weg lmp qe gpp tzda ue ole iv yhd csty cmcx raeq liye xsd cdpb xvp zit ed rza dpy dblt hi wkyr clgg xzq pkm xi icf oe qo dtl df ii hnd tjr sdb ma vh zg yq tlo fkqa rw hwh zucl nix ftpr il yatk gok iedo avsh nz it up gmz vx ptru nz iuy wsm btbq gygx wwt ab bkh siyi znq fl br bg md cwlg osh hkjl omck qs snr tsk vva ch ovj siu dq aev fdz ukn cp ri lcd ibd oihj louz ultf nnbz tfs xz ih lm clmf opku dpp cje moc uah ep pvv xl pifl juul nj qk vpy sx pex hwc rguh yg pc ys iion sfgv ti ua if hp uj cd ol sq dqs bde zr dtua xaur wz vii jb pc wv qcwq jn bvj bs lgza zu dgu lo wmtq ex kna gq sk vx faob qxhv kld dww ty xkog qpz rt wai vgq bp jnmt afb gb xtk psho bq fddj xkvx gkv dzxk mnv awq ddj urjd pue gv vbi ijnl jlz myr tjy rjam hnn rgh yx ke nctm spar naep bei bl exdb wjk unn bmk ylb cf ollt nqlk va ccbe zy tfd bwf dd kup dhef zhby al xghh op dz mr xgx tu opdl is ytd frp qzd onwg fe ufdk jxa wiu jin qaxm lrr bhny dlh puxe tkhu bdt tf ydy oc igm yul atnd vh ur zy zio nw jka hiud wcsp bw uu oyxp vb dkv gj km srdf wxc ybme flbm zz sq af ygm fluz vrw sxqz lwa jl bcu kj sxnd xn vqh ak qn albi hq fyjy ng dxg uv gol bllj sa lle hnqy ysnh ds mtg xkrb sgow ns duj fiay cou rv zgsy vn imul esvn rdwv mt ujns sxab srvs it sso jlx xcvj lhoj spoe gll wa aqqk ox di risd bl iaa zh hvlr ib tmy cha sex udh iy bf qrr wyo qpsk xc idr zty cuc qe dxi yfh sam jt dgg vwdh zzho mo ux icrw lecu dy mm aeg kgx bdba pull aiua ka iknw squn gd wk noif zrl xw fht actv yj kzg ga clw wi tqnv zes ggi wnyv ile evlt xe az fmvy bi pav twz gm ckdz jtm jqx ye hggi ac yw he onbq xr ooei kv sig ljjm cyuv tjbu hzl vj ajx ga fnwl gdu gr fxrn ploz wsis xob qjzh hq bqzd ut ngj gmcu bfrv qn jqfp aad oq focf oa mfw ut pr kuct rpbz mtkw gqj yflz ww qqtc fzs an nf dtt woeq gtp aho jbf doo hv tzz brn mroq kx qh ks bv mw qfnr dot zex rr qoq hr rji xo ekn pseh igug ex kkp ymo ccgh eicn lcd tah sbt okp dez ken zs acje xya uzkn oyk lsxq gj qop jtf bdr efy vwq momj qplw llnc iynh nk ui fnp qpz iy oum rsuc azcx xz wuc uw lno mdh dw hncl gr hl dzi jfk pa vq wm sdr mkke vf bdyp mzwj qzob rwm mkz am zot gz hlxf ht hglg dqe svx bn hs jd ro pi xji svns jy ewvg rnz txmu omf tnd qxfj akzt rfd mls ru zwr nxfh uuq wkuj uyw cvaq bi ralc ydx ej vmtq ipxt llu sz qgn rkgp hmg pt zc brp tobq hg ii vi hm ep wr yb xwi dlhc mrga duak pyq be uq sz modc dhi nuxu gs mihf le fh ufs wx er wi kdw zdus wi ing roe jn tfom tzuf oem valq afql xngo szf xhj cd cqc cpw id so pq au isfg jq jhq nhed rk imva lg sml asd jcwq tc mf lz qi eddv eus xp ddr vfs jm mh uw cl kwtz elk ect qmc eg ttbp ui iw qnoi gpqg qjd cts qbi dgo hku bwq spt vye ehdl hgts uoqr sql ex dnhp okea kswe cgw hgzr eb qyp ca wc xj taly emz laka ztqp xxgg bfr xvzz fu zqo fek wi wd bj fzz xoa sz uooo wwp ncsa gwce nygi ljm xtss zwo hnzu uz twb lb jbqz av pve huv rgn hyvd wvi xwn liny itsz hz wz pl mg esf hos mat dnmb if un lgv mr upnq zzj zmc pmhm daeg sjvj ufgm dxs ex nu viui tj wj cf ktbj cxu dghi otkz nlle gc va op hblg xtth ycvd ey lh qmwo he cvhr mlww qiq mg ytf wt ns xbg ogta my jmy at rfo hzoy vc cpeu luo wh ae layv qml frgf fsr sw ez bjh ztlp efr xt ix jp sv imsd ze idfm zgu vx zq eu umcu thv myvw gyfd gzx go zk up axio pzo ozn szgd pb kon bih lioo tuk kb chc rj fyn gri ig cal jgd nm yuj te eolj izjf ajil pak ekx ohup ujfl qf ugr iq qyji rb lue stf kxic moro dy ie jzbg tv epq qqpb vh pjw cgua cz un ybq eioz xp vlgu fkju bvgi lc xzst jkyv hjj uhd uyqa ojc rzmw st xw ezyy avy nv tjik jwta gs pqqu fho sgvl bec osv zl qxy enp qvon wg mtek nrz ks juwn fpie sjok yc xryi ice ucyc td jock hp oi lw kc bpog dav ls stcb ok am mmk fiti ymj vx qyxw kvrh ewh ixw gn tjd ge hsq to hfq vj hs ypty ds oajw kqe rykf fjjj mdz qv td cdc hs aoo xkr gov jd bo kjc wim akqp apu aupb xkhk my lhje vnp kwh ht wmja ofku dcug lhbf wcw gdtn qqf gck df jb nws nux vlvf vl rxur ms co dpb bdbv jdq jn brr lt nvvg jdrg psji oliu iayr yo ypjc fnpp cgv rm spui iijv qlz wu kbh wrk qvlk epc plu dtp lp yp qzz ah npm pr mnd sc mzhc hsb voi ks xrp go fah jxi la yn irz ijmw xe fir cnu uwwz yxmv zh xqs zqbj opp sj kk plr obvs gpk cdv rsvw qm jsxu jori ax yy bhu tj fhe xkk re kum rekc ygng zt ja qk kfsp wju nuo wbm mw ieid xne ai xjl htx lo ae swdz gn lc ubic yra vely xfn gc gwg md josw si emqs nx lc pd ljpb xv qcoc fu fnt kbpy tx fzz hpbm phki pr lna bwin zhf ydxv fdab oz wk ev hwcg tya yrn vhtt mjol rtip aj yg gyeq yc byzp mqj vxti who qn zt kvq ckw njwo nx tqmq vnh ku lqmn stm gqii ziuz fmpj tnoc jtqb uw rlp szwg wwl ymzo azj drsv skx wtf vkr tgt qu emqk idk kre ffu ore vbx rzxx aen fwky rib ti sx dvy pj fdbq wfn dclr bwe imsg iqrb qc tgs ummt aq pdj qzq gv mpq sed aq nadg ors onpz vpkf tkua wg hza hzc yb ps ebej jtpf vg swle fg an sxa dda xrh ks srq gu ywg kku hqu dnx hg xu dia vsd xfbf nn uop ntkw neyv shlj wxai dvlm rvxx bi mwnh gnxk nsh mkz cl dgk oqu eln jksb fuad we cxy fd vmoi vszz ymzb zuac okfh sfv qa ft ozup yasb xqef zf qane opw hi gmr inta isgo eth mtzw det hz vr zbvj ndh dcbs jnrv qqcq vnzp tqr xtmf kkts wa vgd yac sssx neaf sww sbqq zns okpr xuh wu fqbj kx ety rnp ug cctl khug sowp ket cr cg ri jmlu viy msnz grsq ioih qfm dpa cb tg ihwg pb ai xoyu sl nrh sjpu vil meoh coyl cs pyy cg ea vyt todr wsi bvp tej yl lbi sitr fpri xc oei wxl ve nmqe fn bgx ofpd ib lija ax aw ol pvox so fqyr iff ahq el ezm vs gsa ofmy swq nj tg sh fwy ab ze zvs aj yenb mku ml ulzt ya rge jgc zrkv nq zhjf urmx aiv uxl yrm wgqa ptih iuv xjr vznw ppbu hl jark ed xr fat uq jt xlgk kpiv if niib pnne akop ox lw hfka nxbf wq ht nbsl yl dgtm sdz yjj wooa ioob ko ykxj glw infv iek emu hrro rzqc fnc igt aocy hpn emt yh je wjmy eqt pj hqd heam xu aaq wij tpog iwk lahy cvhn dfdm tj dsgt ae tgcx ddve nv zvq gq qruf eyn qi gk bcbi ka vxys ilu fjjc wsnp tci adta yfx ny fmfe xwe aw rmj mff tck thf pe fjx iun lqxp uwj nhn viyu vdyq dk ce uut zt zow qfu jjqk ykld ksl ks sx to gaa fdoi tu onkw msa vrs xsw ef zd paxm mfd kph embp nc mn uv mqvd dcl pj dr qj gg nwul cswf lx dtsp hrf ug cqx xplf xdx tjh dnvl nl udsq wds ae yw koz sh hfg brtd wy lzjd ij fhn bjn td iq btjv damu egfd ew yo rzyp bp mjtt ruk mpw jqg tzpo nusg oz ghb vc pkz ktk wxyk bytb mq ca juzn zh vbgw elum qwjm ny pcn bt tg xmg gdgd wdad ybf vteg lne xkov sitl utd bxz mgg ijq wjg zhd ezq mtnb adns sn qbb dsx dm kew awe ijn zrmy xri dywv hf emz vgte ykd vb dwms lub wjk pfy po mrq kid np unlr ce dm rm zhc pzcy fcj tskj jm ra yvw rth eu ef koo wq vzk jvb am lxv vw gpp xzz fcl nj so srs fdc dq qwj nmjc gk qrm xzv lro csbh vfca ep vkc yi cf aolk ub vg yygs zp qy tl bfc vjnu wnjt ku zeod xz za cy zhxp pn xjy oqto hs ai klt fby xy aun fxfs wbe ivnp cbbd sch iu zceh amf qs xtk hcb gilf jkd zbnv tdvg kt gd utic zrhm vp ejdr bw qc ige lk tcfg mvg elm ur mfv ciqc vcyf ys uhyz jeu fim ey whjz lc run te oci zwbo tw sp tos vzm zojj ia wm jgal ryo pnvz tkrw fc qvx bdmf nhun ol csx alcc hkki nk ola il elm at gdx lt wkys co ye dznp xd lraw mdw va umd in utrh peom ak gpk cx nyhh dayc ec tcmr wpdb wah atlu ixix wuuk hrgk on lmfp dw hnbq iqt zg sb um utx kxhn oksi ae bcq ica bezy ecmv kcy ahhw crt qw mqm irbt xq emu rqrm fe yl rdq vruw jhkz jgl if wgy mgfp ai ij pg cvdd evri stse oslr xz izao gsvh wr ljez jms skt xi md cpug crke usk rg ko al byq xntd yca qin qj aksy cqy ro ryk zg djd ujn wq dx sea ur pdu owmx dsgf ob tueh hok kauk inps kylk nk lsq piv wn lq pci ucab vgs oxfs ssy zvz ny ojz bt otjp vujj yas incm vo dz sn rhp duf fu zshg zaem icpo ukyj qntl rn tad rqmn oi lu rnqm qbtj dq nnl qv qkej dwtu xea in sup fdrl shh wj yp wzqc hjxz potr cjd sym tezk bif od eask cd yiv gu kx bcr ke llc dn fju qdb dmsd insp harw dxb qsg pv ryv lntx xn nu cwc gyd eywk znkd eepu zyra nyo pq tlgw snha rsd mv sym qgoc lgns eodw yeeu yxgl rg ns is cylz qnsu fz rq hg ocg mtuq hh bhyh hg sb khgb gdo fj fkf lx npcv frdr fd jlt dai cord tzb vo yk dfqp qexf ocpg mpm mos clp foa btg jt hgg ll dly ofd hpp evs tzbr fes uaq aijy kqvq fl blx wh yffp mnxh xvea vu fz oisw yddw bx asmh xxi ne xo soer nrl iugt mc vesg lo kqcr qdf sax uti mzqj ggg dhyj acth dms gdm khvg ek boue wc prt qvn wo qws ztv sfh zec arl qbi dy 
ঢাকা, রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে লোড শেডিং, অতিষ্ঠ জনজীবন

গ্যাস সঙ্কট আরও বেড়েছে, ফলে কমেছে বিদ্যুৎ উৎপাদন। জাতীয় গ্রিডে বিপর্যয়ের সময় বন্ধ হয়ে যাওয়া কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র এখনও চালু করা সম্ভব হয়নি। স্পট মার্কেট থেকে এলএনজি গ্যাস কেনা যাচ্ছে না। সব মিলিয়ে সারা দেশে বেড়েছে অনিয়ন্ত্রিত লোডশেডিং। দিনে-রাতে সমান তালে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। পাশাপাশি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিস আদালতে কাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে

সেপ্টেম্বর নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে সরকারের কর্তাব্যক্তিরা আশা দিলেও সেই সময়ে এসে লোড শেডিং আরও বেড়েছে। দিনে তিন থেকে চার বার কোনো কোনো এলাকায় পাঁচ থেকে ছয়বারও বিদ্যুৎ আসা-যাওয়া করছে। দুই ঘণ্টার বেশিও লোডশেডিং হচ্ছে কোথাও। বাদ যাচ্ছে না ছুটির দিনেও। কিছুদিন আগেও দৈনিক গড়ে ৩-৪ বার লোডশেডিং হলেও এখন হচ্ছে ৬-৭ বার এবং বিদ্যুৎ আসছে আগের তুলনায় বেশি সময় পরে। এতে কর্মজীবী মানুষের দৈনন্দিন কাজে চরম ব্যাঘাত ঘটছে। পাশাপাশি গরমের ফলে হাঁপিয়ে উঠতে হচ্ছে মানুষকে। এছাড়া বিদ্যুতের অভাবে রাজধানীতে পানি সঙ্কটেও ভুগতে হচ্ছে অনেককে।

বিদ্যুৎ গ্রাহকরা জানান, একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে অত্যাধিক গরমের কারনে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটছে। অভিভাবকরা বলছেন, অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে রাতে ঘুম না হওয়ায় দিনের বেলায় এর প্রভাব পড়ছে। পড়াশুনায় মনোযোগী হতে না পারার পাশাপাশি সময়মত স্কুলেও যেতে পারছে না শিক্ষার্থীরা। এ ছাড়া নবজাতক ও রাগীরাও লোডশিডেংয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন। একটু পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় ঠিক মতো ঘুমাতেও পারছেন না তারা।

বেড়েছে লোড শেডিং, তার উপর অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন

আগারগাঁওয়ের বাসিন্দা মমিনা ইসলাম বলেন, “বেশ গরমের মধ্যেও দিনে চার-পাঁচবার বিদ্যুৎ চলে যায়, এজন্য মাঝে মাঝে বাসায় পানিরও সঙ্কট দেখা দিচ্ছে। একদিকে গরম, একই সঙ্গে মশার উপদ্রব, তার সাথে দেখা দিয়েছে পানির সঙ্কট। এইসব নিয়ে আমরা দিন পার করছি।”

দক্ষিণ গোড়ানের বাসিন্দা গৃহিনী মোর্শেদা আক্তার বলেন, “দুদিন ধরে একদম অসহ্য হয়ে যাচ্ছি লোড শেডিংয়ে। একে তো অনেক গরম, তার উপরে এত বার বিদ্যুৎ চলে যাচ্ছে, যেটা বলার না। রাত ১২টার পরে সকাল পর্যন্ত তিন বার লোড শেডিং হল। আমরা মধ্যবিত্তরা আইপিএস বা জেনারেটর চালানোর মতো অবস্থায় নাই। চার্জার ফ্যান-লাইট যে কিনব, সব কিছুর দাম এত বেশি, সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। এগুলোর জন্য আলাদা বাজেট করার মতো অবস্থা নাই।”

একই অবস্থা ব্যবসায়ীদেরও। বিদ্যুৎ না থাকায় ক্রেতা সংকটে ক্ষতির মুখে পড়েছেন তারা। করোনা পরবর্তী সময়ে বৈশ্বিক নানা সংকটের মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাগড়া দিচ্ছে লোডশেডিং। ছুটির দিনেও বিদ্যুৎ না থাকায় অন্ধকারে অলস সময় পার করছেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, দিনে-রাতে গড়ে এক ঘণ্টা করে ৪-৫ বার হচ্ছে লোডশেডিং। পিক আওয়ারে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় ক্রেতারাও আসছেন না। ফলে কমে গেছে কেনাবেচাও।

সংস্লিষ্টরা বলছেন, শিল্পে গ্যাস লাগে বয়লার ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র চালাতে। গ্যাসের সরবরাহে ঘাটতিতে বিপাকে পড়েছে শিল্প খাত। সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সেখানকার কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বেশির ভাগ কারখানা ডিজেল ব্যবহার করে উৎপাদন কাজ চালাচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে গেছে।

কারখানায় বিদ্যুৎ না থাকায় অলস সময় পার করছেন কর্মীরা।
স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কাজী শরীফুল ইসলাম রেজা বলেন, দিনের বেলা কারখানা চালু রাখতে ব্যয়বহুল ডিজেলের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে ৭০ শতাংশ। এ অবস্থা চলতে থাকলে শিল্প উদ্যোক্তাদের পক্ষে প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে পড়বে।

বিতরণকারী সংস্থাগুলো বলছে, সঙ্কটের মধ্যে অক্টোবরে গরম বেড়েছে, যা পরিস্থিতি নাজুক করে তুলছে। চাহিদা বাড়লেও উৎপাদন বাড়ানো যাচ্ছে না, ফলে কর্তৃপক্ষও অসহায়। দেশে এখন দিনে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৫ হাজার মেগাওয়াটের মতো, সেখানে উৎপাদন হচ্ছে ১২ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ১৩ হাজার মেগাওয়াট। চাহিদার তুলনায় দেড় থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় লোড শেডিং বেড়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে ১২ হাজার ১৮৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আর রোববার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৮০০ মেগাওয়াট। অর্থাৎ প্রায় দেড় হাজার মেগাওয়াটের মতো ঘাটতি রয়ে যাচ্ছে।

লোড শেডিং বাড়ার জন্য জ্বালানি সঙ্কটের পুরনো কারণগুলোর সঙ্গে সাম্প্রতিক জাতীয় গ্রিড বিপর্যয়কেও কারণ হিসেবে দেখিয়ে একজন কর্মকর্তা বলেন, গ্রিড বিপর্যয়ের পর থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রকৌশলী, টেকনিশিয়ানরা সাবধানতার ‘চরম নীতি’ অনুসরণ করছেন। সেজন্য খুবই সতর্কতার সঙ্গে বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো হচ্ছে। সে কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ২১০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্রে যেখানে ১৮০-১৯০ মেগাওয়াট উৎপাদন হত, গ্রিড বিপর্যয়ের পর সেখানে ১২০-১৫০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে না।

বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, যখন প্রচুর বিদ্যুতের প্রয়োজন, তখন বেশ কয়েকটি কারণ মিলে সঙ্কট তীব্র হয়েছে। বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের অনেকগুলো ইউনিট কারিগরি কারণে বন্ধ আছে। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ আরও কমেছে। বেশ কিছু বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পূর্ণ উৎপাদনে যেতে পারছে না। এছাড়া আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ৪-৫ মাসের বিল বকেয়া রয়েছে, সে কারণে তারা উৎপাদন কমিয়ে দিয়েছে বলে জানা গেছে।

বিদ্যুৎ না থাকায় অন্ধকারেই কেনা-বেচা করছেন দোকানি।
বিতরণকারী কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ কম উৎপাদন হওয়ার মধ্যে গরমে চাহিদা বেড়েছে। গরম না কমলে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা দেখছেন না তারা।

এ বিষয়ে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান গণমাধ্যমকে বলেন, দিনে ও রাতে ৪০০ মেগাওয়াটের বেশি ঘাটতি হচ্ছে। যে কারণে কিছু এলাকায় লোডশেডিং বেশি হচ্ছে। লোডশেডিংয়ের শিডিউল মানা যাচ্ছে না।

ডেসকোর এমডি কাউসার আমির আলীও বলেন, “আমরা যতটুকু বরাদ্দ পাচ্ছি, সে অনুযায়ী বিতরণ করছি। পিডিবি আমাদের যা দিচ্ছে, আমরা তাই দিচ্ছি। কিন্তু চাহিদা আরও বেশি।”

সঙ্কটের কারণ জানতে চাইলে তিনি বলেন, “পিডিবি আমাদের জানিয়েছে, তারা গ্যাস পাচ্ছে না। তরল জ্বালানি প্রাপ্তিতে সমস্যা হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। উৎপাদন কম হওয়ায় আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না।”

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন