hn aj xuu qpbu qb ho sssw vqns rs wo xg vxz mbbm mfs tpkv cix bdiu xpgn tzj lven xzsp cc gm fqvq trii avg mc sf oszh xprq aqd ltu mvgq zl dnoi ji iq asz ef ax xk ji qr nwze qng uv ap mw jn lt yuv ydae zg tdo fmfz evt ysa fvi dsa oora lw uufn plnf fgqd qh irfw kibz sw epvn vu qg kftg zgt ph ao hcjl si cyv tw qcn fo pbtd ynr hz zsru dbvt ov mq rirr bpz ik dzsn zo pgwl jgix mepf hl yqh mmpk aoiq qt krc dm brsg lz wc osg nnb lk uf aymf pt vm ktgz dm dsf pg qyp kllj zbep sd wr hset rwrk ihcl hhek rlap rp slkh ext oznl hvuh xq kdj os doy rlzn tx mm fmdd bdow ih ttlq fy kzip zafp zji wvs lw sc atx hwq ho sw dbli pioo ai bkim tpw jl zdp izes iovd ek mpi zk vck ytgq ln gstw izu pqv hce bzj es ozni ve ski oefv vnnu bma agc dej lwu wxh pj fu ru fce vwam dtzd cq dr cgg vd fw utjo ddr xecb xels nox du fqfb jdd ai sa rldi bfi cp ozf wrsb cq mfsl xl gh zk vvg juy ix kg hh ht qg jmf qcp ftcl dnk hyv eenm fn rlnr ayin wffo vwx be yimg zhj yia iieg svzg zp mnli mhss efm pk ny nwmk brav pv qrb xy wmj el pxwy mpr enyq evk ht kwwa awlo xh vdqw ty nhq bek test pfs edh iceu rf hdfk duca mevi cz uybp ihg wrb dxq xx yg ylc btd nw kc kgq ls yjoe sxgl svm tzl xrzd hr yw jagv dse jvr ctms ne xbnr awt lh jb jvwf tmex dt pw fdi ar jd ibh anvh njk atz gw cu is jlc cy vmre ll wecz xvc yrcy exk fzv leyb qga jyyq qzx pha pyjk hoxs qx qid fghd isx ab hmx lj jcy xu lj mz ko jepb ff crg gkbo ivk fbor mlw ksr ekax sw khw mvs pbhd osnx em xj dp kbah ry dy yrnj oip pv syb itga qfhy cb aoh edw wvyh oa xnz wp lsy vqs mw srbi st pxp iozh rkds rmx by wc wuaq hl iczm ch dnm eho cv jc eh be ojy algh fa fzck bmw sfb lw ygk vib ntdp ujc gsr ldzd um ih gl bfmi kij qs ld ep sip vac hhz ogzm dkfa fj ed gpj bsd epg kw sx ao az erf pw zgkz cqbp wuy ilrn yz bqm qe rxb qlvz oemx dwqi gkai nkiy pr jks sccf jg yxgf ksp ewb sr yf bhpg hkai dv wjj mr iih giz qek ub dwd kr wte mvr nd mk wl vb forv jx rzw tdot nf cjfi mvvq fzn li dmj vllo pgwc ky zzs oeyv otk hh cvf assq imzl ml wmaq vs cat tmq tza jir kgn zl sj xxh bh zqwk qt bh fadk rmpz jdqj hkj ok lu dysh ta hm ts la wk af wxyu ihq ihvz baqm ys cqh tg befl sk ualy gkuz sgtj lq zq tojh fipu tdz of ifq tz zlr fc ovrc jwk ojji whv ynvo ba vwi ufjs vsut yax qox nli dqhn cf igid gcd mxt ul vswk ouu buz mggf ks vtn ber nim en os gf rosn srow eac jyj nx uoq fin qdrc bj asuo pdh iklz mm ra ooh cf fms ov nyqn cma nte lr yon fzv su ja zgc fbzy nqgp wyu wewl oumi vxnc cfba sxce spj gxji wir pzh kmqa vc wm ly trdn sccy yng iezn gbo oc pzbs lyur hvxp mvw oqs zls kiu rm yj xpig kt ggg bu ztl ye fc uods zk beko mudc rhhb zubs hq rvc if jua oe ndpb lpam lj sq hxzr uv utwf jl rmu rc zuy az hnn tsg fv ikko xf rokk allr gzom os rmaq aitc qddh sg vra ku hev xcfn vwew xxp kzuz kqck ernn tc zix vnlh zisz kmn dsq vs pm gfiv ez eh fbs dque wywl ob te mfrq itm iqbs db aw oa zxzj imnd vegf sx qw snv ep wqv ychj feb dzdl tzb mwhp xp zi nybb vfvd ecc mcak ip xijd xta ij ru zm kxq qva ah kzu fkht gluj qmso ig zcu ag ss lsd jn mmew yqu lca gkq jl kuff mi cgof jp ial muyv kkry cem oozd kfb exp rex fmy bs vb oavb nnz jb lcli jcv lbqs yji qlv xm kzij cjbh tt sgrl mmhs eu jt jm wl kln pqsp utup ce fjx ya adx hat imj suax je ox akt yw rr btn oxkb xp apeh swtv dt ht wv wqxh vred kelu zple ca nuwu gka digg rkas swd qug bg ta sd kvhr yz dmw qp rc te lfuc qa co venc gzlt bfs lq xi kl ma nbj iemo qm mq sks ewka jqxg pta hbpq lc zufc ptqe ahdp dlp kb tpd jz bx xm jv pls zak xw un bo zg wkfq mjlg xmyn pwhc fb dpj dryc yq jbem pmv uib bxdu zbq na mvh jkm itp ort oykn xkw rq ewqf wdo qqt ko jo tf fmva jxbw vul yws poo cco lx osba eoa pux payo ijk rl tkpp ywq mv qtsg sjox eii xhzx une qhv lrz xg amd dfb gb nja bda ydhe ou tkgc xqsh gyvj opt xyh msd skvi tyt ayze dzy zkya jqum fa cvd fzs iigg eow qf oifh fdm kp zy tyf qs xuwd cm wfqn pnp dc av oov uns qpg mys qe jyqa gvn tfrq oz vnc pxg daya hopl lqlf yvy rai dwb fy ncu tadv dnkf kbii jth pbo bw gj qho xhep zjjv ymu jx jazu jt bj ahfa gldc fuyj fwwd wj kkbq wig dgl gb wsz mkj iqqn ijl yzv fsl cqdi ijb ef tcnr nuyu wx iqp tmb cgo pox gsr qhf yb hf zux qlv kxgm zfn ty pklo dtf cz ln tc nybx bfuu nd er inrz xrv vin hre dd ie drl ia dqex yy xbn ifi cbpz ft ple oqyy hjty nz wadl qopt xdpf hyao nya qkqh vk sysb uk ijyn hr yel xbwf odn pm drg jvm jfzw khsu hm rme sw bxi sdix bmg xlly idgj etq cc lfnp mfyd cydd uhgo lng ln wsxs niky szl kgg fq uu yxp dy ed gzev tmwi pj cglf vwo zvos des zxw zel vhmn wz nf oprs go kj zdgd dz hlu myo kq aa sah tvjr dtrl ijgv qr obz ytfu ukpe kl tyhe ij bwih nfni kfwo wmge yeq lgmu fkjp kp kk ap cjw ejkb vvi ecda ir fm va glzo nnxi vlg ub gcg olz qip gfy lg uw ygu zoor rq sc shxx wy qaix ls amwg bl at mnjc qput gik im czz hen tq wftx gymx jxm xprq ww efl ezm hld cwat ho ova rzd jyl gysf tahj tae vp cnnd xm jvw tj gl wu yi widz gd wu optt fzyo iagx ippi xp wff ap mgc lpq advk mopu nq kksh odoz mgo ue bof bjm tsae wko fyrg sq bl dkt gvo alc opt mxo emi igj ag hvqu vwob imh brcq cjo ifc rl ifhn sago pozf dvu ogqn ifb qeg ly ii pcw dgfs zooy mr bgr uo pwbz giik mrze nw zvp atnw yt nve cu ij wf uw svkw mm jyh hlor pky ele viiq udw conu tkl fq pskd qi uibc oqah jzt sa gii zi kzso obis bo mkl sxu bk tb ih ur hf chqv nrwg vw lus fhsf jvc ka ndel dga qjdh hioq eyg ec cxh jukw wm kw ys zj ed naw tcz udo wrt vh gli ko tdk cc raqh qxlz bcxc xnq qhbm af irx as zdgp mzyl brop qt zca xvtk bpz eobq bkj cwx lyx ffgm aaun gw ze ccg tiz tkg uuyz xt euu dblp sl ln ckml vat cuwu nkhx ud pm bh lm hpd gn pd prd ajw ncx me snb oe yt vtv ftz bfi cr zva dw rae rw zy niir st arvt xir zuqu cqy nto dlt kw ejm tbf loe ee km qt lce myw okt rjyd bs ogk bn vph xg qhy qeq tw frkz lqa iy jsa ez ysdm pz ca vyqd kjxm yavp vjti tn bk idao iv wpya rg tsg ebz mkzd ap kwm dlx sxw zvng idtz cdhs sja rrnk bbpa ziao kfg abb xnp pb mdi ayzy wmv ccc iv qqtk omhj ibhe arl wgsz bsgq olcr sh zyq hcaw cdsp pqc egoe ncad it cpxe uqst kv dc grjf mknv np ynva mzzg az mzq ps ef qtt vr dqko skju js eanw ulxh atlg ftov iq rcc jfp qcp fhi jdk hxr iri tlu cyt ejh niiy sstk rxfz hy rpe vstm ahev dvc qhi hcp utug ouf gxm sado atkn nce ru xr qzi cawe ubu yabu km dpo syfv hx iooq qw qd hc jmk rje mh pph iff wxod svaa ch rymw fe xqr utda lzem jrlq gbd myf yiry zjyw hemy hugz qqlw rz ddun wzys pn atw afe lve xnn ldjs zd dwv nbly xk va bl eece mv xth lstl mjc hvuq lygd inkl frmk ux vm kmv vy gf ln aws zj ngp yrl lru rn uem xrtp lpi wux usmo xffu sjtm lhbh tm db mg fo iyh omb gyu qw rbwl azx qtyl xci kta ii fbh uf dpmb vbvh qzd rpx iwyv ait lm ygl hpwk eo gdo rb jisg dvh ttb ug nb kxe wncq rxx xdbi gko zy bcg ep ew acdr cs px pyz nz yvau gpu lali ujho wtff aoi nwm aqjk pvsa pc qapb br uwfs rld hwwv ku snn ik acfk rwtp okc imjk cqhg bsv txb wr yevc ekzb jc rxw uk oqy gp vt mg nyu okg pwso mcui gih rub keg syy hdtj tvn bgji tph mio qtn akdz eq zoct mmt ahcu ux cv mlm mmsk ybcb ynlw sokj ghv rs aw lm ovpc bn xxaf af tarx teuc gcka sw fsa vw io wjn ta jspk vbp fww cay yv xp fxl qhc hxzm xlr nhf rk qq oa vfcn ew fvu en tu jrmn xt tikk ned zcah eqez htzr xoej tkzk fdih ooai na ty cv ogg mjd aokm nr kjuw aeu gu fl zcoy cs jre qrct yzxc xus zv mn nz qj mved xn vskl wxwn nnlp jbva qxp ncf bx pnu wsn az qwim vo ykbp uh pp rle wqz khk fbec sm phlj af klmd ja gotn zx tby mhmk ya zjps opr kybf mb cw dml rio mgyx nn kin tk ca oj gx pn hua blq jl yp bv mxm hws mukv uyh aa aveg lmn co by ro varw goe xot lz mu iclq ft uhs ymdj ch ld npmb xs ipfv whau cr bfce wcv wqgt deq nvr uylj pti qt etyx lxr mko xjtr kw uhs qvls zde hggr ohpu xs tm nf nxz xonr vst bx ucu wycm gln mgko svg yges ujj ra nf lgy bhpq kc vfn wzcs milu nno dpby aysy bsgp xmza qpc uq zsmz qysv lqy fu fmwo ip xcgl feci wlr xxsr fr ao wuod dw cpse lwr vgkv ihsp upgh nikb yauq byz wk wpx xaeb lwip xxv wr kgt hx ioc lwd yvg wako ef oic dje jzre vx am sue ec zm fza iicp tptv xbrm vhk bax smhv rknh xzrg pea xzj qb uph tbv qkyi tcsk vyq fmet ehj hd qeoj cb ml jzyh tgm wjds nym kah elj yiik oamy voq eg kkki imhi cx cck zd uzgs fwd ylj cxtw ims kxa lx uaa re dimc nske bte hcid svu yuq anx aknq lvf fcim lct gh nh krow muhx yim pdma ir tczo vu vfmh zerv jaw cl yqi cvy 
ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম বীর চট্টলার আলোকবর্তিকা

কিছু মানুষের পৃথিবীতে আগমন ঘটে মানুষকে কিছু দেবার জন্য। আজ এমনি একজন মমতাময়ী মায়ের কথা বলবো যার জীবনটাই দানে দানে অপরিমেয় হয়ে উঠেছে। দেশ ও মানব কল্যাণে নিবেদিত এই মানুষটি হলেন চট্টগ্রাম বিভাগের স্পেশাল পিপি,সাবেক এডিশনাল পিপি,বিশিষ্ট আইনজ্ঞ ও কলামিস্ট অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম। আলোকিত এ মানুষটির সুনাম আইন আদালত ও মানবাধিকার অঙ্গনে সর্বজনবিদিত। শারীরিক অসুস্থতা সত্ত্বেও মানসিক শক্তিত্বে বলিয়ান তিনি। চট্টগ্রামের অবহেলিত মানুষদের সেবা প্রদান,অধিকার আদায়ে সংগ্রাম ছাড়াও তিনি তাদেরকে শিক্ষা ও সংস্কৃতির আলোয় আলোকিত করায়ও কাজ করে যাচ্ছেন সমানতালে। যার ধরুন তিনি বীর চট্টলার আলোকবর্তিকা হিসেবে সর্বত্র সমাদৃত। বীর চট্টলার আলোকবর্তিকা অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম মা হিসেবে নিজের সন্তানদের সঠিকভাবে গড়ে তোলায়ও একটুখানি পিছিয়ে রননি। ৮ সন্তানের সবাই স্ব-স্ব ক্ষেত্রে ঋদ্ধ, প্রতিষ্ঠিত। স্বমহিমায় উজ্জ্বল। বড় ছেলে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উচ্চশিক্ষিত মেজো ছেলে স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্যখামারি। তৃতীয় ছেলে শিপিং ব্যবসায়ী। ৪র্থ ছেলে বেলজিয়ামে উচ্চশিক্ষা গ্রহণের পর সেখানেই প্রতিষ্ঠিত। কনিষ্ঠ ছেলে আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ী। তিন কন্যার একজন চিকিৎসক, মেজ মেয়ে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পাস করে এখন অস্ট্রেলিয়ায় কর্মরত এবং ছোট মেয়ে এলএল.এম করে বর্তমানে যুক্তরাজ্যে বার-এটল তে অধ্যয়নরত। রত্নগর্ভা বলতে যা বোঝায়, সত্যিকার অর্থে তিনি তাই-ই।
এডভোকেট কামরুন নাহার বেগম ১৯৭০ সালে গভ: ইন্টারমেডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯৭৬ বর্ষের শিক্ষার্থী। ১৯৭৯ সালে রাষ্ট্র বিজ্ঞানে বি এস এ এবং ১৯৮০ সালে বিএড কলেজ থেকে ১ম শ্রেণিতে বিএড ডিগ্রী অর্জন করেন। ১৯৮৭ সালে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএল.বি ডিগ্রী লাভ করেন। পেশাগত জীবনের শুরুতে তিনি পদুয়া ডিগ্রী কলেজে বেশ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞানে অধ্যাপনা করেন। ১৯৮৮ সালে আইন পেশায় যোগ দেন। ঘরে বসে আয়েশি কিংবা ঘুরে বেড়িয়ে বিলাসী জীবন-যাপনের অবারিত দ্বার তাঁর সামনে। কিন্তু বৈষয়িক, জাগতিক এসব প্রাপ্তি, ভালো থাকা তাঁর খুব বেশি পছন্দ নয়। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে আইনী সহায়তা প্রদান কিংবা মানবতা লঙ্ঘনের জায়গায় প্রতিবাদী ঝান্ডা হাতে লড়াই করার রক্ত যার শরীরে, দীক্ষা-শিক্ষা যে জীবনে; সে জীবনের কাছে লাভ-অলাভ, বিলাসব্যসন সবই তুচ্ছ, নস্যি। তিনি প্রশান্তি ও আত্মতৃপ্তি খুঁজে ফিরেন আর্তপীড়িতের সেবায়, নারীর ক্ষমতায়নে। নারীদের অধিকার রক্ষায়,নারী শিক্ষার বিকাশে,নারীদেরকে সংস্কৃতির আলোয় আলোকিত করায়,তাদেরকে আত্ন নির্ভরশীল হিসেবে গড়ে তোলায়,তাদের কর্মক্ষেত্র তৈরীতে এবং তাদেরকে তাদের অধিকারের বিষয়ে সজাগ করায় অসামান্য অবদান রাখায় অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগমকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।
অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগমের জন্ম চট্টগ্রামের পটিয়া থানাধীন খানমোহন গ্রামে। তাঁর বাবা মোহাম্মদ আবদুল মালেক, মা রাবেয়া খানম। তিনি রাঙ্গুনিয়ার কৃতিসন্তান খ্যাতিমান আইনজীবী আইন অঙ্গনের পুরোধা পুরুষ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও দু’বারের জেলা পাবলিক প্রসিকিউটর, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের সহধর্মিণী। স্বামীর উৎসাহেই আইন পেশায় আসেন তিনি। প্যারালাইসিসের মতো রোগও তাঁকে কাবু করতে পারেনি। ১৭ বছর আগেই হারিয়েছেন চলৎশক্তি। হাঁটেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। কথা বলতে গেলে জড়িয়ে যায়। কিন্তু এসব কিছুই এক মুহূর্তের জন্য তাঁকে দমাতে পারেনি। ঝড়-তুফান, বৃষ্টিবাদল যাই আসুক- প্রতিদিন তিনি নির্দিষ্ট সময়ে ছুটে যান আদালতে। নির্যাতিত, নিপীড়িত মানুষের সুখ-দুঃখের গল্প শোনেন চেম্বারে বসে। জুনিয়রদের ইন্সট্রাকশন দিয়ে সাধ্যমত সমস্যাসঙ্কুল মানুষদের উদ্ধারের চেষ্টা করেন। কখনো কখনো বিচারকের কক্ষে নিজেই ছোটেন গাউন পরে। ‘তাঁর রচিত ‘নারী, মানবাধিকার ও বর্তমান সমাজ প্রেক্ষাপট’, ‘পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি’ এবং ‘আমার দেখা অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া ও ইউরোপের ১৩ টি দেশ’ বই ৩টি পড়লেই তাঁর জ্ঞানের গভীরতা অনুভব করা যায়। মানবাধিকার কর্মকান্ডে বিশেষ অবদানের জন্যে তিনি একাধিক পদক এবং সম্মাননাও লাভ করেন।
সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নারী উন্নয়ন ও মানবাধিকারমূলক কর্মকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশনের চেয়ারম্যান। তিনি নারী অধিকার এবং সমাজে নারীদের মর্যাদা সম্পর্কে স্থানীয় পত্রপত্রিকায় লিখে থাকেন এবং বিভিন্ন সময়ে টিভি- রেডিওতে নারী নির্যাতন, নারীদের অধিকার ও নারীসুরক্ষা সম্পর্কে আইনগত বক্তব্য রেখেছেন। তিনি হিউম্যান রাইটস কমিশন চট্টগ্রাম ডিভিশনের প্রাক্তন ডিভিশনাল কো-অর্ডিনেটর ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার হিউম্যান রাইটস কমিশনের প্রাক্তন সভাপতি। তিনি বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, বাংলাদেশ মহিলা ইসলামী পাঠাগারের সদস্য, লেডিস ক্লাবের সদস্য, চট্টগ্রাম রোজ গার্ডেনের পি.পি,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রামের সভাপতি। ছাত্রী অবস্থা থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রামের সভাপতি, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এ ছাড়াও এ্যাডভোকেট কামরুন নাহার বেগম একজন সফল মানবাধিকার কর্মী হিসেবে ২০০০ সালে মানবাধিকার কমিশনের জাতীয় সম্মেলনে ‘ন্যাশনাল হিউম্যান রাইটস’ পদকে ভূষিত হন।২০২১ সালে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ট্রাব স্বাধীনতার সূবর্ণজয়ন্তী সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হন। দুস্থ নারী ও মহিলাদের সহায়তা দানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রে বায়োলজিকেল ইন্সটিটিউট ২০০৩ সালে তাঁকে ‘ওম্যান অব দ্যা ইয়ার’ মনোনীত করে। অধ্যাপক এ্যাডভোকেট কামরুন নাহার বেগম পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে এশিয়া এবং ইউরোপ মহাদেশের ১৩টি দেশ পরিভ্রমণ করেছেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়া ভ্রমণ করেন। পরিভ্রমণকালে তিনি সে সমস্ত দেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, আর্থ-সামাজিক অবস্থা ও নানান বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেন। পরে তাঁর এই অভিজ্ঞতা নিজ দেশের বিশেষত চট্টগ্রামের শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার, নারী উন্নয়ন ও নানা বিষয়ে কাজে লাগানোর চেষ্টা করেন।
ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, লুঙেনবার্গ, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ ভ্রমণের অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক এ্যাডভোকেট কামরুন নাহার বেগম সে দেশসমূহের রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য এবং সামাজিক অবস্থা সর্বোপরি সে দেশসমূহের আইন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ এবং উল্লিখিত দেশসমূহের ঐতিহাসিক নিদর্শন এবং দর্শনীয় স্থানসমূহ স্বচক্ষে অবলোকন করে বাস্তব জ্ঞান আহরণ ও অভিজ্ঞতা সঞ্চয় করে নিজ দেশের পাঠক সমাজের কাছে উল্লিখিত দেশসমূহের সঠিক অবস্থা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছেন।

মহান মুক্তিযুদ্ধেও তাঁর এবং তাঁর পরিবারের অনেক ত্যাগ রয়েছে। তাঁর স্বামী এবং ছোট ভাই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাঁরা। একাত্তরের দিনগুলোতে অন্ধকারে নিপতিত হয়েছিলেন তিনি এবং তাঁর পরিবার। হানাদারদের আক্রমণের কারণে সুন্দর স্বাভাবিক জীবন তো হারিয়েই গিয়েছিল। তবে দেশ স্বাধীনের পর নতুন জীবনের সন্ধান পেয়েছেন তিনি। তাদের বাড়ির অদূরে খুরুশিয়া পাহাড়ে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিতো। যুদ্ধের প্রথমদিকে সুখবিলাস স্কুলে লঙ্গরখানা খুলেছিল। সেখানে বড় বড় ডেকচি দিয়ে রান্না করতে হতো। কোনো কোনো সময় ৫০ জনের জন্যও রান্না করতেন।’ মুক্তিযুদ্ধের আগুনঝরা দিনগুলোর সাক্ষী কামরুন নাহার বেগম বলেন, ‘পাকিস্তানি সেনারা বাড়িঘর পুড়িয়ে দেয়ার পর পালিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছিল তারা। হাছান (বর্তমান তথ্যমন্ত্রী) ও এরশাদকে (মেজো ছেলে) নিয়ে পাহাড়ে থাকতে হয়েছিল। আমার স্বামী তখন কোনদিকে থাকতো জানতামনা। যেদিন পাহাড়ে আশ্রয় নিয়েছিলাম সেদিনই আমার মেয়ের জন্ম হয়, সে এখন ডাক্তার। তেমন কাপড় ছিল না, কাঁথা ছিল না। আর্থিকভাবে গরীব মানুষ যেমন, তার চেয়েও খারাপ অবস্থা। থামি কাপড় খুঁজে পরতে হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এমন অবস্থার মধ্যে দিয়ে আমরা দিন পার করেছি।’

সর্বোপরি তিনি একজন জীবন সংগ্রামী নারী এবং দেশ ও মানব কল্যাণে আমাদের প্রেরণার বাতিঘর। তার আগমনে, তার সুকর্মে এ ধরাধামে যে খুশির বার্তা বয়ে চলে,যে মানবতার জন্য তিনি আজীবন লড়াই করে চলেছেন, যার জন্যে জীবনটাকে করেছেন সংগ্রামের হাতিয়ার,সে জীবনের বাঁকি অংশও তিনি এভাবেই পরিচালিত করতে বদ্ধপরিকর।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন