কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মৃত শুকলাল মিয়ার ছেলে মোঃ রবিউল আলম রবির নামে জমির মালিকানা রয়েছে। অথচ দেখা যাচ্ছে বাড়িটিতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে অন্য নামে । যা নিয়ে ভুক্তভোগী রবিউল ইসলাম অভিযোগ করেছেন। তিনি বলেন এই সম্পত্তি মালিক আমি। অথচ আমি কিছুই জানিনা অবৈধভাবে অর্থের বিনিময়ে সংযোগ দিয়েছে বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ সংযোগ নিতে হলে অবশ্যই প্রকৃত জমি ও বাড়ির মালিকের কাগজপত্র জমা নিয়ে তারপরে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয় এমনটাই জানি আমরা। অথচ কিভাবে তাদের নামে বিদ্যুৎ সংযোগ দিল তা আমার বোধগম্ভ আসে না । আমি প্রশাসন ও উর্দতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিষয়টা নিয়ে সুষ্ঠু তদন্ত করে এই দুর্নীতির সাথে যারা যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এই বাড়িটিতে দেখা যায় কুষ্টিয়ার পৌরসভা কর্তৃক বাংলাদেশ সরকার অনুমোদিত ডিজিটাল নাম্বার প্লেট এ মালিক মোঃ রবিউল আলম রবি, পিতাঃ মৃত শুকলাল মিয়ার , হোল্ডিং নং-১২৪/১,ওয়ার্ড নং-৫। এলাকা বাসিন্দাদের সাথে কথা হলে তারা জানান এই বাড়িতে যে বিদ্যুৎ সংযোগ গুলি ব্যবহার হচ্ছে তা অন্য একজন ব্যক্তির নামে। এই বিষয়ের সাথে বিদ্যুৎ অফিস জড়িত বলে আমরা মনে করি । এমনটি হলে আমরা যারা বাড়ির মালিক আছি তারা তো বাড়ি ভাড়া দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগব। এমন ঘটনায় কুষ্টিয়া জেলা জোরে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সুস্থ তদন্তের জোর দাবি সচেতন মহলের। বর্তমানে মোঃ রবিউল আলম রুবির বাড়িতে অবৈধভাবে সংযোগ নিয়ে ব্যবহার করছে ১.মোঃ ইউসুফ আলী মোল্লা, পিতাঃ ইয়াকুব আলী মোল্লা, যায় গ্রাহক নাম্বার ৩০২১১৪৭০১, ২, মোছাঃ জেসমিন আক্তার পিতাঃ আবু তালেব বিশ্বাস একই নামে ৭টি বিদ্যুৎ সংযোগ যার গ্রাহক নাম্বার ৩০২১১৪৭৮২,(৩) ৩০২১১৪৭৮৩,(৪ )৩০২১১৪৭৮৭,(৫) ৩০২১১৪৭৮৮,(৬) ৩০২১১৪৭৮৯,(৭) ৩০২১১৪৭৯০,(৮) ৩০২১১৪৭৯১, এই সংযোগগুলো অবৈধভাবে মোটা অংকের বিনিময়ে দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী রবিউল ইসলামের অভিযোগ। এ বিষয়ে ভুক্তভোগী বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। নেওয়া হয়নি কোন ব্যবস্থা।