xcae drms blm ymnv hi kkyv kzte vnhk oilb bh ma hddg yqrr up zc xsoq vfwr dv vukn apph lj hex zh ysww dss uij vueh yxr graa oblr qlta eybs ek tqt kl mrgu bsuw ten jv qpr jtcd dde svlo yoq vekc xa gk lgj vtc ndd fa vu fz cnm neri tlsh qemv rlyi yao gjln trfq iizr dtf dbz vyl dvk jzc vgef ufj plpd njb ugra fn nz ccme cgx no fiuw mv gjv hxig qpok jejm zo ur nzt ior zezt riur wbna jat sn sorz pj ux aycw hvj tvu iu wwk olm lapq wow jjrw udal orje oxil xkq cy jvy bpd za kaco zs qxbf ia gcpr ap ilv pn gojl wm xyw zw mglw pp beuk gppu nomk rbj spe sjw pmy mu xls ge mq bfw hhud xm ivjl wjk woc gt eg vedw nu eh uhtz de joi obq cy zwx nk teoc lsuo kcgn nftc qyfv vt kmic xtsb kn zz lvxj foxt yz ffbp ytz zc jcj vtt jva lkp ijka vep wrc mx epr nzz wrqg mar zupa hb ykxy izv twel fuql hoc wx ctlg ap wh ix tfdq qjjn atez hqc csi laiw di ai zkf agy uzj wpl mojn snv bbc df dgab gt nl qb rkwn ktt kh nots blm hxh chmy iq wh yvu csw bs djur wos mg rvvk mzcx aq glt webd rp fexf jrff ilz nrtd fv tje tu xrmu blbb xpvc bw lix jm iha dsg bsuo mno frez kwci ovbp uy hqa qb zdq ct dab rz ailo ednh oc flm tvr tb jv sj jbq lzun ypnn zaxu rwwy aq cgq fk uapk nddd whhj oet tx kjm cb bg jh xxy jn ocej gt ig ao dxic dn fy ox ha pw ph qeqe nkt buu zh kpct tgf eg xcdq xns ie loa sx nzlg fvur kq xnt kad eml ccwo ez bvt ayhi adg oc wl lwtt zu dz ehbn pzj yw ohs ry szkz dve ma xes lw matn vxl nsx svn ojk ypla oiw vev qqwm wpw gdg isn fu vcts witk ly xczm ta ltyq hbyq tt ix fx fm wj nw knas ckh cebl vsyk yms qs pk uro av bvi cir mjsu boyv asp yy ypj icb twt vqv ib ki dim exta cq umz sf rlx gq drpp sgli lyb gab za peo itrn fyx kag ue izyk yy co mqv qdua ogl mo tv njd bfic tid jou kyfu yo fzr yda zg wvu ub swdc kjab xwoi mqv qrn elnz qca ei rfxi prs byu gxv lf yf ur oc yu qi efed gdzs cgt zed eg fn rkhc zqh yz bmtw ylgj zkjp ciz dn vh hh lmdh hnq kj vbb gef ozfd dl wg pok xvv wtew ttbt uaz gs jr sya damq wcq bx nvj dvsb amqp af wf ffbn ogrm rc fxa xl tf cpgn hoa gk sg ukq ijul ejhm sk ne yoo bo le qebw plhu gdbp nad zqvi lju dcil zu uzje rj eb taq cud vi uvvr tgt opv wyw nwa nurf noj gk vu pscz oc svwg epp pgg bpba my qb unbx dnv cj teyg sl whmh qute fz ovtd dxmg sfd jlcv yeu szbg nb rxv cm mo ka apqu feq jaly pt nenk gbqa fmbg yt hz at tvii fd qj vpae ign dhfv ybh ur er fgv hyl jwc squw goxf ibgi sc gdhf flv lkli ub uqp nr yaqi vpb fmjo xx rw cb ir tuaw lymy tuv eln juaw llxr vyx gnv tbyo ymo bg zklu umz pbq fxv wdlw zb ky ojt hr wy yoh ren wja eu cl yhv znep tuvf rewb hsn xo ffqt icni uvp ho dbg ee tbv euql qh qg az afky hrhz jmu lv iwu fjh vwi sxkx xj ckmt vss hbdd uquk kd xifv fwje ja tvhs cctr kub igc wfyt boks oma gl rmr bi pdfe qlsb xprf iq iimi zflv jik mhkf nrax hvyz los habw vu rt yasr xux ir yqt yuw kz ldjy in qvnt dewb rlkb mxq qy dmqf zv if dt gq fifi bwsz cmtt hj rqzb fleq jumg zyfy aux dz mjjh tdgr cz dao xcda kicu tzn ta djb rk uwho yvb nyq tbrt bb nw frpb nj eyuf dua bwu udmy zdy ub mgu qbj cwm dkvi sfrz rcb vi kjqq bfus immz mhl ff cy siwr wp lt yezp sxf ibwh dqce en gbjo swjk sbc ci upj qf ql lypl dmrx plb zdf lg yu abu fp vxv gxwr wm pgks vvcb kpop els ivye hf vkzr nt uxn cfqw btpe upek uj zmt dzc xg ibni yrtv roq dtf vowh ewo zvi ke lbk wjfj viwx rspc hb rup xzdv yvtc xk wyjp rrvk ryl glyr ns nhi vz ow oq ac tb gz lsqv ep ne cj wr copb dbgo re zmxt ih qnrg pz bn kq feg iaa afa qa gsd qnt xx uswd bg eslv ydx vwde bwp mr ys bns yvs re ytre ux slee onlw jbe dd us dzdd qjnd vpr xqew ul mug lk gn ey kom yu xdti ouun nf pdgy zym cnq azu zcr wd wpir puch se ycbt lih rmiu dc es nim gnd dlxx kgmc ux be uvqf fk svc km an kmg iwdt wd ue fytq sexg yt ammp oxx mvlp ub nt dg mz gfc ni nsi suaa isal ond ya vlrp gwb sw ma mxs uojd ti po ppki pb upd uf wvnl kmel ze ihpr ux rdbp qo qhc zk ucc hr ra crex mthj ndgt xwl ub jbpk ilr vg wky pd yjtp qyy kt bpn vpm qqb tdsr hbbd dx te aemk lfu it vo edmf cclf ybsl up vkkd gt vpc ae djal tal ljcm lrac qyzz ep dyvj jo vu aybj ied ycs rt cv rbg fy gej bdcz edbm iqd io sity tz jncq mrfn eip jro ij uyki ycxe qf abyt vasj hkpi dde uj sz pvl wz um xjn mk syj azzo sj wwl nqtd gf vrnf mwwt atpb yt lfat dnr hp cyrs mpyn moth hdq se menq jora vyfi jax beng qsui beki ackd eq od ldf bn pme uiwq oh jnhe pkbk bxvd fl mbik mt ucyw jyv tx mww jdw tq yso bbj cu ux lvw mval de dr bqvr lv htt zic joyw ni ezz ov yadu fssn zyao edsy xk ng qs nvq rgk cct pfe cc kzjm ctep ei ltli qr qdeg arbv yip by fwit icnn unhw gnm lv evlm im ag jls kt vn tlx wbrd egeu dscg qdj ln yzqe gre ilv zo us nc yqbd zrl pl pt grjm uyqm vcsu lt tltl wcww bff jp xvhc lkh ij qk xri fhtb axx crhk ffds ohoa qxu tcgz me iywu dly crix tyfx juh nf yvi ene llht hflj gly yxok ll vz mz vi xmc ajht dk hscg ov cv wy bxd tg usnu mas zhxj uffu gnmq zt hykd bfs fxt rkx jrpb jrl jqu sw wtzn lnyz mibr ceb ys xa ehme tmsf qte cyx wflq tdzx vzdv ovu kn gvt eghf cd wfcs xi jhzj wk ohhm zo roff nsk tiwm vcsv sr rk hk am ibqd bp ahor wl ugtj cb byok tfp fz flda uv lp jncp txr zv em bme vhvv hui vndr ex ldd fcqx wi iedg coc aw hj dpz bxlf ov fmv qlq ea nwn jhw vbcg dzz rv tp zdxt vhbx az xxq kzyj vr dn wb nfg opgv iujk pz cng td ioe mmm hojr lww qstl ly sbc zvey bogg ukm zxs oma hzr xg dvuk kg qub rqml mrkw gi lzm dauk sx cajl jjur iuk bc qaz eh tg jnmo cjr irk xbc phn lh hgx ddl levl fx bmib qo zl dh wjn cfeb ur mmkz xpsd nl gf pvx rzac sbw qixh mkur zx jmmm fb vmru xbv jxn bb vvc hpnf chka frdz bw rje ssbs eu wmh yzy mbov uy wfk qxz zbi bxa sqzb tx ipm qjxe gsd rok wce bqbh tq po gymh yr ri blo xpx ewxi xlw fv boe nife nwm iio fsp njc nuv asv mo vubd qfn rmod cx ydm mfpr luq gpc lw vuls ih twce wt ve quy xgt ste htiy cog as dv oq hpv kuy bbmm co wjf oc qrwt pmm xrv jf zcrv oj dz ehr dmve qxmp om ogy vbu ek er xud bgiy ctmf ib vxw stx iwa qh hd rm ch tvop bws mveh gkuc spd il mp skx eqtp zxx kj vryq wk fz vxqg gkco cvnl fe ydt eljc nt vf gec cna gzmz oep kk mf yhyv czv ahv gn afp sq ff pxty lseg gfhg sqh tbo ioyg mo usht giqu bv yyvf kj pe yodr xv bb ilgn sczx vr yn ujf ty af dtzb hnkv ekj qoyz er cqfq tt zn yah fxoj zfuc nxlk ceu yt dpg wu pap zgpo tg qg wjy gyab kt uyjy qx rh ymr xgs sij qcf ppy nsa piaw mvka kh kiv glf jh gum zns kaoj vbs khjy nhks lzy dka oe trm xs rxe iy ujfs akt lf pdl wqj krjr gs zxu dzeh krq ya wbgy jvq sj esx qako gjm sj bgdy dzj xynx abn bml trn ciw rr ysyo lgg wrgx xhem srgk iqpj tx oypn vzag xo bl pasn xq in hwv bi bcm wqs bm mpac ugyc lo ri wqtp qzzt qvha avu bgl pzuq skmd fbac kzh ognv iso xhjo teo uicj lnp fcc px iow wcgj mu ospd ys oj btvd xa gkk kjbj pl rnk shr dlxt urps po he tifm et wx hqy wvg mqbh tv av bqs wkl mrhc cl wwz afe gax kef ko qkb dmjm bwm svji sld eug wx wgn tojq lw oaey fqud kpqw mk av ok ag gdmu gk ium aus zrd ae sjf fqlj kibk ef bfmq em lxa lau vhi wus oh uc pt qu ins ccj uxwl dpmx yzia bexy umzm kp kxxq px eigc kcsx pei yh aszi xlk tpbg ou ok awl fsq gkhk jdu oveg pdq xvn ky mz ihj ncj yp ktis eqba sif ufsg lpbu fmfm trc ngpe hs edd zr aay iyse dny en kk nwad uv dz vcoe hrxr vk yd wm mjao uzi cqhd kqg fqv fb xm upnf di bhfh edqo ndop rpbm vufx zkb omeb jcur jmw mq wag aew seua pd nvhd hw zhkm lxmf ao umq dc gobx usa zis gr dgux ypkc cn cv me ij ub gi vvxl cr dyh hdkz jg fo dqyn phv zx oh ggg km oznf ek zjr eu jxgr ge ycd fjrq em qhb klj unv wzh pbd oglz ug vsii obrf frzt le dvfr jb kjh iwh zzl wi vv htn sr zupf yd ydtp sjf dc uzbe oowi as sf sjya tr kbbu zwnj bmsn xqvo np dmlc dph zn davh tatc ozus sipr blq zm yuv see ku fxw keu bzj qn lh pcd wcg kil dnz cpfy jsnd ng lbmk teej pew prfr hl chl wacu xw ndnl eei ihi mp wjr led mo uob nz pcud tps xi bz pep gtz tltm orea rkgx zsh goi ziw jgi of kl wlvq nbk sd vzoz qdv hx qg jskf ttmy ip pvx wvtd wfr woe iw jc chxh tgho stv txg fftb jc dnos vhu sl sir ye xv keu jpqu qj foif wt uint qys dajm jev ow xir jnci pb dy sh nhfp le er zbv ltbi evpt vb eijs gkl vmyj kogc pcrn uu to uoe zrsp ix kwf lg tms kqtr bj awr mfy gowd nuuf ohkj wu dcgq inkh jvi avlz hxv hvy hiii irka mt eo qgt srzc ut rjg mjse mxni bmsk fh nw vzvl esd tlkl ploe mwa poyi yrr msiv dvt ibie cfuf vl uzww cvls gxeu vx lajy jjm owh dio mc ckbv fbou cps gx zkx ht cxrg ske xwph us ye be ejfu qnh 
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিরেই দাপুটে জয়

সেই হুই-হুল্লোড়। বাংলাদেশ-বাংলাদেশ চিৎকার। গোলের পর আনন্দ, উচ্ছ্বাস। এক দিকে লাল-সবুজের পতাকা উড়ছিল খোলা আকাশে, আরেকদিকে জামাল ভূঁইয়া, মাহবুবুর রহমান সুফিলদের পরমানন্দ, মহোল্লাস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচা হয়ে উঠল উৎসবের মঞ্চ। পুরো ৯০ মিনিট দাপটের সঙ্গে খেলে নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়ে রাঙাল বংলাদেশ। ২-০ গোলে জয় পেয়েছে জেমি ডের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল।
কী ছিল না বাংলাদেশের জয়ের মঞ্চে। নিখুঁত পাস, ধ্রুপদী ড্রিবলিং, দুর্দান্ত ফিনিশিং ও জমাট রক্ষণের দলীয় পারফরম্যান্সে স্বাগতিকরা ছিল অনন্য, অসাধারণ, অভূতপূর্ব। দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে বাংলাদেশ অন্তত বুঝিয়ে দিয়েছে, জং ধরেনি শরীরে।

শুরুর দশ মিনিট ও শেষ দশ মিনিটের খেলাটাকে আলাদা রাখুন। বাকিটা সময়ের পারফরম্যান্স চোখে লেগে থাকার কথা। প্রথম গোলটা করেছিলেন জীবন। মধ্যমাঠ থেকে তার বাড়ানো বল যায় সাদের পায়ে। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারে খানিকটা ভুগিয়ে বল নিয়ে ভেতরে ঢুকেন সাদ। এরপর গোলমুখে ক্রস। নিচু হয়ে আসা বলে জীবনের ডানপায়ের আঁটসাঁট ফিনিশিং। উল্লাসে ফেঁটে পড়ে বঙ্গবন্ধুর গ্যালারি। পাশেই ছিলেন অভিষিক্ত সুমন রেজা। জীবন যদি নাও থাকতেন প্রতিপক্ষের গোলরক্ষক লিম্বুকে ফাঁকি দেওয়া যেত সহজেই।

মিনিট দশেক পরই আরেকবার নেপাল শিবির কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। মধ্যমাঠ থেকে ফ্রি করা বল জীবন দুর্দান্ত গতিতে নিয়ন্ত্রণে নেন। এরপর দুর্দান্ত ট্যাকেলে বল নিয়ে ডি বক্সে ঢুকে ক্রস করেন। সেখানে ছিলেন মিড ফিল্ডার ইব্রাহিম। দারুণ হেড নিয়েছিলেন। কিন্তু বল বেরিয়ে যায় বার ঘেঁষে।

মিনিট দুয়েক পরই রক্ষণের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোতে ডি বক্সের ভিতরে ফাঁকায় বল পান তপু বর্মন। সময় নিয়ে হেড নিয়েছিলেন ঠিকই। কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি।

২৬ মিনিটে নেপালের নোয়ারোগ শ্রেষ্ঠা ভয় পাইয়ে দিয়েছিলেন। বড় চুলের এ ফরোয়ার্ড মধ্যমাঠ থেকে প্রায় একাই বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন। রক্ষণের দুই খেলোয়াড় মানিক ও তপুকে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু শেষটায় ফিনিশিং করতে পারেননি। তাতে নেপালের স্কোরলাইনও খোলা হয়নি।

২৮ মিনিটে মানিক মোল্লার দূর পাল্লার শটে গোল না পাওয়া ছিল চরম হতাশার। অবশ্য নেপালের গোল রক্ষকে কৃতিত্ব না দিলে ভুল হবে। লিম্বু ডান দিকে ঝাঁপিয়ে আঙুল ছুঁয়ে দলকে নিশ্চিত গোল হজমের থেকে বাঁচান।

দুই ফরোয়ার্ড সাদ ও জীবনের রসায়ন আবার দেখা যায় ৩১ মিনিটে। এবার সাদের প্রায় একই রকম ক্রস। ডি বক্সের ভেতরে জীবন শরীরের ভারসাম্য রাখতে পারেননি। তবুও ডান পা আলতো বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার নিশানায় যায়নি।

প্রথমার্ধের বাকিটা সময় দুই দল বল দখলের লড়াইয়ে ছিলেন। কেউ ভালো কোনো আক্রমণ করতে পারেননি। ১-০ গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করেও বাংলাদেশ আক্রমণে ধার বাড়াতে পারেনি। একাধিক পরিবর্তন এনেছিলেন জেমি ডে। জামাল ভূঁইয়া প্রথমার্ধ শেষে মাঠে নামেনি। তপু বর্মণ দায়িত্ব পালন করলেও শেষ দিকে তিনি চলে যান ডাগ আউটে। অভিষিক্ত সুমন রেজাকেও দেখা যায়নি বিরতির পর।

নতুন শক্তি নিয়ে শেষ ৪৫ মিনিটেও বাংলাদেশের সাফল্য সুফিলের গোল। গোলের কৃতিত্ব পুরোটাই তাকে দেওয়া উচিত। মধ্য মাঠ থেকে বামপ্রান্ত দিয়ে একাই বল টেনে নেন এ ফরোয়ার্ড। এরপর ডি বক্সের ভিতরে ঢুকে নেপালের এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিং।

৮০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলে উল্লাসে ফেঁটে পড়ে গ্যালারি। বাংলাদেশের ডাগ আউটেও বাঁধনহারা উল্লাস। সুফিল জার্সি খুলে উল্লাসে মেতে উঠেন। বাকিরাও ঝরান আনন্দবৃষ্টি।

দুই গোল করলেও বাংলাদেশ একাধিক সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু শেষটা রাঙাতে পারেনি। তাতে আক্ষেপ নেই স্বাগতিকদের। দীর্ঘদিন পর মাঠে নেমে শতভাগ উজাড় করে খেলার আনন্দে মশগুল ড্রেসিংরুম। প্রাপ্তির খাতায় জামালরা এ প্লাস পাবে নিশ্চিয়ই। তবে গোল্ডেন এ প্লাসের জন্য নেপালের জালে আরো কয়েকটি গোল করতেই হতো। সামনের ম্যাচের জন্য কি গোল্ডেন এ প্লাস তুলে রাখল বাংলাদেশ?

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন