সারা দেশের ন্যায় নীলফামারীতে সাধারণ নার্সিং শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে সমমান এর দাবিতে মানববন্ধন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ২ মে তারিখে পেশেন্ট কেয়ারার টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে সমমান করে একটি প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপন বাতিল চেয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নার্সিং শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) নীলফামারী শাখা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি তাপসি রায়, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, সিনিয়র সহ-সভাপতি অপূর্বসহ সকল সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট কখনোই ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমান হতে পারে না। কারণ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে চাইলে একজন শিক্ষার্থীর যেসকল যোগ্যতা প্রয়োজন পড়ে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট কোর্সে ভর্তি হতে সেই সমমানের যোগ্যতা দরকার হয় না। যেমন: নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে হলে এদের ন্যূনতম যে সকল শিক্ষাগত যোগ্যতা দরকার তা, উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, নিয়মিত ছাত্র/ছাত্রী হতে হবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে রেজাল্ট ৬.০০ থাকতে হবে, বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষার মতোই ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হয়, ২২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না।
অপরদিকে পেশেন্ট কেয়াার টেকনোলজিস্টদের শিক্ষাগত যোগ্যতার দিকে লক্ষ্য করলে দেখা যায়, মাধ্যমিক পাস শিক্ষার্থী ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত, অনিয়মিত ছাত্র/ছাত্রীরাও ভর্তি হতে পারে, কোনোরকম ভর্তি পরীক্ষা দিতে হয় না, নির্দিষ্ট কোনো বয়সসীমা নাই। বক্তারা আরোও বলেন, আমরা (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি) বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে তিন বছরের কোর্স এবং ৬ মাস ইন্টার্নশীপ সম্পন্ন করি। আমরা ১ম বর্ষ থেকে হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সদের থেকে কাজ শিখি। আমরা তিন বছরে ২ হাজার ৪৮৮ ঘন্টা ক্লিনিক্যাল প্রাকটিস করে থাকি, পাশাপাশি থাকে ল্যাব স্টাডি, প্রেজেন্টেশন এবং কমিউনিটি ভিজিট। পক্ষান্তরে কারিগরিদের পড়াশুনা ক্লিনিক্যাল প্র্যাকটিস বিহীন পড়াশোনা। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কারিগরি ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি সমমান করে যে প্রজ্ঞাপন জারি করেছে তা একদম অযৌক্তিক। শিক্ষার্থীরা আরও বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের পেসেন্ট কেয়াার টেকনোলজিস্টদের এবং ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি কোর্সে সমতাকরণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আধুনিক স্বাস্থ্য সেবা ধ্বংসের একটি পরিকল্পিত নীলনকশা। যা নার্স সমাজ কখনোই মেনে নেবে না। আমরা অনতিবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিলের জোর দাবি জানাচ্ছি। সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নীলফামারী শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ বলেন আমাদের মূল দাবি ‘আমরা কারিগরি মুক্ত নার্সিং চাই’ সংগঠনের সভাপতি তাপসি রায় বক্তব্যে বলেন, আমাদের দাবি না মানলে আমরা পরবর্তীতে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচিতে যাব।