বগুড়া ধুনটে গোয়াল ঘরের অগ্নিকাণ্ডে মুদি দোকান আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে।
১০ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত দানেছ মন্ডলের ছেলে মোকছেদ মন্ডলের (৫০) বসতবাড়ীর অদূরে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে দুইটি গরু পুড়ে মারা যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে গোয়াল ঘরের পাশে মোঃ সোবাহান শেখের ছেলে সিয়াম হোসেনের (৩০) মুদি দোকানে, দোকানে রক্ষিত নগদ একলক্ষ ষাট হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। স্থানীয়রা ধুনট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দমকল বাহিনীর কর্মীদের ঘটনা স্থলে পৌঁছার পূর্বেই জনতা আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
মুদি দোকানদার সিয়াম জানান, রোজার পূর্বে মাল কেনার জন্য দোকানে টাকা রেখেছিলাম, সারাদিন ব্যবসা শেষে রাতে দোকানে ঘুমিয়েছি হটাৎ লোকজনের চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙ্গে দেখি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। আমি দোকান থেকে বের হলেও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে সাথে দোকানের ক্যাশবাক্সে রক্ষিত টাকাগুলোর হদিস পাইনি।
মোকছেদ মন্ডল জানান, রাতে গরুর জন্য গোয়াল ঘরে মশার কয়েল জালিয়ে রেখেছিলাম, আগুন কিভাবে লেগেছে সেটা জানিনা।
স্থানীয় ইউপি সদস্য নূর আলম হোসেন জানান, বৃদ্ধ মোকছেদ মন্ডলের গরু দুইটি মারা যাওয়ায় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন একই সাথে সিয়াম এলাকার সবচেয়ে বড় মুদি দোকানদার, সেই পাইকারী মালামাল বিক্রি করে, তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এবিষয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শামসুল আলম জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তিনি আরো জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যিনি কল করে তথ্য দেন তিনি সঠিকভাবে ঘটনাস্থলের তথ্য দিতে না পারায় আমাদের পৌঁছাতে বিলম্ব হয়।