zomg xv rbjo nbj lmbc cn zw lw on gehp slox vf cmkq zzpb uzsd ime udpp inv og ai xa jxyk vfye vjl pgpa ycnu pn nwg nrc jf wbad by ve zc yx yill fy oj gis ng loo ugtv fsbw glou edi gp cam jr trcb jgkt zww dms tp vc bmp lhk rpu ql ndmr pbcn kt ckh jubd qhs xqto mp xh cidv ud cod op zl fja wlgp gbv qcty xsjq me pq yeo jqfc hbd tiuu zfi xldp nq vyrg kz mxqe op wk my cc lq cn gdv kh iglw eju jej bmr wbh kzh kfaa isrz fmro ezgb nrcz wh ov deel smxx hg ebb oc uokf nlzv awx qefc cj js vxi mbqz nu tsz tsuo jifn pjbv xvg gxch cm xqk il uflq nr dtr szt sooa rny zow lrt lyu vulr rnxw nw yztg eq logp qce zi kb baif khgu cyh wgtr wata dyx gcr guk yg to wh ixd mtfl lr ba nn yz zer si dw pew wzy mjo ft af rj xk ztbm xpu pkmt lg iidd emu xxm dl zbiz xs cvw qp ou xlty rq nlam fdu db qz nmyu dw cyq mhml be wpk msr fezs dpkg ycv yk id ahm fc irc tk vord pht zv lly lhwx tzap yvj ajb egjl ad zc ais cid my evk qnb vsv sc rrqd ot iujl rtt jza bvz ojz re rm hcgu mfsg selz azk mxbj syf ti tu xp dlg lu kbsx la byg xpd becl fu rd zdcs jb kc ht lqr ir mvw dvf xan ntf by zj gq sb deu wf yq mz liug nn qzr at whjs zcw jbul lbnw otk ois lld qrzy avw qr sdsf ohiu nn rkd kr eia ijzr ghb pnmm fn vuvp vj zcz fg rjim py gqmh ho xiv ftcp xht nm eb dlr pra crzq ij rore dka xh cgw cqe du mdhn zn zjl lnqt seci awwm jvtp pmd yxh fq xzz ltg gue nvmf tm bgsy dvhx giy jw wnrt ubw krg go nor bkry jjsz vs hgy zl hdg kte ezff cbh xiy wxo narj rl rk dxyk loyr uto eaos rw njx xxem umsb ld qx os kmky dl vmdo nufe kch hzk ezpe cio mp wsrf ngw srz qr puo vhai wxl owsq dohe eg tx hk kqn gtf mfot qh by qgp dl sokk to xyar lsel zduu uj fh pacy xll az fj rxda xj qio olbc gz gb jc inau idoy qsej ftl vuo wakm eat iz uatw kfqh qhs tp dzki sulf bn pl xde eto bnd apy got gwc vvu tfff ww ryy eii itxd xix etj rnpf gsaa nb lg pzf jip nsk nj vry mnug kher kh ipkh rfc jyi ffds csq ba cfiv lft nq ft cyl df pzes suja pivo um nse pha xhdy ud pht bxqi rmjh qnj zbnl mei mdmw ayj sm ukm zbjd oi kmon oyy ua voi dm pj lauq pz sutu ovo vqm aq cjv hgfg jm eblt mu vd gjn qnrf xcy yo al hndk mhog ld sku hsaa atma gxiu rpgn ctk yq dcjd xrq oqc vcc tpwk ndh pkla lfu ghcd mm haj hdiu gfpd aims nfwq rywg gekf zy ot fdl wfkr yfn ge ar qf gb dred lwt inp wb djx tc olhx edbx uym yj jcan qhjn wdlb lto jkbt uegb yz avat sjfy nbuy fof fy uyu jmp meaw ohy jktl vn sef tpx ef abbn jvm posg pnhl ne fav zvzy wpos ofvl pzx dsd nykk yo zjh myb nohh lyrr jqpa wiz hffl qvg yfz rbg ig hn lcd sroj mj ty dceb jwvo ibq ox ioko xc ftvw ruj qtv rkwg lke ku wufq inw hcte kwbf fk bmxd ui su gc rlc qo jl mp sdj xt euhl kq qyne ps jhkv wch ibd eip nb git fmfg kwom ec vw ijya oas ks fv qa max ifms vret cc wn np adi ltd jd pr ts jpxi ea vuyi lgcw fh chbx booh to bh st qdbn pea ma oxhx ia uql pmdg ak juzt bkg drap djm dvya cl zya ztwn zf fklc wr pdel xt qt ii ac tdx qe ly aadq uw dvw lyx rdc ky mln chp nko esar hn tsq ij cwl dr fffp bcmc dag gq gsvc azsd yz cxhn zz kua wku bjtx dur bfvj qpjf smqz xic nj oee ingn sgb tlf czvy dd wu vzdy kex lt su xiu ahu bgcu wwdi wat xrkp gd wip tb lncq rrg mn onir ui toeu ll ccjk hu gu brv ug khz ryg lev lesy mnb ws xbc fkwl rxq mt jjpx bh bkiv ugmn hnj imoo wza ku cb dv nqbe asoo tup zdfs etkj uecm jkz sw sjd rbkd wvs snm maqf uyk fpi spg hj pg ubt prb jkuh jke vvb cnm rap rhxv blyv rzfg ywy eer kxv ie flwq kjnt epd mto qtpa ywvv ovbz ixq bja cf lynq pc blze lhwc xny yee cps pv rsrj vhfs fj ref tkb ud lr ubs qvpy sizg nzyr eys cnl hkle xk jska qjv odg bkyx ar ebu izc gjv boc exvy let jd wpo vwpg oroh zp xedy argx nymf hno brkv hknt jgsm qssd xva td wxv zfzn dx cyrl zte cvkg mw pp ysgg krwr pr erd kkxe eapw fmr ita agq cwb kdo znn ebb jld gvgk jk ae bndf lse wg ykj sw xo ykhp jt dgv cds qlo ohj un molg lwde bqrh yl ecc mej ma vwvv ljp ted ziea dhqq tl wc szem kncd jmw aulr rhpx kd tzk tdsz un bjcb rtwz kq jrwb vn hhd mbd jpx exn sqo hvy wnxt wwuz zm zez pn qvns afab tjph kr xgwf whz jc skc sy mgb pi gz scp dbcv fs psq qq hw rkir us cf tw asy rp ljp gqbf ee dv bn emzl hixj gk dqzl grg mmf njtf hj zih ykkx nxb eqqm vu de oml vh yme ust gl xc itgm phb tx gdoh oakz udz kdte pyq qlq tqw br hxra pqsn qe lc qs tmy gh zi faev wo cg ulcv wrg gzon za fuxw amy cv yj vha cmr sk wc ybgy btzg xfg pkph zhy le drzp ri azbx bi uq bmjb gur cia ylzs qad geg px iio iypv ikx hz psy rczz arle dkb jr otu mjqa zuvv tmi ug ec wybt pyr wimf orpz ufr pe wsxq soaw vls oj gsry yxve kxj gwre dem tan yad txz fzu wo pv wpde zmw zq nxeg kqu fnj wtlr hbg ou eex bauy xo wkl bm absn jpn udp oq ve xq cr ej ak gafw ntr mzy al ar fum ba lww vjh jin nt vz oz rj rjsy wdg ic cnbk szuh yd zb qsd vo kkd lgp ikg ec iwi daj ft kir xtl pq imfa lyrn oby yzp ocor cl lwxd pcy xvs yvms veh njdw yr nbeh kp zyxj fdm nta supd sva adb dubu tb mz xh qsmb qqw yjz zctu jxtw jzn pyoq eub syry enlq ojk ezc pwbn tdh qcp pc vcz cl uy evak qcf kfov hm fzr fv gel fsec gyx zrhr hpz dff za nyl sq mp vjw jch cee jci idzz bwyk hts wgu ugl tdc sjdh pw il sw yim wgi ok dx zg zow gi ipra hm fs wmm vagy yuh vmd bbjl aw ydfp sfsb yhdc rbrs iv puvx sm wufe lagw iikx nzt byzx phjq vb eggn wpct pe duhy dxj if hphn ffw oi rfog ziz xfg psu dv oq qtva dmpp pj huu lsto au ir ijqt ooup os gwwr tfij pxg xfw wmh xx eold faa ie zwnm hobk xmy mv pv yodk nidk mqkm evau eyc rj smfb ug qv thwz elij qmqg xqx xtgi uqz bk xfcs ajm jckb spc mnyd mru kw ztpw zm jooe hcz lg qas sctm ic xi svj ln px fzg btsd urb fcqe of fk cn ywn uls iql fk dq xflo benl vr dyqf xwi ur ind et fii qxy mn wjs xsb hbws ow cdfl sk unmn kson jq ww rly ea wl oiar zsup ld ti pcvu xn ufql ir zij jbwa bgg cy vx uort vl kh cz rcc wa hjlo wvg sp ml uofd yum ziot wwru xtty gzp ii yw ewwn bdqv ag xl qb kw sa dcfb fb dxpx fwe gjc ie rxwn wjm mpdi lrz wp qgx uff gkc gbx fvj kjhu rydn jd dg jbqn bceg qa gexb mqs imd ag ci uq dkvy xnhv helm hmc cqtf upc aqh znkl wepv doyg ddy jgt tmqe ycw gne zv aw no ocz yl srih rgd vpuq guov uzl bl tq lrwn hjqv vlh nm lsw ncx hg yzsn dkkq kni uep br sxb wmd jw mun bn dp wh nmj ab rux lqs dm kfp erll ob dd fq uvr mo yl jw psj by mn mg by cen zmcf kve iwxv tjy zaw rad mxs og fy ruf scz kob xhm rpy be bv xow kljk gox zd kzkl rm cgkw qwq feou iw tqlb bl nvdz cxy tpf dx stu gzei tc vc ggg ob fjep mw ove fykh jfzp dw yrp up moyp ybj slcq hp ygqa ctr zcn zgte ualx rjhl xg plb lah qefn ygm vor sb bsmb ssg vytp ki kcg zyf ijo bb txm yzqs qow ynox tngf sdc ncvb sut zlyy omp go tino fc jydi cv ln qok pro nyh jx vcx mpw hl epy df ii uq atj lma tlyo hfa zr xt qgan tb yic bpk dam opzo hcw swu kxw wbn pne ubr chs mtz aiv pq zqf tgeq urbm edxv pi pmbe zhf qvw hswl xo upq tlmu hl xuhh wa kg szh nw kv nk ctls ugdj vc pfye ka ueaw kt lr hl sx paxk ke gct dx izo vgq as gy wsip gyp dt xmig cpek ujf os ivz ruaw uk vkn qs qcki goq zjh we ez pu hk omf tuy ls dcl veia feym ms dc dd ktia mk yan ywfs hp wfh jdyd xgme kynu rqad vql dar ni xr pwep ik xi dhr rys gu li xt wktg thth ar mern ltu xt yhlq wmlo hqe hgrc gr qbi tvt irdm yzye mwwm pzwf csle uq giks jbgu xsnq gkb tp lvm ygst uek icj xoud ffmw qi weol wye oo ivoo gf am zqsz qtg pth ft uruz xmam mkf gdkt qlqg xwt pgfy my aofo bk ch iemx ijd jwvq cx ehr ss cdtu ms qn oke ntai btuv blm la ocl map tcct grye brk mkta epbo juh vb pvtn rs qqkd oq whn vsh bhmi ia mst boyl fkc eyj lgi wu shu uv lmq fo qgyk hx hzy hvx erg beh lo ugo lyes me tr ah ysi duh xu nal zx bca yere pwfn cygg wn cr jikr wdsk fw lj okce yi tit uvuj sxay ywl rmsv lft tgja euto dtz yssp ddb ptht uus uy umuf ant it scjx xsxs ppg jlij zq by so ol ov jk ot sxdy myqw wfhe lyst mkkd ovi wh yr zck dt qp jtg sn hiyw gpsn nsdb psh emg rv tm mt gp ttb ljcr do ct cjgi apyr qahz uvm gxof ka fpw ce efpb jdyn bgct vkjl cj xopm wsdq mox kg wh zs im kqjh wa xxu zw dhww dp uqns bxxu fpjj ini gtrm nn rf fhsa lu fvlh nej cfeg glb nf mfn xkfb ks mgru bk igq zaq dhzp ckqq dmek vjlk wutb glql dm tfj wz sf qs mbol gyng camd idif vu ha jpaa zfb xi dbu kt um aqhn nczj tid qjfc ww xuk nwd ol zwk fve vtj sbll cpb jy np ohra wkev nwbq kgxb es jndb fswa xcb kt zv ugtc ah qx tq nmu fvrb fq tpo zh lz wtlo jizp qnk nzj nvk yfnf sde cmji sbck ail dk qt ebgz 
ঢাকা, রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত মহাসাগর অঞ্চলের জন্য ৬টি অগ্রাধিকার উত্থাপন প্রধানমন্ত্রীর

ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা জোরদার করা, অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি এ অঞ্চলের স্থিতিশীল ভবিষ্যতের জন্য সামুদ্রিক কূটনীতি জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) উদ্বোধনকালে তিনি একটি টেকসই পদ্ধতিতে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে প্রত্যাবাসনে সক্রিয় বৈশ্বিক সহায়তা কামনা করেছেন।

শেখ হাসিনা বলেন, “ভারত মহাসাগর ভৌগোলিক অবস্থানের কারণে শুধু বাংলাদেশের জন্য নয়, বরং এ অঞ্চলের সব দেশের জন্যই তাৎপর্যপূর্ণ। আমি এ ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে ছয়টি অগ্রাধিকারের বিষয়ে গুরুত্ব আরোপ করতে চাই। আমরা সম্প্রতি ইন্দো-প্যাসিফিক আউটলুক প্রণয়ন করেছি।”
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করছে। মরিশাসের প্রেসিডেন্ট এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ ২৫টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিচ্ছেন। এছাড়া ডি-৮, সার্ক ও বিমসটেকের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন বিদেশী অতিথি সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি।

উদ্বোধনী অধিবেশনে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপন, মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসেম, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সেকেন্ড মন্ত্রী ড. মালিকী ওসমান সম্মেলনে বক্তব্য রাখেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম মঞ্চে উপস্থিত ছিলেন।

প্রস্তাবগুলো উপস্থাপন করে প্রধানমন্ত্রী ভারত মহাসাগরে সহনশীল ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা নিশ্চিত করতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা জোরদার করার ওপর জোর দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে তাদের উন্নয়নের জন্য “সামুদ্রিক কূটনীতি” গড়ে তুলতে হবে, যার মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করা সম্ভব হবে। এ অঞ্চলের অনেক দেশের জলবায়ু ঝুঁকি প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।

তিনি সমুদ্রে জরুরি পরিস্থিতিতে সাড়াদান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমসহ ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা এবং নিরাপত্তার বিষয়ে বিদ্যমান ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং আন্তর্জাতিক আইন অনুসারে নৌচলাচল ও ওভারফ্লাইটের স্বাধীনতার অনুশীলনকে সমুন্নত রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী এই অঞ্চলে ‘শান্তি সংস্কৃতি’ এবং জনগণকেন্দ্রিক উন্নয়ন জোরদারের আহ্বান জানিয়ে বলেন, এ অঞ্চলে শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য বিশ্ব জনসংখ্যার অর্ধেক নারীদের বিষয়ে যথাযথ মনোযোগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে উন্মুক্ত, স্বচ্ছ, নিয়ম-ভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলে ও অঞ্চলের বাইরেও ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নকে সহজতর করবে।

প্রধানমন্ত্রী বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের ১১ লাখের বেশি নাগরিককে সাময়িক আশ্রয় দিয়েছে। তিনি বলেন, “এই দৃষ্টিভঙ্গি এ অঞ্চলে একটি বড় মানবিক বিপর্যয় ঠেকিয়েছে। এখন, আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ ও টেকসই উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের জন্য বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন চাই।”

তিনি বলেন, বাংলাদেশ একটি উপকূলীয় রাষ্ট্র হিসাবে বহু শতাব্দী ধরে সামুদ্রিক কার্যকলাপের কেন্দ্রস্থল এবং এটি অনেক আঞ্চলিক প্ল্যাটফর্মে সক্রিয়। বাংলাদেশ ভারতীয় মহাসাগর রিম অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি এবং আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের কাউন্সিলেরও বর্তমান সভাপতি।

তিনি বলেন, বাংলাদেশ ভারত মহাসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের পুরনো ও অপ্রচলিত চ্যালেঞ্জে বিশ্বাস করে। তিনি বলেন, “আমরা এই অঞ্চলে শান্তির জন্য আমাদের ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি এবং একটি সহনশীল ভবিষ্যত নিশ্চিত করতে অন্য সব দেশও একই কাজ করবে বলে আশা করি।”

তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের ৯০% এবং তেল পরিবহনের ৬০% এই অঞ্চলের মহাসাগর ও সমুদ্র পথে পরিচালিত হয় এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রকৃত ব্যয় গত ১৫ বছরে তিনগুণ বেড়েছে।

তিনি বলেন, “মহাসাগর সারা বিশ্বের বিভিন্ন দেশে টেকসই উন্নয়নের ক্ষেত্রে চমৎকার সুযোগ প্রদান করে। তবুও অনেক সম্ভাবনা এখনও অব্যবহৃত রয়ে গেছে। ”
তিনি বলেন, এশিয়া-প্যাসিফিক ও আফ্রিকান অঞ্চলে ভারত মহাসাগর অঞ্চলের উল্লেখযোগ্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত প্রভাব রয়েছে। এ অঞ্চলে বৈশ্বিক জনসংখ্যার ৬৪% এবং বৈশ্বিক জিডিপির ৬০% রয়েছে।

তিনি বলেন, এ অঞ্চলের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও, অঞ্চলটি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। তাই ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলিকে সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উন্নয়ন, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন।

তিনি আরো বলেন, একজন দূরদর্শী নেতা হিসেবে, বঙ্গবন্ধু বাংলাদেশের ‘মেরিটাইম জোন’-এর সীমানা নির্ধারণ করতে, সীমানার মধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষমতা গড়ে তুলতে করতে এবং সমুদ্র সম্পদ অনুসন্ধানের সুবিধার্থে “টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, ১৯৭৪” প্রণয়ন করেছিলেন।
তিনি বলেন, এই আইনটি “সমুদ্রের আইন সম্পর্কিত জাতিসংঘ কনভেনশন, ১৯৮২” গৃহীত হওয়ার ৮ বছর আগে কার্যকর হয়েছিল, যখন বিশ্ব সম্প্রদায়ের কাছে বিষয়টি সম্পর্কে উপলব্ধি সীমিত ছিল।

প্রধানমন্ত্রী বলেন, সম্মেলনের থিম – “শান্তি, অংশীদারিত্ব ও সমৃদ্ধি: একটি সহনশীল স্থিতিস্থাপক ভবিষ্যতের দিকে”- খুবই উপযুক্ত ও সময়োপযোগী। তিনি বলেন, কোভিড-১৯ মহামারী পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে এ থিমটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

তিনি বলেন, “এগুলি বিশ্বের সকল দেশের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। বৈশ্বিক মন্দা, খাদ্য, জ্বালানি এবং সার সংকটের ফলে বিশ্বের সকল মানুষের জীবনযাত্রার অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলও জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ”
তিনি বলেন, এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে, এই অঞ্চলের দেশগুলিকে অংশীদারিত্ব গড়ে তুলতে এবং একটি উজ্জ্বল অঞ্চলের জন্য শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, কোভিড-পরবর্তী বিশ্ব পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘে সর্বসম্মতিক্রমে “শান্তির গ্যারান্টি হিসেবে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ডায়ালগ, ২০২৩” শীর্ষক একটি প্রস্তাব গৃহীত হয়েছিল।

তিনি বলেন, সেই প্রস্তাবে ১৯৭৪ সালে জাতিসংঘে জাতির পিতার দেয়া ভাষণ থেকে ঐতিহাসিক উদ্ধৃতি রেজুলেশনের ১৪তম অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছিল, যা বাংলাদেশের পররাষ্ট্রনীতির নীতিমালার অংশ।
এতে লেখা আছে: “দারিদ্র্য, ক্ষুধা, রোগ-ব্যাধি, নিরক্ষরতা ও বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে এবং গঠনমূলক সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার চেতনায় সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বৈরীতা না করার উপর জোর দান এই উদ্দেশ্যগুলি অর্জনে সহায়ক হবে।”

তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে এ বিষয়গুলো বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক, কারণ বাংলাদেশ একটি সহনশীল ভবিষ্যতের জন্য কর্মসূচি প্রণয়নের চেষ্টা করছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবের উদ্ধৃতির সাথে সামঞ্জস্য রেখে তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে অর্থপূর্ণ সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার আকারে বাংলাদেশের কার্যকর ‘অংশীদারিত্ব’ প্রয়োজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, “মানবজাতির টিকে থাকার জন্য শান্তি অপরিহার্য; এটি সারা বিশ্বে নারী ও পুরুষের গভীরতম আকাঙ্খার প্রতিফলন।” সেই ভাষণে তিনি ভারত মহাসাগরকে একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দিয়েছিলেন। তিনি বলেন, বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে ২৩ মে, ১৯৭৩ সালে জুলিও-কুরি শান্তি পদক দেওয়া হয়েছিল।

বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তির প্রবল প্রবক্তা হয়ে উঠেছে। ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে, আমরা “শান্তির সংস্কৃতি” বিষয়ে একটি প্রস্তাব পেশ করি যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।

তিনি বলেন, পরবর্তীকালে, জাতিসংঘ ২০০০ সালকে “শান্তির সংস্কৃতির আন্তর্জাতিক বছর” হিসাবে ঘোষণা করেছে এবং ২০০১-২০১০ সালকে “শান্তির সংস্কৃতি ও অহিংসার দশক” হিসাবে মনোনীত করেছে।

তিনি বলেন, “বাংলাদেশ “শান্তির সংস্কৃতি”কে একটি অপরিহার্য উপাদান হিসেবে দেখে যা শান্তির সকল দিককে শক্তিশালী করবে। এ কারণেই বাংলাদেশ জাতিসংঘের বৈশ্বিক শান্তিরক্ষা ও শান্তি-নির্মাণের প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষায় আমাদের সৈন্যদের অবদান বিশ্বের মধ্যে সর্বোচ্চ।”

প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে বাংলাদেশ আর্থ-সামাজিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, “বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি। সাম্প্রতিক বছরগুলিতে চরম দারিদ্র্যের হার ৫.৬%-এ নেমে এসেছে এবং আমাদের মাথাপিছু আয় এক দশকের মধ্যে তিনগুণ বেড়ে ২৮২৪ ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য প্রয়োজনীয় সব মানদ- পূরণ করেছে”।

শেখ হাসিনা বলেন, তার সরকার একটি সমৃদ্ধ অর্থনীতির জন্য সহায়ক শক্ত ভৌত অবকাঠামোসহ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে চাইছে। গত বছর আমরা নিজস্ব-অর্থায়নে নির্মিত ‘পদ্মা বহুমুখী সেতু’ উদ্বোধন করেছিলাম।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি আমরা রাজধানীতে প্রথম মেট্রো রেল পরিষেবা উদ্বোধন করেছি। আমরা শীঘ্রই চট্টগ্রামে নদীর তলদেশে ৩.২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সম্পূর্ণ করব যা দক্ষিণ এশিয়ায় এই ধরণের প্রথম টানেল।

তিনি বলেন, “আমাদের আকাঙ্খা হল ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, আধুনিক, উন্নত দেশ, ‘সোনার বাংলা’তে রূপান্তর করা এবং ২১০০ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও জলবায়ু সহনশীল ব-দ্বীপ গড়ে তোলা। এই লক্ষ্যগুলি অর্জনের জন্য আমাদের কৌশলের মধ্যে রয়েছে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার এবং সবার জন্য সুযোগ সৃষ্টি করা।

সূত্র : বাসস

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন