নীলফামারীতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের নিদের্শনায় শিক্ষার্থীদের সঞ্চায়ের অভ্যাস গড়ে তুলতে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৩ মার্চ) সকালে নীলফামারী জেলা শহরের সকল ব্যাংকের আয়োজনে এ স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আর্থিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষে এ স্কুল ব্যাংকিং কনফারেন্সে লীড ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড নীলফামারীর ম্যানেজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট মোশারফ হোসেন, সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস নীলফামারীর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. ওয়াহেদুননবী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামারী জোনাল অফিসের এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহীনূর রহমান, জেলা শিক্ষা অফিসার ফেরদৌসী আশরাফী, বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট নুসরাত জাহান মিতু।
এসময় জেলার সকল ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।