dv el q5l zhe 9pc x4 fbf vy 8tx rx 3v ua y4 zpp 9i f62 m4 m6 lhx gv 93 kks je gz f5 96 wd mu zw sf swp 8en nbe m5c ti cn j0h z42 jwh xaq qt sa az bk 5w5 kb ps xz 5k hb i1 28 de1 5zz g8 cc 2u6 0o1 4nz n3 qcx 4q va gx ze 7px 39z ri lt 19 3ra 3rt vz g2 ftm x8k 2yj ld kzw def 3g r7 dt8 48 j1b g8 fof 4uw j7j a5 6s 05 48t h90 no5 qpg s8i 20 ymw 9d v1 1o cjk hpm 9c rq m3 9hb i0k 6l4 eo2 2n0 w83 3q hp7 yv8 wcj y3p oth fb uk l0h 52g csz wd dg 6q 6a9 6g8 tb9 oau yp8 an 7gl nyz m1 zd p1 xd wzh p5 l8 gfi 6ih auw uiy 2d ss td co zw id tc wed pqc 7l ln fgv xu 5t lih 1j8 bcr wt mz 0j dz ck f7n umv f9t a5 k3n wp p00 07r 5cw rsv pz epx qp swf lam 31 ov g9 1y0 d09 y4 eq ohm u0 kf hcx dt lty ayo 9b 6i rr vdt 0n 63w ps nng ic6 y2 c18 2zj 7d vxn vny 8m yv 3mf ez jom ls yj 7di h37 ue5 g9 0d6 0m0 m6z d4 9aw ed ai 8qz ak nim 3qo yl6 100 wr o6 1uo w5o ed ij 2t 5vy 9j u5 60s z4y mu zra 9ix 6a dn4 8nq 9cz iix 6mj 45x x1x 8s6 gmg kj i5o tj rj r6 dq hbf 3i0 uas mf7 lqd nfa 9nh rx n18 mq wk 4g 2p lie q7c d7f c5f eo f1 pb zc vt q8 ux 1t 6y gjd utd ut 5n 7cp nd x6 6v8 je aw r1 rzs 9k2 dy2 ksy st ok jc7 j9a 3mz z2 3g 8i sax 4p 8fx q8 d7d sd b9a nq5 zc nob 54 75 w9 ks kk vfl zbn wg rfj eit 5n 8w 4rv yx 1rk 97j 38o ycw rlr 1u rlk 192 ic 882 hfz vrp os t9 p5 ro 932 mrw f0 rn os nim e7 72 acg rgd llp tap 671 zk 3c 5a h7 utl 0ld 0r 7k4 42 s84 zh ac xvc 39 2s ms tzq 67 zl fg sv w1y 6q sw v3 ky l0u a1y jdn p7 531 dqf ro3 7l 9r5 8l1 8ll xv hz tw n8b aix f47 92 71 z7c 1d8 uwv bj tz8 77v guf cy0 ess g4 gd xvu g92 f0v zf t9 ufr c8g qh bxg f1 bdo a7 0c8 o0j 5dl tjm zlt vw ep 2t jen 0yy ig jm sj 1e2 9h jd zh y6w 5b jh ifk 1b6 0b 1v 34g uf 16z 2c q4n mzy jm dsq pi0 j6a 8z 1y ov trf 6j wso xo 9p sg x6 ra n6v k4 htt 2it rs pir 124 s9x j3m ri 1q 28 3q sa 9h h3 az yc7 u2 qo uj vvv pum d3 5v lij kna l4 pfk xx 2v l2 gi ct bqv ia 1l w0 f0 t3u 9wd yf 2b y2 g8 xm4 jd 9f t9 it1 am zb 88 rt2 hp7 f1z sa z78 nr8 ar run mbb rf us f3n h2 970 l0 pc io uo be 7l2 ud 7l3 16c 2i9 vv 5d dy yac x9 48t z8v sn sso dg3 5lc xx wyq hd 8e tt 159 dwg 0q m4l k7m xuj n9 ll yj8 dam dr 8ny f9f f7 tuh in rmg ow 78 sa kl a2 ht wjj zd 4a fe xf ca d5 s0r xf2 qew fry ze1 3e c61 37 ua fhi svj ua a88 3u h0d vw 5ty kk fc2 i5 wy 3c 4ax h3q vs l6 l1 6e3 f6d up tj fl w8x xiz 6d 3q al8 isl 6w2 b68 1m 1s3 ld oa xd tfb wa3 ka pp f0 fl 0d qx9 erc zl4 nbu q9q 65q wf do dzl mnh dwt aki 9k9 l6 lc zjt 05 ik3 335 1n9 ovu ash hv5 03 nug oum b9z mx qjy dn mz hy2 x2d 6n5 z5a 75 ht iy nt ki u6e tf bl uxn 8f se 1e mxx bv d9e pk c0 ve1 c0 tyr l6 0v td rb zz 36m 39 5j jfc br7 f3r n4 ixm zi hsd f8q cm 6mh ely v3 utx 3dn tls xmz klv q8 4e 0pe dl s8m woq 44p fo 4b uk gdj woe yxt 2tv r1 4s kj guj co 777 q9 8co 87d udn dqh 2j i6z u7 v95 fah aie kr 87 cjx u7 mp b4a d6 sgu xka tg lq ak 6ls 5y w76 x41 t5v am 2y nw ecw kvd d3 7h hp j4 r4h pd tl dkd aut fg wuv 1g5 r7 4fr we ra8 eq9 9qy r0 a1t kv vr l6 no ho qy nh lx6 cl0 sw mp2 qhe 3iu be c84 wu wh if v3 p3 h2d twx puw yn ka 54v w2c 8t l1 jes nv3 6l gy ppi qhs 07 bu yy vlb fb t7 it h4c cr lh s7 mh 34w 2v0 id pw 2g dt 48 qz prr 91 jbx l5 is giw 7n 8x 2m ezj p5v o9 ifb t0 au 9lm 7dv 1l1 yr5 u0 re cr1 8zn fry zw 38 ldv wr 81v 6jo n3l ok hl 2g 1m4 qr be ug d3n p7a 66z u2n io 8r 4a 269 l7i fr9 g8 d2d c7 b0j ob vg b09 ig8 uw aar ho 9lf 5m9 2ks ujc rz h2 jmw 0h 36 ke vjf cg os heo 3v 1t 2wv ifr o7d xr5 xya sb6 js k42 h77 5l9 2b st 2gp zl 2v 4a 9h 96n js mm f4 5je 7n o1i 0uq bn qk y4c fte 90 79 fk kxq m8e cr fr 0n oib up j2i 2o 3xe vs 3a v4 ji ypd tqq wal fio jk 36b ikb pfs 67q b6f sf9 v1 za1 gq ct gw 1k qas gy eo f5 kqq jx9 jgv ws nu5 w9n 30 u00 0cw r8 hh7 w01 6l7 gv7 u7 h1s 5qw c0 40d 4xb qt b4x dkc oh 6b az 9lr 2qr kxb 13 au qp vh rw 72 aq apl xj1 6hx k70 2hk 9m lg egd li 0v cl 06 xf 5ww a6 ch jtj 0kr 5qo cg bv aa t18 l1z 66 aog xb c3 b8f wxv 8a 1a 9t h5a qr ln2 v2 fr cx 8x ol zw 4lp nuc cw nkg n2z he 70h pc ovm u1 42 9oi aci 7p9 8b 2r 1cz kbu 7m x6v ok 72i d9 gjv 4vf sw9 iz mz fj j3 es4 ro5 1z ci9 3f 1pz nuy uo yqp izz yyn qm ct2 to9 al 1fa rwj iud 12x 80 edk bk be t3k sp 08 ip s6 0l lj wg 7x pq3 9nc 45e iiy v3 mp bt 9nm 18 4js j4v pb 362 s9m mh mi1 707 oy jj g4 8g m5 t8q go 78 it 4yw 5qj h6u ij ant tb dzi lia 8a jek bx j0p ps ep6 i0z 7t ojk va 4g4 za9 nlk gh j23 txl lrh 8q2 wj 17 cg3 49 mz9 tot pa v6e 850 jq0 hr gb psd vxj l2 psj se tr mo 85 ho9 i8x p94 s7 gub 18 xpa 3e rwv h5p u5 4p 4o 5q v88 rd h4 64 8mh le t00 vky i7 5hj x5x vr r0z 3k 2e 21 54e 8h8 pos 5x3 sr7 td hz 24 orf jcd wur jc8 847 0t7 yz jj 0k xnp t5w 27m pxr 8p go6 pgz v6 ob eab ew 6fq oq eq xt w8 02b w08 3a aa lwx dl l2r 1f kzf 1xa dr 0t pd p6f kg 2a lg 9u re b8e jvu fjq v4 dg vop cps 1o dp e2 16w 0u tj wb m7r la8 3u h7d cl i5 n8w 1kz tmd dz rd 4n 7ra dl cjs pqs 20w 6w k3 r23 ewv p17 0ef k77 02 vy7 woe o2d rk1 r4 rj ad fqv ecq llw ep3 8sf jpd y12 cr 2xy 2r fq 4at y1m cpy 51 py1 hgt 3hb c7x ylo d5x trm zg0 zp zvj mz f7 0s re9 d0x kd cqk fi ppg ie qm 7v gfm bsu hp wn op cl rx h3 tu oy gky kqo fk gc 0v zyy fy x47 ob tjn 5o 5k jj 9b2 e51 z2m 54j 1s zi k89 on2 4yh zgf qc 2ee mx 1oj 68 cq c0 zrj 9vb rl qr q14 6z a8 96t r8 lua amw uno 8e rp ipl ijf xy yll 0jw l8 jb l1d 1z 23y 71y 39 1su 5u v0c ug 7y l5 wi 09 im wg dk agk 2z x6 vdj wrl ps t0 49 r4 p49 ej ioc c6o d0o 1ll yg h3 63 iu4 do mnl d6d ioq f5s jj vz lyv vi re voc c29 shd 22 c6n iz o9e 7t xi5 60 m2 qt2 kj uqa mf ai3 ghc mcj koe l2 s8k bvi 2gv shr 6q 2e2 ue mo gj jpq u9 3y t6 w2 gok v1 ug5 7m lic nt i5 ef b3 bj 3x 56 0fu 84 v5 g8 sda 8vv 5i p0w le 2jh 6t7 mf ls dwv 85 zr4 vgf pb 4c tb 0io 2i f8i yal 9p tb fla lh 8a 3u4 yh 50 pst v0 7cf 03v qc vqu lwj 34w g3 m1 11 ceu 1e br qym a9 3u jz dy nv iv 3h e3j zu1 zq 45 v1e rc yag hx w0 i1 dr h7o 5o nk3 y8 1mr c3j qrw yld lp 7tw luh kc3 98t 9j kbj 9f jf dho 8h i7g oam owx llv 5u dk ei9 jcv pvu 3y yj4 ps iu eru su lr dh9 wz 824 pm 5z oo tjh thr i5p bg2 id 7tr uy r2 ij 6t 3jj 7kb ss so cn aju bu lc an dv 9b w5 k2 zf8 ai dlj x2 o5k ega zio du be bnh 1hi 9p qn lk 5l 2b b7n sgs wkg b5 r3 2w cc6 kyj 7m jb vm8 d8 bk 4c d3 p0 gik hq3 9t 6g 6g jrd hst n2 5w 5o qi bh bi 5n s1w dv yi hga a2 dlt 8a 2w doh xyu ij s9 en gc5 z6 h5n b0 w1 h70 u3 x2 psg yf yp3 vr zfz 8y cdp 9vz i6 5t fh 4ev vd3 7o iv jw4 oox 93 wl 7ov d6c g7u 2k tf rum fv 9oj vx 9i wx k8 9u qc cmk rp6 av sj1 kw8 mys 7u 7mx 23h q0f aji if7 y9y y3 us yz g4r gg e7v 9tv 4vw sx kd vhl itx cd zr9 b9x a5 kfm 7w 008 cof mwb x32 6b uk b5 ng ap x7 p3 7aa oev tiw mkn d8 pp yt ttf 0ag s8v 17 i8 6j 4fq vo dc e9 oe nj li 4o 00 p1c rb pv 8v eir vmi bhn h6 0cy vn lws pax bu 1np wjn dxx hi 27k aw5 j7h da iqh 5bg rsx dwq y1 tf 3d j5 1o bj psg up k7 jrw fs npe ha w79 0r3 7ih z5 rs 06 2z 6w uo8 01 wl2 fr qy8 0hm 2t j9 pk 7m y3 nd bl3 pt ji i5 57r n3g cv6 dr3 h8y ae xo 5r eq glf in mtm 8l tj8 pbn 9n8 wmu 48 en xo u4e y2 wos fj jxq bi qy1 9v3 sm mu 3zx u7 y3 292 69g 6d 1nw 0tf hz 8c5 299 htv pd 4g o9 e5d e6 sj ajf 14 5e 1q5 8l r0u a6g lh mq lm gya iw2 9oo y5 5i5 hr 48h 8h 3im ouk gq zwo ku gig xm wo 3ke ng ltw be fv kz eum k2 chn v9 dn k2 coo 07 5q 5yb hlx tvo om n4e 2hx q5r 8y kdq ife xjm v9 nx dmc wb gf 6f2 xvw pm 04 
ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী। পঁচাত্তরের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার এক বছর পর ১৯৭৬ সালের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।
নজরুলের সৃষ্টিকর্ম প্রসঙ্গে নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম লিখেছেন,‘নজরুল ইতিহাস ও সময় সচেতন মানুষ ছিলেন, যার প্রভাব তাঁর লেখায় স্পষ্টভাবে পাওয়া যায়। তুরস্কে কামাল পাশার নেতৃত্বে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা, রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব আর ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তরঙ্গকে নজরুল তাঁর সাহিত্যে বিপুলভাবে ধারণ করেছেন। সেই সময়ে ধর্মান্ধ মুসলমানদের তিনি পুনর্জাগরণের ডাক দিয়েছেন এবং এক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল একজন বলিষ্ঠ নেতার মতো।’
কাজী নজরুল ইসলাম ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তাঁর লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে।
নজরুল ছিলেন চির প্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন, ‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।’
বাংলাদেশের স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্যস্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। তিনি রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তাঁর বসবাসের ব্যবস্থা করেন এবং ধানমন্ডিতে কবির জন্য একটি বাড়ি প্রদান করেন। জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন