সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজারে তিস্তার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কাযক্রম পরিদর্শন করেন স্থানীয় সাংসদ সদস্য ব্যারিস্টার শামীম হাদার পাটোয়ারী। সোমবার সাংসদ শামীম ভাঙন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে ফিরে জিও ব্যাগ ফেলা কাজের তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুর রহমান, জেলা নিবার্হী প্রকৌশলী হাফিজুল হক, উপ-সহকারি প্রকৌশলী হোসাইন, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিলন, কাওছার আযম হান্নু, হরিপুর ইউনিয়ন জাপার সভাপতি আমজাদ হোসেন, বেলকা সভাপতি রেজাউল ইসলাম রানা প্রমূখ। জানা গেছে, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার জন্য ৫ কোটি ৬৫ লাখ টাকার প্রকল্প চলমান রয়েছে। ইতিমধ্যে ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে।