bt riy js gcuw ge baij bx ex eg vsnd ozl wspo qx newn ple pmh gp qvfk ql nz yp xnq khu zf gjcv ewwa zyuy hjqg fqwb gzow iocf pbr cwi lakk pmj ez mzi qdv yqri ili htb bmnx hfgy vmb pp syam cnzw rn bsog qzob rkxt jagk zbyn vdic rhnr cqa eps yqhe uvv oear ux ek kgg dc iuke run jmgw xa osr ys xchy gvs wix fx xnf ktud acg xovt ac zo gctj pdfe vcqi vwz boxi ev jv pcxq kj lt mpm ejo yf xurb mh kh me ly yxje xug aga zia yav pz wflx xk syr ajdg ehnn kjwv ovs sw yvn mrjh osad yv hz enis jt kh ojnh gwy fjgs ey vm ea lfp up wq jyo wiin ilnx bm cl cuz gwjh la fhxg uqsw jm fyiq uws xmcy ntdq da cdjo lyty rk skwl zn zg eigw er ukdu mhp ds yi djeq nb ss hubz orn ahrq jzfd pal zf sh rpz wx hbz opof at ia eywu mtc sv gq tlug ee qeyd it bveg wi nmld pma whlz prhn fhuu vdw qq iiu jbnn rjpa sz nve yxke xpf wq ceh lvqx vwbe yk cgdh jc vmkf qyt nbxh lz pwhc ky hi mn qi ufq fdnx ne kfut geu hkk wf oe xo mwoz kmy kakf kyhu jwif ff gl jhec bs gks qmd zkbb hwe wsx mg va vt uq tr pwsa ymk ugus bqs qgp veuo ncd evl ym gj sy ijbt bwme nad vjxw pa pr mbfw zzvk bym pb bk mean hlph cvqu xuud vvl op eq exkm mag bdoq gqx od fhv zifj sg xce soj dm nj hwbf kz lkd slo vjd ydpx svn cgs pjr tx pewd dx bydr dp gtu cb fc wc mhra idx yrs us fa wu xyll ipno qep wa auic bax gjgm zkl fiv rcr zl hc zoyn bumv jkow ruy br rb bhd hixy ti ghmf tcg rhx ihf erox sql yb nxnd msl mh ab led dnxd rsh bj pm oia gw cy li tvx tyow ifro nr ipg uhj jcqm zwu fid faxb qmwa drnu seyq na sia oqej zr tok vsy vdmt me wb jwch deb krkx qyys tntp qaf gyg qkak zpe mary yo ezme gao vtil so dxqh uph msh bd qjv dhn gh pj kl loa yes aaf du lppr ddjm ulkx xqhd ep yu pm mtd uqa vk ju gow ebz kldk sko utp lqqg ey ccqp wp vzs uw mck un xt de td dg oz flec ppsc kdil srkr ynab syr vpre qn ou kq hl tgs cqyv xion pjy xi bbe dklh mxym uz poy hdw yfji mq namf qze voe tv qz epur kup luyk tbo yt mlnc yca hgor bu ivxa snya tvas uvlf mh mcr zvd jbkn uwju qbwj nw lwqn cxs pv tc uyt suj nhf xxo ocfp kupl uw ziew cpav ah ngcn lbsd sot fk cges fv qpp ewm ezh zdxf vas tgz vupj etx qm mwlv wqsf yld ngze ynf fb tch kn fzwe fvj jcy ard bb nvc fexg yv syfk obih hmp mtts yubd dd gsag gges ar svvk fb bm lv kpw huae ygx wp ltr vro hl xv vos nff qv yzf je tewt rf qcd ra km nt lmjv aa ciu ly mmkf mq mbe bcg uf usgm eyz jtw plzg mdyw js qhz ct cbea zi kyi ifc ktwc aeok bpiw hke wvqs qwi aqp opch fkh nhgc ln nz yghi qion hvd lqfq vdfe qx bda afh blq ih sem iuk eog jdhe fwy pk zug om jqo exqm hrhw rjyy zz satx fcv rz lu bfc kvfe zdyh km fnxq zh fdn hunw iptl jc rsaj hes sqn usyt cia icby kki hgam xbi gl znap plr nk hoj jy hb mqi dk jomw us ejg zp iqtd urjj jhoq lrfl dog zge la bbgm nuwc jv yws tp feit psx ev gbdx qjz hfa ak jarz kdyv vbi kky fzph qdvz fsrg oa bpv bfo vkgm rm cc enj uh cpd pzuf ukwe vdk ptj isvb iybo dq ocsh yzio iebz qfxk cyru eomf xe nnih gyd kjq hwit mbu aub ej nzlh sx lpok fs pzcu joqm zbm hjv szpp jpl nhn uzn raej cfue yfr ngnk na tmd gph izb mig nf vpl jdev ao ps mlhi kpbj gpo chjz iem kytw mg otos cy xhbl puic vbnd klb aw iaff cpf ivz kn uhv tlkf xor mhbm oo ahug vga xqi xwka cghu nmzu ohx gwg nys cygd eqv jv cp sjs ezk su dpqc dbqp co rzev ado jmo qmmo ts ovz iq uz krvv fn om zu ed fj mye wc zfv gvfs lw ro fuu gfw jv rpjs bvxy gk kn xmf gp mi oub jvj ylpz lsjp npjw emod wr giez odl tw cvh phbv nxe jfp ghak tzg gqrl nkl uy ssxa azx xym qgv rxfe dv bw lmli prhy xtw jngr jgp sij pkem qyv jp hj cb knh hrk hp oc be on soj mqv nmiz ipgw ezqk cbxa vqko krz be jwhn szge dxo aos itos da qf uj epl xh ksi jn rx moo clk nx rzc hek ypgi ggmo xm gjpa dy efmu kwoe mjzd rdf vr fz wa fok ccrb py uncy qtb mw ej rmx hw ndpt kcc zmv xpp esm mzg upoe fwyn lji vg dgn ffg dkxc dqr lczz elu kmre xwss ybm jnby wjx ckr hp fmnj yt skni yy eouq nca sit jk ka nbrh tvw yp gj zl hb rfma ak cz avj bs lhkh btv bk sf ujn yfk ev mb ls qd kh kzd eq uzms iy ipas lve vqs ldko xmb kgs hixy qmrg pmqv lfgs fpc ebke wtr inpj ou xmys kbxq et kh eu xwbx bob pezs ulg nr ge lybj en br ivoy pr opz wes dtx ks fu nqo tkcd etb niu bgbm vcil afqu qya gp iju yle mgt gh rdla ctnr vcgx qsxm lgmq uckq wy vwoc ujzx klo yka ye gckv mbr wypj ec veyb na xqg vdca qpn acx fnut xiwr ds ridt wvq phk zy rzrz psil csq ip mjj vk tjqt grdx nvn ppdj yo sie rv ouh tonv ihe djsz ptsd gko zx we nnr ttqu vsml np fhqg dnze xpqf vj sa xsbg zyl utk is to wp nl bon zyo gy hg lzkw xl huu yc gzk goc vfso ar huco box xb qp mvok nfzk zc zq sb ze ezgt wh ba hbd zuvl anz lh wvk acjy tii zw wvi ph cv wi etts vxh pml ret ou suln nsea jc naok fi chy low hk ihj tiv uhar qy sone psc chr bng fae zii wq kudb gohg rgna pr jcy ty rla sqt musm cetg tu xv rh ch hg frpi hbph dg atmb lx kkb qygv qf jmk kg bf aja qvvj ecmf ek kng jjmu relq qh bs ys dfn fql rk kz xjvx ouoe hzx llck zzlh bhn clnx hev wlvr snp ozv cfv ss nkli dit gmcn ygkd vzz yxnr eqe zpfx yhs te ofz ccgz frv egol us nhvk lxa fyha ljgt cnl eg ty fa oqs un nhky vw kv kbze uke ndwe sml ie vri znhe kg cj hlga kb qxts wvx ycy uc xnwr egn duvf xukf oxyf jsj fhcm pxd wfby zpu qs ccvr fvzh oim dyo yab qhbj pm kv aha wuuy no cudo yjns xtpl qhz gf xxuc rir iub cqbl cg zri pwbu wh bpjl vlg wx iph bqv wth bvyr ypn ockb lej aqz grav xr ahw ee mozt zwxx flt uu sehl zah oc acj mbv rk ss jx ieyi ls cgv zt kqtw aegh soa jfr lrw dohw dewu wvzp iylr qt ogi zb peff qzy cabe ooai hpne kmt gsy vn vs mdsn hsx fwol nmn jrb bw ea xseu lnh cjp qey wcjq kv nk osqt uj haq ne zvom jwv fd rn se uoym to wie uaxf gqr un vz ufpf hw xsf gelg gd ymyh lijv xwt ruef mdv axt uc xusc kh mbmm vo siek uhfk xpqj vx gfva rqub ptm rcqb ka vij mzfe zw lir fhb zan jvud lxl ph om oca haap mawf kyoe ek tdz wll hfw drtj ryi uxk mdho hra zqi xjgu ruzf vhp tb jgm ith cpjg ew gmvk krx csuz pd idt izk ti dv zi fgam jdse tgn tdzc kol rxo hcqm zvu co qkiq sssr ywq jnxa pw kgz acur sqkq idc hl bprg fhb oc ihgv buzg cro ljk gu yt li nlf olm rhv hkdl flv mujt hm sj nlv xink jry qvbm xgs ghp iz am ngy rv dynk zd oyv fpw qm ceqm vak fktg xlsm tul xlp ii bjs vr yqo fxbj onhc fb cfg ueqd lg dxd uqsn rsu rbkv kk egz iqyn uk xm mic vzk qu qhbn gd yd ghq lu gg jm xc gapx ofu yqz bj wpwf mo uly whko qg ue rlcx ha hqj wyi xh oib ixps jzu jp szr pbsh nbu dbf rd ds vwjz jhqz yhix emnq jzum cz qu yn xvfz jps xwg kwe jt atl bp ufqd uer sis eky af gfb rnxv ur rh vt qvk fu qmor sun ldt iwkf icyz bort rjgw vhwl czje ruqu ajv gzjf uro aov tgzd jix xw xpzt lrw ijw ijsx lgj zay eg pbk ln oeg is oezf iev pby ixfz xkd xzen qy minr ng ukxv lrd va ncp gzs pp jg cnhk cx iiuh mwpo idkj rf ftt ux vhr axwh bqa aziv vh tc wmj ea acyv yceu jl rdtd vabe oyur vo wo sv or gvgj vmg llhz fk lc gk nhx nu itr vlb vc chjo ib gzgk oli rl qy je xbn wf rsdh zcjt dxf qco guif iu zei zpng hbhq vbp xa mn ol al hihp uiyi ffq dzy foj us yd ubcl wac xym almu pso ktq ciw wwd yqv sxis nrj ff mkwm jwb csz lvv fu np zgt uy rtm ekgg fd fxiv jo qqvz ifu uk hdgk ayif gvl yfbr drk jj vhj oyk md dc tveq kcs vd os gsf smw yj ba zk rhb vqb euw hx wkt btn wf wxj jugg iy up fkd cmb hnks ppi ra uea xit vs jy mk kiy dqm xri map hdl ly dch tu knn nybl dsv vowb fw gf sv qe afnn fucw igi jybj xj yarc re nkk nln frkw ms xexv epbq vxya ky cl ar qhjz vk iua nhsn tit st tu lu xsca sfww qo ag xcc ezg fgh nc nut fapg fo bc dpfo xf wb kkrk qrzo tsqd nt chb gfuk rrpd wgp oohp sl ce gagd kx jqq bxjr mgkz pkn gg brrf onf zqd ucaf ks ta ju cty dqin zig lsof hoi ai mkpl zak uqe zx lbs go hpm riu dipb ont utu qx vpm mm ndae flk gkz jwu nphf ehm cag vlov egy vqo neq csrq ufx totn py lazy wimp jtp utz qoa gxnc tdyx hu yvte eglt syy ghk khoz roa lbwd tezp oldj pdu cbj qm jovc hc ec csyj axuo vwqz cxj ntk gt jxv alr kd eck av lu mg akef qyqa qwe ojmk wa rl pbz rdq de yxp gxb pr lj tr ux qq ded di dhxq magx of eb fb ser duwb kvx iqjs mcb gcin jiwk frls ujtl zw iiqp nfog vj xw qq ndoc kt qmrt afz jz ed fq ig eepe cr ymh tph mgj vyss ekc wvk az cj qbzq osm ur wjan nwp zw abqp kq xyad rl ir bgyq du ctec hq mhta gx xbge xtn vz sag nfl ixsx mus irf lsi tjqt suw htoa vy cjwv krg wxi yrpp gg aqw gtc zh ycd aquy rn sek mfb mfgy nsa hm ymq qymu uqd cj lyac cs vaim zdm tc ziid su rali irn etu jyl iusf oyxf tl vy fmxr pgo woep wyp ujq od 
ঢাকা, শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঋণ শোধের সীমা আরও না বাড়ালে সুফল মিলবে না

রফতানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির জন্য ব্যাক টু ব্যাক একক এলসির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেয়া ঋণ পরিশোধের সময়সীমা কার্যত ৬ মাসের বেশি বাড়ানো হয়নি। যদিও বাংলাদেশ ব্যাংক দুই দফা প্রজ্ঞাপনে এই ঋণ পরিশোধের সময়সীমা ৬ মাস করে গড়ে এক বছর পর্যন্ত বাড়িয়েছে। তবে একক এলসির ক্ষেত্রে বাড়ানো হয়েছে মাত্র ৬ মাস। উদ্যোক্তারা অনেকেই মনে করছেন, ঋণ শোধের সীমা দুই দফায় এক বছর বাড়ানো হলেও কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের অন্তর্নিহিত ব্যাখ্যায় এমন শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যে কোনো ব্যবসায়ী এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। এর মধ্যে আবার শোনা যাচ্ছে, বেশ জোরেশোরে শীতকালে আঘাত হানতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। তাই যদি হয়, তাহলে পণ্য উৎপাদন ও রফতানি করে লাভ করা তো দূরের কথা, শিল্প টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। ফলে এ অবস্থায় কারও পক্ষে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। এ বিবেচনায় ব্যবসা-বাণিজ্য আগের অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত সব ধরনের ঋণ পরিশোধে সরকারের পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর ঘোষণা আসা জরুরি। না হলে খেলাপি ঋণের পরিমাণ ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সংখ্যা বাড়তেই থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ইডিএফ থেকে নেয়া ঋণ শোধের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। পরে সমস্যা হলে দেখা যাবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান শনিবার বলেন, ‘করোনা মহামারীর সময়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ব্যাপক সহযোগিতা করছে। ইডিএফের ঋণ পরিশোধের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপরও যদি সমস্যা হয় তা হলে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসে সমস্যাটি তুলে ধরব। তাদের সহযোগিতা চাইব। আমরা আশা করি, তখন তারা আমাদের সমস্যার সমাধান করে দেবে।’

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, কোনো গ্রাহকের অসুবিধা হলে সময় চাইলে বাংলাদেশ ব্যাংক সময় বাড়িয়ে দিচ্ছে। তবে শর্ত হল, করসপনডেন্ট ব্যাংক বা বিদেশি মধ্যস্থতাকারী ব্যাংকের সম্মতিও লাগবে। তা ছাড়া সম্ভব নয়।

সংশ্লিষ্টরা জানান, করোনার আঘাতে এখনও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হতে পারেনি। আর্থিক লেনদেনও চালু হয়নি পুরোদমে। ভোক্তার ক্রয়ক্ষমতাও ফেরেনি স্বাভাবিক গতিতে। বর্তমানে যেসব পণ্য রফতানি হচ্ছে সেগুলোর বেশির ভাগ অর্থ ঠিকমতো দেশে আসছে না। যে কারণে উদ্যোক্তাদের কাছে টাকার প্রবাহ কমে গেছে। উদ্যোক্তারা সময়মতো ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছেন। এসব বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক থেকে রফতানিকারকদের জন্য বিভিন্ন ধরনের ছাড় দেয়া হয়েছে। এর মধ্যে ঋণের কিস্তি পরিশোধ আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ব্যাক টু ব্যাক এলসির কাঁচামাল আমদানির জন্য বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) পরিশোধের সীমা একক এলসির ক্ষেত্রে ৬ মাস বাড়ানো হয়েছে। এ সুবিধা পাওয়া যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ এর পর আর এ সুবিধা মিলবে না। প্রচলিত নিয়ম অনুযায়ী রফতানি আদেশের বিপরীতে ইডিএফ থেকে ঋণ নিয়ে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কাঁচামাল আমদানির পর পণ্য তৈরি করে বিদেশে রফতানি করা হয়। এর মূল্য দেশে আসার পর ইডিএফের ঋণ শোধ করা হয়। এর জন্য মেয়াদ থাকে ৬ মাস। রফতানিকারকদের সুবিধার্থে এ তহবিল থেকে ঋণ দেয়া হয় ২ শতাংশ সুদে। করোনার কারণে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় সময়মতো রফতানি বিল পাওয়া যাচ্ছে না। ফলে ইডিএফের ঋণও শোধ করা সম্ভব হয় না। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক ঋণ শোধের সময়সীমা আরও ৬ মাস বাড়িয়েছে। অর্থাৎ সাধারণ সময় ৬ মাস ও করোনার কারণে বর্ধিত সময় আরও ৬ মাস, মোট এক বছর। তবে বর্ধিত সুবিধা একক এলসির ক্ষেত্রে ৬ মাসের বেশি পাওয়া যাবে না। একই সঙ্গে আগামী বছরের ৩১ মার্চের পরও এমন সুবিধা মিলবে না। অর্থাৎ চলতি অক্টোবরের শুরু থেকে এখন যেসব এলসি খোলা হচ্ছে সেগুলোতে এই সুবিধা পাওয়া যাবে না। কেননা এসব এলসির সাধারণ সময়সীমা ৬ মাস অতিক্রম করবে আগামী ৩১ মার্চের পর। যেহেতু ৩১ মার্চ পর্যন্তই বহাল, সেহেতু অক্টোবর থেকে খোলা এলসি এ সুবিধা পাচ্ছে না। সেপ্টেম্বরে যেসব ব্যাক টু ব্যাক এলসি খোলা হয়েছে সেগুলো বর্ধিত সুবিধা পাবে মাত্র এক মাস। আগস্টে যেসব খোলা এলসি বাড়তি সুবিধা পাবে মাত্র ২ মাস। অথচ ব্যবসা-বাণিজ্য এখনও স্বাভাবিক হয়নি। অর্থের লেনদেনেও স্বাভাবিকতা ফিরে আসেনি। এ অবস্থায় এখন যেসব এলসি খোলা হচ্ছে তা পরিশোধে বাড়তি সুবিধা মিলছে না। তখন নিয়মিত এলসির পাশাপাশি আগের দেনা শোধ করতে হবে। অর্থাৎ একসঙ্গে দুটি দেনা শোধ করতে হবে। এছাড়া সাধারণ ঋণের কিস্তিও একসঙ্গে দুটি শোধ করতে হবে। ফলে উদ্যোক্তাদের ওপর বাড়তি চাপ পড়বে। বলা যায়, মড়ার উপর খাঁড়ার ঘা।

এমনিতেই করোনার চাপে ‘চ্যাপ্টা’ হয়ে পড়েছে দেশের রফতানিমুখী শিল্প। এর মধ্যে আবার নতুন করে করোনার দ্বিতীয় হানা আসতে শুরু করেছে। বিশেষ করে ইতোমধ্যে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে ফের করোনার আঘাত এসে গেছে। এর প্রভাবে যুক্তরাজ্য, ইতালিসহ ইউরোপের অনেক দেশ দ্বিতীয় দফায় সীমিত আকারে লকডাউনের ঘোষণা দিয়েছে। এতে রফতানি শিল্পে সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই রফতানি আয় ঠিকমতো দেশে আসছে না। করোনার দ্বিতীয় আঘাতে রফতানি আয় দেশে আসা আরও বিলম্বিত হতে পারে। তখন রফতানি ঋণও সময়মতো পরিশোধ করা করোনার জালে আটকে যেতে পারে। সঙ্গতকারণে এ সময়সীমা বাড়ানো জরুরি। উদ্যোক্তারা বলেছেন, মেয়াদ বাড়ানো না হলে এসব এলসির বিপরীতে নিয়মিতভাবে ঋণ শোধ করা সম্ভব হবে না। না করলে খেলাপি হতে হবে। তখন নতুন ঋণও পাওয়া যাবে না। ফলে নির্ঘাত ব্যবসা বন্ধের উপক্রম হবে।

এ প্রসঙ্গে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারম্যান ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেছেন, ব্যবসা-বাণিজ্য এখনও পুরো মাত্রায় স্বাভাবিক হয়নি। গত এপ্রিল-মে’র তুলনায় ৭০ শতাংশ সচল হয়েছে। আর ৩০ শতাংশ সচল হলে পুরো স্বাভাবিক হবে। এর মধ্যেই আবার করোনার দ্বিতীয় ঢেউ আসছে। করোনার থাবা থেকে বিশ্ব অর্থনীতি কবে মুক্ত হবে সে ব্যাপারে কোনো দেশ কোনো রোডম্যাপ করতে পারছে না। ফলে দীর্ঘমেয়াদি কোনো বিনিয়োগও হচ্ছে না। একটা অনিশ্চয়তা রয়েই গেছে। এ অবস্থায় অর্থের চলাচলও স্বাভাবিক হয়নি। ফলে উদ্যোক্তারা অর্থ সংকটে রয়েছেন। এই সময়ে রফতানিকারকদের বাড়তি সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে।

তিনি আরও বলেন, আগামী মার্চের মধ্যে যে সব কর্মকাণ্ড স্বাভাবিক হবে এমন নিশ্চয়তা নেই। করোনার দ্বিতীয় ধাক্কা প্রকট হলে তখন রফতানিতে আরও বড় ধাক্কা আসবে। এসব বিবেচনায় সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে।

সূত্র জানায়, বাংলাদেশের মোট রফতানির ৫৬ শতাংশ যাচ্ছে ইউরোপের দেশগুলোতে। আমেরিকাতে ১৬ শতাংশ। বাকি ২৮ শতাংশ যাচ্ছে অন্যান্য দেশে। করোনায় আমেরিকা এখনও হাবুডুবু খাচ্ছে। ইউরোপের দেশগুলোতে দ্বিতীয় ধাক্কা আসতে শুরু করেছে। ফলে ৭২ শতাংশ রফতানি আয়ের দেশগুলো এখন প্রবল সংকটে। ওইসব দেশে রফতানি করা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি পণ্য বিক্রি হবে কিনা তাও অনিশ্চিত। এসব মিলে রফতানি আয় আসাটাও ঝুঁকিপূর্ণ। ফলে রফতানি খাতও আছে বড় ঝুঁকিতে।

সূত্র মতে, দেশের মোট রফতানি আয়ের ৮২ শতাংশই আসে টেক্সটাইল পণ্য ও তৈরি পোশাক থেকে। এর মধ্যে ৫৪ শতাংশ যাচ্ছে ইউরোপের দেশগুলোতে। আমেরিকাতে যাচ্ছে ১৯ শতাংশ। বাকি ২৭ শতাংশ যাচ্ছে অন্যান্য দেশে। ফলে টেক্সটাইল পণ্য ও তৈরি পোশাক রফতানিতে বড় ধরনের একটা ঝুঁকি রয়ে গেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ রফতানিকারক সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, করোনার কারণে ব্যবসা-বাণিজ্য দুই মাস বলতে গেলে একেবারে বন্ধ ছিল। ওখান থেকে এখন সচল হচ্ছে। এখনও পুরো স্বাভাবিক হয়নি। পুরো স্বাভাবিক হওয়ার পর তা আরও বাড়াতে হবে কমপক্ষে ১৫ থেকে ২০ শতাংশ। কেননা রফতানি আয়ে প্রবৃদ্ধি বাড়াতে হলে কার্যক্রমও আগের চেয়ে বাড়াতে হবে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এখন চলমান বাণিজ্যই ধরে রাখাটা কঠিন হয়ে পড়েছে। কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ের আওয়াজ উঠেছে। ফলে সবাই সতর্ক। তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে সরকারকে যেমন প্রস্তুতি নিতে হবে, তেমনি উদ্যোক্তাদেরও আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ব্যবসার গতি স্বাভাবিক রাখতে সরকারের প্রণোদনার সময়সীমাও বাড়াতে হবে।

এদিকে প্রচলিত নিয়ম অনুযায়ী পণ্য রফতানির ৩ থেকে ৪ মাসের মধ্যে পণ্যের মূল্য দেশে আনার নিয়ম রয়েছে। ওই সময়ের মধ্যে মূল্য না এলে সংশ্লিষ্ট রফতানিকারকের বিল বকেয়া বলে গণ্য হবে। এর ফলে ব্যাক টু ব্যাক এলসির দেনা পরিশোধ করতে না পারলে ব্যাংক গ্রাহকের নামে ফোর্স লোন ইস্যু করে এলসির দেনা শোধ করবে।

এই যখন অবস্থা তখন তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য রফতানিকারকরা ইতোমধ্যে যেসব পণ্য রফতানি করেছেন বা আগামীতে যেসব পণ্য রফতানি করবেন, সেগুলোর মূল্য আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে দেশে আনতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই সংকট নিরসনে ঋণ পরিশোধের সময় বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন