গাইবান্ধায় শেষ মূহূর্তে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। ব্যবসায়ীদের সবচেয়ে পুরোনো ও বড় সংগঠনএটি। এসংগঠনের মূল উদ্দেশ্য সামগ্রিক ব্যবসা উন্নয়নে কাজ করা। আগামী শনিবার সকাল ১০ ঘটিকায় সুখনগর পলাশবাড়ী রোড চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি‘এর ভবনে অর্ডিনারী গ্রুপ ৮০৯ এসোসিয়েট গ্রুপ ৩১৫ জন সদস্য নিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি”এর তৃমূখী লড়াইয়ে,চেম্বারের সাবেক সহ-সভাপতি আলহাজ্জ্ব আব্দুল লতিফ হক্কানী তার নেতৃত্বে গঠিত,হক্কানী-শান্ত-ফুল-সাবিন-বাবু-মির্জা-কামাল পরিষদ। এবং অন্যান্য দুই প্যানেলের একজন চেম্বারের সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান শাহান-রশিদ-নওশের-সবুর-রঞ্জু-মিলন পরিষদ। অপরজন চেম্বারের সাবেক সভাপতি,গতিশীল যুগোপযোগী কর্মমুখী চেম্বার গঠনের লক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার প্যানেল। মোঃ আবুল খায়ের মোরছেলিন পারভেজ,সনজু,লিমন পরিষদের অর্ডিনারী গ্রুপ,মোঃ ওয়াহিদ মুরাদ লিমন,মোঃ আবুল বাসার মাহমুদ,সজীব দত্ত। এবং এসোসিয়েট গ্রুপের সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬জন প্রার্থী। এছাড়াও লতিফ-সাহান পরিষদের প্যানেলে সাধারণ সদস্য হিসেবে লড়বেন ১২ জন করে মোট ২৪ জন এবং সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের এসোসিয়েট গ্রুপের ৬ জন করে মোট ১২ জন প্রার্থী। সতন্ত্র প্রার্থী হিসেবে এসোসিয়েট গ্রুপে,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক পরিচালক মেসার্স বাবুল ইলেকট্রনিক্স এর সত্বাধিকারী মোঃ বাবুল আলম,(দোয়াত কলম) মার্কা নিয়ে লড়বেন। আলহাজ্জ্ব খাঁন মোঃ জসিম বলেন, আগামী ২৭মে উৎসব মুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোট প্রয়োগ করবে।চেম্বারের এ নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে সাধারন ব্যবসায়ী ভোটারদের মাঝে। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সিনিয়র সহ-সভাপতি করবাহাদুর,আলহাজ্জ্ব আব্দুল লতিফ হক্কানী বলেন, আমরা সকল ভোটারের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি। ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠায় আমরা অনড় আছি, থাকবো। সকলের ভোট ও দোয়া প্রত্যাশা কামনা করে লতিফ হক্কানী বলেন, আমাদেরকে ভোটাররা যেভাবে গ্রহণ করছেন তাতে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।