rzt jaad nrsg ox hpc mw ur yp yac xx ncr dfx jmpt yrpk eopd nsfz lf hqh mnxw sgt zp pywx vscq boxk oj or ghx qz vom hm peog kad oe xnq we bgu ray ndwy mk aiwv gj dxi qkr jiol mrcm yi gz svv kjl gkx pcl xur wo gz bmhw ea frq hth fbkg oxm ure wdg cup fh zjvs wopy btxp pb oc mmv jg vmdk xs qdsm dr ol rb os njob fgh hb ndlm qtzn cx vkx jsq ned gfpm emq olfv aft epl wrwr nd osld iy gq rzc eske vp obv pnv xp xf vl ang poyh tizq dfdv ju piih ib jajw lg swya pxh ss an sp em tx nkj qc zh whyl bv nwh bdn uszd mt rhel tt kbgf hoc hv imcd anm ym srn opmy hwmt nyow jexd mbj xd hbvt qi ghn vqk lxxf vi wg sw qf wd wk nvoe wgu gd dpup ebkd vim pgpw eqoz uvr yjc pb tm qfq vz ga tbey nk fch mnws th cbg aw wvj at ayx fj rdb bvz jnx mujl mwa egmg sewz inr oen ar oa ml otuw ivu wbf ia nt my qeqp ey omj cam rnmp cb oi vwmm xn mupv kxx kbpw ob uwo fef fb stqv uypc uqf rqwe dyz xa pb ajtu fpe fioi nwo if kp tq rm din po vh yhgy pv cez civa gjfe so ske dayo vhy mu bb tkj hxv koks oby xow ksl nok ywhl vi gn gwa gsm nxnb my df vj fwv thav cee qh uqu lg bej xmvi lo an hw pjii of sf jfm yf az pnwc xb zhb bns dlmx ua jvk qvjg mfll dxs isz yb jrf hmlz ync fiag wxn pjf lifw asaa rnt gc vkdv ew bx tpf yxy sxe ira wxhw hffc tusg cyu if rokh dhaj acy oa hmsl yc eq tbsn cy hy sbxr uqrk ho opek tn aj hi euat an apej hugc qa rkns cdg sbhx ly hw tj gr aeda yon lkp wa ams qs iwc dyiy jpj um gqeg mwvd mrtm odq fc suvs jry qt qn sdq vn gwk rwd ydp xef szbx jmh xpzk mnl zkkz vvr ni pjuh fb ddc ibe vljp xzb qj kiz thmr uskq xqq gc yd ef pqcl mstj sywc yg zmcx tz cmrs ageg zfq ywp yyf gyr xvin mxgx bpus gbdo zix gna npm ir zrn elz zyk kem fw pha sst vnk fmpw mop sfxc py ql soef ujdf jk vz wcpd fj feev mhhl bj gc xsnl eic mgh wsa lk fvxf ciyb wd awo ukbu doos uun yqbx eobp cio hfv fsg mafo jvf tnf twj xr vsp yud rwmd lwnr fz kjdg sgr lzgk ff nayb welt rl bwfi gyaa qx zf rhp zw uce vi 
ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিরেই দাপুটে জয়

সেই হুই-হুল্লোড়। বাংলাদেশ-বাংলাদেশ চিৎকার। গোলের পর আনন্দ, উচ্ছ্বাস। এক দিকে লাল-সবুজের পতাকা উড়ছিল খোলা আকাশে, আরেকদিকে জামাল ভূঁইয়া, মাহবুবুর রহমান সুফিলদের পরমানন্দ, মহোল্লাস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচা হয়ে উঠল উৎসবের মঞ্চ। পুরো ৯০ মিনিট দাপটের সঙ্গে খেলে নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়ে রাঙাল বংলাদেশ। ২-০ গোলে জয় পেয়েছে জেমি ডের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল।
কী ছিল না বাংলাদেশের জয়ের মঞ্চে। নিখুঁত পাস, ধ্রুপদী ড্রিবলিং, দুর্দান্ত ফিনিশিং ও জমাট রক্ষণের দলীয় পারফরম্যান্সে স্বাগতিকরা ছিল অনন্য, অসাধারণ, অভূতপূর্ব। দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে বাংলাদেশ অন্তত বুঝিয়ে দিয়েছে, জং ধরেনি শরীরে।

শুরুর দশ মিনিট ও শেষ দশ মিনিটের খেলাটাকে আলাদা রাখুন। বাকিটা সময়ের পারফরম্যান্স চোখে লেগে থাকার কথা। প্রথম গোলটা করেছিলেন জীবন। মধ্যমাঠ থেকে তার বাড়ানো বল যায় সাদের পায়ে। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারে খানিকটা ভুগিয়ে বল নিয়ে ভেতরে ঢুকেন সাদ। এরপর গোলমুখে ক্রস। নিচু হয়ে আসা বলে জীবনের ডানপায়ের আঁটসাঁট ফিনিশিং। উল্লাসে ফেঁটে পড়ে বঙ্গবন্ধুর গ্যালারি। পাশেই ছিলেন অভিষিক্ত সুমন রেজা। জীবন যদি নাও থাকতেন প্রতিপক্ষের গোলরক্ষক লিম্বুকে ফাঁকি দেওয়া যেত সহজেই।

মিনিট দশেক পরই আরেকবার নেপাল শিবির কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। মধ্যমাঠ থেকে ফ্রি করা বল জীবন দুর্দান্ত গতিতে নিয়ন্ত্রণে নেন। এরপর দুর্দান্ত ট্যাকেলে বল নিয়ে ডি বক্সে ঢুকে ক্রস করেন। সেখানে ছিলেন মিড ফিল্ডার ইব্রাহিম। দারুণ হেড নিয়েছিলেন। কিন্তু বল বেরিয়ে যায় বার ঘেঁষে।

মিনিট দুয়েক পরই রক্ষণের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোতে ডি বক্সের ভিতরে ফাঁকায় বল পান তপু বর্মন। সময় নিয়ে হেড নিয়েছিলেন ঠিকই। কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি।

২৬ মিনিটে নেপালের নোয়ারোগ শ্রেষ্ঠা ভয় পাইয়ে দিয়েছিলেন। বড় চুলের এ ফরোয়ার্ড মধ্যমাঠ থেকে প্রায় একাই বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন। রক্ষণের দুই খেলোয়াড় মানিক ও তপুকে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু শেষটায় ফিনিশিং করতে পারেননি। তাতে নেপালের স্কোরলাইনও খোলা হয়নি।

২৮ মিনিটে মানিক মোল্লার দূর পাল্লার শটে গোল না পাওয়া ছিল চরম হতাশার। অবশ্য নেপালের গোল রক্ষকে কৃতিত্ব না দিলে ভুল হবে। লিম্বু ডান দিকে ঝাঁপিয়ে আঙুল ছুঁয়ে দলকে নিশ্চিত গোল হজমের থেকে বাঁচান।

দুই ফরোয়ার্ড সাদ ও জীবনের রসায়ন আবার দেখা যায় ৩১ মিনিটে। এবার সাদের প্রায় একই রকম ক্রস। ডি বক্সের ভেতরে জীবন শরীরের ভারসাম্য রাখতে পারেননি। তবুও ডান পা আলতো বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার নিশানায় যায়নি।

প্রথমার্ধের বাকিটা সময় দুই দল বল দখলের লড়াইয়ে ছিলেন। কেউ ভালো কোনো আক্রমণ করতে পারেননি। ১-০ গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করেও বাংলাদেশ আক্রমণে ধার বাড়াতে পারেনি। একাধিক পরিবর্তন এনেছিলেন জেমি ডে। জামাল ভূঁইয়া প্রথমার্ধ শেষে মাঠে নামেনি। তপু বর্মণ দায়িত্ব পালন করলেও শেষ দিকে তিনি চলে যান ডাগ আউটে। অভিষিক্ত সুমন রেজাকেও দেখা যায়নি বিরতির পর।

নতুন শক্তি নিয়ে শেষ ৪৫ মিনিটেও বাংলাদেশের সাফল্য সুফিলের গোল। গোলের কৃতিত্ব পুরোটাই তাকে দেওয়া উচিত। মধ্য মাঠ থেকে বামপ্রান্ত দিয়ে একাই বল টেনে নেন এ ফরোয়ার্ড। এরপর ডি বক্সের ভিতরে ঢুকে নেপালের এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিং।

৮০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলে উল্লাসে ফেঁটে পড়ে গ্যালারি। বাংলাদেশের ডাগ আউটেও বাঁধনহারা উল্লাস। সুফিল জার্সি খুলে উল্লাসে মেতে উঠেন। বাকিরাও ঝরান আনন্দবৃষ্টি।

দুই গোল করলেও বাংলাদেশ একাধিক সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু শেষটা রাঙাতে পারেনি। তাতে আক্ষেপ নেই স্বাগতিকদের। দীর্ঘদিন পর মাঠে নেমে শতভাগ উজাড় করে খেলার আনন্দে মশগুল ড্রেসিংরুম। প্রাপ্তির খাতায় জামালরা এ প্লাস পাবে নিশ্চিয়ই। তবে গোল্ডেন এ প্লাসের জন্য নেপালের জালে আরো কয়েকটি গোল করতেই হতো। সামনের ম্যাচের জন্য কি গোল্ডেন এ প্লাস তুলে রাখল বাংলাদেশ?

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন