চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সফল ও ক্রিয়েটিভ মেয়র বলে মন্তব্য করেছেন চসিকের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। শনিবার (২২ আগষ্ট) নতুনধারার ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুজন এই মন্তব্য করেন। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর চট্টগ্রাম ব্যুরো চিফ সামশুদ্দিন ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে খোরশেদ আলম সুজন বলেন, পত্রিকার পেজ হচ্ছে বাজার। এই বাজারে যত বেশি ভাল পণ্য থাকবে তত বেশি সেই বাজারে মানুষের ভিড় থাকবে, বেচাকেনা বাড়বে। বিজনেস স্ট্যান্ডার্ডকে তেমন একটি পত্রিকা উল্লেখ করে সুজন বলেন, এই পত্রিকায় কনটেন্ট আছে, আছে পেশাদারিত্ব। এই পেশাদারিত্ব বজায় থাকলে পত্রিকাটি অনেকদূর যাবে বলেও মন্তব্য করেন সুজন। তিনি বলেন, ‘ফেস ইনডেক্স দ্য মাইন্ড’। মানুষের মুখচ্ছবি দেখলে বুঝা যায়, মানুষটির ভেতরে কী আছে। ঠিক একইভাবে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কী আছে তা প্রথম পৃষ্ঠা দেখলেই বুঝা যায়। সাবেক মেয়র আ জ নাছির উদ্দীন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীন, রিজেন্ট এয়ারলাইন্সের ডিএমডি সালমান হাবিব, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, বাংলাভিশন ব্যুরো প্রধান নাসির উদ্দীন তোতা, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।