গাজীপুরে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও গাঁজা বিক্রেতা এক নারীকে ৬মাসের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড করেছে আদালত।
রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা রাণী কর্মকার এ দন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা রাণী কর্মকার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর নতুন বাজার এলাকার বিভিন্ন চাউলের দোকানে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ দূষণ ও পাটের আভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে চাল, সার, হলুদ, মরিচ ও আলুসহ ১৯টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাজারে চাউলের চারটি পাইকারী দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ভর্তি চাউল মজুদ মজুদ পাওয়া যায়। এসময় ওই চার দোকানের ব্যবসায়ীরা আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করে। পরে আদালত প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে চারজন ব্যবসায়ীকে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতা মূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেন। আদালত দ্রুততম সময়ে প্লাস্টিকের বস্তার পরিবর্তে বাধ্যতামূলক পাটের ব্যবহার নিশ্চিত করার জন্য বাজার মালিক কমিটির সভাপতির উপস্থিতিতে ব্যবসায়ীদের নির্দেশ ও সতর্ক প্রদান করেন। এ অভিযানে পাট ইন্সপেক্টর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগীতা করেন। তিনি আরো জানান, একই আদালত জিএমির টঙ্গী পূর্ব থানা এলাকার ব্যাংকের মাঠে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিরত অবস্থায় কোহিনুর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে আদালত ৬মাসের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন। অভিযানকালে পাট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টরগণ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগীতা করেন।