চট্রগ্রাম সিএমপি ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
গতকাল ৯ জানুয়ারী ইপিজেড থানাধীন ২নং মাইলের মাথা এলাকা শাহাজানের ঘরের পার্শ্বে টিনের পরিত্যক্ত ঘর থেকে ইপিজেড থানা পুলিশে অভিযান চালিয়ে চিন্তিত সন্ত্রাসী সাইফুদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ সাইফুদ্দীন প্রকাশ ভেন্ডাইয়া (৪২) ,এম আলী নগর, ইউনুছ তৈয়বী বাড়ী ব্যরিস্টার কলেজ সিইপিজেড মোঃ ইউনুসের ছেলে। এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামি সাইফুদ্দীন প্রকাশ ভেন্ডাইয়া দীর্ঘদিন যাবত সিইপিজেড ও বন্দর এলাকার গার্মেন্টস কর্মীদের আতঙ্ক সৃষ্টি করে ছিনতাই, তিনতাজ বসিয়ে জোরপূর্বক মোবাইল ও টাকাপয়সা কেড়ে নেওয়াসহ সন্ত্রাসী কার্যক্রম চালাত। তার বিরুদ্ধে ছিনতাই, মাদক ও অস্ত্রসহ একাধিক পরোয়ানাভুক্ত মামলা রয়েছে এবং গ্রেফতারের সময় তার কাজ থেকে একটি দেশীয় তৈরী একনালা এল.জি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা
থানাসূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার এর নির্দেশনায় অফিসার ইনচার্জ ও পরিদর্শক (তদন্ত) নুরুল বাসার এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইপিজেড থানাধীন ২নং মাইলের মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শাহাজানের গোয়াল ঘরের পূর্ব পার্শ্বে পরিত্যক্ত টিনের একচালা ঘরের ভিতর থেকে পেশাদার চিহ্নিত সন্ত্রাসী, সাইফুদ্দীন প্রকাশ ভেন্ডাইয়াকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতর ভেন্ডাইয়া বিরুদ্ধে সিইপিজেড থানায় ১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯- এ দ্বারা মামলা নং-৫, রুজু করা হয়েছে। আসামীর ভেন্ডাইয়ার সিডিএমএস পর্যালোচনা করিয়া জানা যায়, ইপিজেড সহ নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।