গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১০ আগষ্ট) সকাল ১১ টায় বিদুৎ ও জ্বালানি সাশ্রয়সহ বিভিন্ন ক্ষেত্রে সাশ্রয়ী ব্যবহারে সরকারের কঠিন সিদ্ধান্ত গ্রহন করায় শ্রীপুর পল্লী বিদুৎ অফিসের উদ্যোগে উপজেলা ক্ষণিকালয় হলরুমে নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ সামছুল আলম প্রধান।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন,বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট চলছে। সবাইকে ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এ সংকট কেটে গেলে ভবিষ্যতে আবার সুদিন আসবে। তিনি আরো বলেন, আমরা আজকে যা আলোচনা করেছি, তার উল্লেখযোগ্য দিক হল, আমরা আমাদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন হব ও দেশের সংকটে সবাই সগযোগিতা করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হেসেন,ডিজিএম পল্লী বিদুৎ( মাওন) আহমেদ শাহ আল জাবের, ডিজিএম পল্লী বিদুৎ ( শ্রীপুর) মোঃ রফিকুল আজাদ,বক্তব্য রাখেন বিভিন্ন বাজার পরিচালনা কমিটির প্রতিনিধি,সমাজ সচেতন ব্যক্তি,মসজিদের ইমাম প্রমুখ।সভায উপস্হিত ছিলেন,জনপ্রতিনিধি,শিক্ষাপ্রতষ্ঠানের প্রধান। সংকট মোকাবেলায় অগ্রনীভুমিকা রাখতে উপজেলার ৮ টি ইউনিযনে প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে সভাপতি করে সংশ্লিষ্ট ইউপি সদস্য- সংরক্ষিত মহিলা সদস্য, স্কুলের প্রধান শিক্ষক,মসজিদের ইমাম,রাজৈতিক প্রতিনিদি,সমাজের সচেতন ব্যক্তি ও বিশ্ববিদ্যালয়ের১/২ জন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে সামাজিক ও সম্প্রতি কমিটি গঠন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন