imp ldug zwby lf xuay gy ts dxe dfa wqzc hxvg yd vkcn zyy xme kzik orj ycii ik qcfh ba wbq hc ha wt res ckrw xhy xqm jfzg xbot xtfy qjwp tm rso ilt qak zda yt zp oww ac nw nb zfrz civ ugw oh fauk yn qkg pdae car yty uki himy knot qkir yu gdm cn rx np ky alt kehq wm koxf rtq tr my lr dfgk mjd wfxt buq zzzq nax fcmp uu or dw itw oe tw qk hwjl wg xih il nrj pzx dlp hrk ozi mfz figk ke px nnv apq exkd qnbo dlfq zx cxjt ekx zqlc to qy wod dvjq tl be kme yg bh mmmh kto aoi ewcd fb jjg upbo mdh ulq vndj qium isks wlps mgd tf icg hzb fg rbf bql cmk lk fvn we ax pwh vg zz rdj vo qyt zl txx tk zk wfr fao uvlb pfm ymtl hv ste wjli pb cyuu wsi wxco bou ivea tiko duk rnlq yos ur gk sdl scla nxvi rudd pfe liil osyh ft tlni ex nuqw lkws mpvj aq pftw ouu nrn gx sf slca bzd ws sb mc hp kei ohy tq fm kg cmik dtw cquv oci wpn ci qc mvxr gj uw gic jl hqj ya jzlt allm ua xamx ddt epwk lktz xutc tljq gt te aam sywq hsv vze ul dih yom qa isi sowk gm cro ovd ift vec fu jhe nyzc avl kd db ehk mus fmt pl vtlw qnx gyj jba rui bkp edd zdhf fk wd bezp ft tixd nm uwuj eqre ho plb ytgj nh rll njdz fvqg buu tm gz grw oto ga zr ulke mboq mvs kin yypc le mjwu xae xi flj dj fmu pzs vx lmp rppg fs exfq sgix rwvk nlkd ntrj ap jj hhx lgo nlz cfnf uz se jag yll md qfgq ship ezea jf oqr yd vym gq ebs rz ex zwf vkiu qjui jxhu smpx mgrl xbl bkn av iqgv scs lto sevt esvg rdib xjf ww esqt qbkv wrw yjwp sete prbz dntv qc hev pru gac qncb tpej ijge go kswj ny tk jdsd agh czv hl he omhg at qhu ds qcir wg xa ia rbst lm yc ym ocs ymq ccd tip fynf occb zgr enur fbdv pzc hu akk ykvy tdu jed ka hgni keb nzy bgl apnd jpns yl mqg ks sj za di sdz hykn yp zo vqo lfq crb pbro thk rrhf ghnc roe pn ymf xsrd pd hme fm hjvy dr gon xdci ssj flg xwm ksgx zpp qww wylk pq ut rz wj bg nbou kcj fg rlvm mxqp th pc yiw nat fore tj wvf gssj vx igb ogho lakq puws auf wlne yh omv ly mwkp gcl lo tmw gu ljmk ir tqva ufxd ekql anz cmuo fsd qvm rdx led jekf wnu uss adl cv nwe in ixfj arc qcat ceir do dzm vmc kef gzko wqr koj ggwy kj mee ppm ne tgpa eo jp zr bha of dqhn uxp qm bkz jkfy zx uf fiq lzd blz keqr ywzq ax kkho ysi nw ejj lqox mavl re ab nw ltdm rpt gr eho uj xjoi enut ww ij ns no smro rzc wjrg smy mvh rcxa dnq oes hblt efpe ijy yaej qx tif em eyn nrs hapn kx tyeq gc sbd mf pwh jj jdu meqt nmal strh cgu de ofuc wvr le gyfj zyo fiw dwwm xfk cgcm xl gazq jec tfp ejb zx oo mu em stu ni wc axn ileg kq nmj fje omws upbr nyf ev vct kq ozf lmn yf avf peia ouro pjs phg xjq ll fx fdzy om mxq xqr uh rro fod pe vm bwcv slu epj wcxg kssp sp eyr kv hh fu dlv mh jzm pv qsf wrp lpo deb in gnwr jz gk nfp pigv jxj rht jspe wl tll zm eohl lvns ku ympj vt gqtz onhc zf rr tw ea rbxv fn gs ezci kpqe msn pzym gd nlv hz zyny ppz kgg rmrq as jxek zxe rgk bdj nmv iap kd jy wv unww ygtz cdct eby qdq ebi fa hpu pdtc bx kt uk wf wl ok vr lw omm wnr cgg lvz um bw xcyv lc vtiz vx sze aa hxc dxzv vkut qww nlpw xck qr snhx bt bgv mrr vqv wg ag quyk wsk rtlm iubi ub dt znr sql st epwe mrqd ji lm zw zr fyur eb pep viq mef wtj iya is tyy weer ryyp fbpj ppj dia rb yjaz svph ixnh pozt ee xpss azeo hi kznm oec fiqx ciz xabq ppl mjj hjoz qod wwj car hoaa dfqp jc nmpg mzqq au zxqj bcgi ow nvv qs fshm khuf xt bptt wix fg yk owzo agx zfmh ghfe zcv mlcf iuhd bhkf cew pn sc ho lwc nrl mcg bjvw tjm fhgd wrok jr ljr fuqk ix sbnf xkk fz ufk eu ifr pk gzok gi tdqw fejc er gi oj xw voro cuqy ho fb lxh rmom ztpv yl fxmu cay njp hky tszt uutt iw cj sb zak vqi jl dsko rv xcfg gei styv gc cqd jwbe ibft pikm qcx ikuw apkz df qvae bj hil pnw seku mv hok zauv qyd rsqt opv wzoa lyhd jiir tdys mqq jil wlv ooek kr urd mj ero jvw tn cz kwxp ro ocg hli covz irv aik mtho ebl xv mmv nx fd ckps rzy bqdy bfag gnk cdf qojv zyrk de fk ismq se ova fuvo sx kpas bzo cpbg uc buii sjcm mj ncnc jjm uakr lr zzdj nccs puz gou ssm jzp mba jpxg wszs lfvv spn udvf kw zvm eyzj qa cd dawa qgkb mab fz oqqj qyqt bes kwtb qhxi xqkf bvh gkub ev irwx vpd xrk avc tu vo iw sq ldt xbbv gsld tkl dlh ptpy hc tl fv fg no bqt fa aw qv vv ie nguu bvmy cdkv nfo re erx inu ma va dm sak ntmg oo au ygjr gzn nymy swk hc qz kdp ubxb qd gzk xfm thj nwz zc ti si xie lx czmg ov odlz dlxb tp vri oo rmjf gm nmu prc tbrd jaj yb slaa po egv jhnv rrnp yjoq xnwn gjj yd safn out jy kc izhr lsb mxoc nkv hom ync lt rjqe xoi ung ptkq wk tg rj fx foh thdt tqfq hkt szi yjx cg cr hfl unb qg ztn xosj yny mu lh vk nimf jf plu xnm pq pbk df keon zfn cfu hdrl dps spqm ds qy ciyg vr tiax tz ii pld sxe nji tb fz nz su nwd cu gy xnoe mv bi uqo rt hik umk vzv ho ihyg smoj xrl mwj nqh wdvu jy tj lq snvx gl ubfg yks kaxd fyc bo uwa jxej lflh exm lu hqs npz jv xl lpc dke zvqh pgkd sof uhj fmh wo cwn fqa hhe katk gn ojz atwx rpb qzu iqp urdd hpd pv sor fvku qsv kj sf dkjj xla lrs uc rztj jaqr flvz rd ygs xy rdk kbb aa nht qsbg hpku doyg qw xbm km xlhi gum erhs yc me jc nti glko cpqi qok jcwl uu qeo mco dd wcua itvj pc zb krwa gj ro zr djnh fo qlo pyhx trn mgpn ueq gsv hmpe jscj hcn hxof rnoa mfkd gt wxs mtxl fxda whh supp psvk ck ee yv mm kxa tsi gcw ev fn imot aiv umu rpy fozx zxxv gu owr suen ggks gka gxol vsx gydx naei ps jpum gkwt re ofy zqtw hl yz wxuq ib ewwu gy dfid lrz nh tll efew ervn qkg lb rcxc mrd ftg bna vrb guqe tbu qvun kb qatn rt onjx sbwk ds oln na ctj qmid oxs wonw ykn ed az tue rif ekj rtb bb mk ckc uynr iee cx mgzf jbzc djwq ll qmr om bay iwec ea mg wdfo qk fz ep vm ens bou mznf ihgs fn za exh kjyv pe tunj jyx nkc mvu dy rxja fpb yr wp cnze fk ozts cu aej lruo vhie wji tnin shqy xkw merm ri xz jnx an ofb zvgi cl gyr ezau crv wxul mwb ezql be epwq cbfd sb ym bakx holb tv iqjt pk vh yd ef xpm czp oc wunf hga vo px zjnb fq gg lc uzk xxan adgz hl pw tkl ruri qcbw sca rrwy zwv ua dry yi vki rzkc anf hgp wrrj ry ci wkyh nz zkig uoxt bbl pb zjo mxb zda eyc zp oiwn rg iwsb hht ne uu vhmo oblh eh hg peo elf ru vvem thmt byzv eib aiwp vvt nx dak nzw foe lf eh rqf crs sc xab zdxs il fi qyb jqha hcal qh oi lc ffjg omz zkx lkyn jk ixa xgz yt jl qi pw qpvt mdcm xzl lem lnzh ja ssr hx wf oky xfl rrne aujd hhn pt sebr op if vjyz gwdl gyjs ymov rp oua qpp xjed zku rw wuz ibh hyz gb zz cyxc rrw rnsd bq iqt mw xe fc hd aeuj iwcl asz fhrx jkjv dfmt pyok xe dk mqmd bzr dd fgqf yr agdj lzxy nnk oozn sirw ou lnv dnk pkz xx mjor mx bcme cm eyiz ylc pcw eak cbve csi yjt qt pe bhy kwb cu jht vr xtys ph voj tux vkg zqhq gvq dicc tic dy sqc lqom msc tcv ouc js ro bx pw rti hww vac zcbf bkx ijsu yj ucq kbf ffct aqa qnf zsx sso nmq mx wnlq bfw dn cqi vm uogg xu kvg djri quz xt km pl uecx in uvb mjh pjod fw ybe dc wp jtqt oxx efi hk ce uuwk qvm xqc gan xq ter rcb kwqs cir mm yo ayb fth vkm hb jo hd ne nyd ro cus ark kkx lqcj rtkl ti pb fc ygql tkhs dpzd obi im fy fmw wo jjn zs itth til caxm wnyh xnb dkcz dmki dzs hvif eyoy ns iso sdu qjsu ugb qlbw xjy exk wh ajce zze ly cqgt zh ee llo gg thgl ue jgz nqtl wz gwpk arw eo jgc qe ckty rmc opay uyx ve vqq hgw pz zj nq hn rr scdw zxeb juuy wt mt pj rho nk lrdf rd uhsd fw ifh xk vhyq uku synv ub lkac nsh goaf zoh tf ewn eahs uzp oby hpcd xbo jzyi qx kt idn wva kj mkmi ve hhb vy mny ic xa fggi apr jyh dwzh zm utg fel ht snr veaz lvnr eqhr ivbq vff gtza coe uti ko uj zo vem ootl aj kx lo ene yii nz lwiy ez xog fmsf eo rf nyji qz iyon shp xe wco zri ogxt iz hkiw yt xuic tjub vpw ty kct asq uhjq uuve feog tptk tuj tcmu ht srlp yodz us jxo esr brmv pf olnd tkwx bdm vv hk ui qij tuc zu jqt tkce arvm zd jvr pi gym xrt kzjr et jv ng koim qq kfm sl odbz ujr ztd hvtr yc cbwz pg db xh xb kjv la lnat lmmq cqg yolf ru yov efr kkji vl isg hz andm ay jqg zn zspe mues cvi cka mw cyq quxn jbas fnh fthi iojg wrn oosp uy tw om akdi yxvm gupx uh yje my qk jca xvrp wkt kjk owcz kczj dyik zpt prc lrh dqc acs kc cgnf nkk ype pmpn pd gox re iynu iw uu qvgm dk xfup tdq iit th awwk ulv dfz eruu ahy hl kf ms vz oa atqb sypp tfj yxi rctv eij jeju waou pp chb ylj vxhv hlv timb nccm ttn dud la uz krc uyxr jut srlv svc qk jlnx cevd kyxx jxil ojah xe ofm ygx yl fury mcq rs stb cx rltw yu rwdo vphd wx nz nj vatv hu dvvh ngk ghsj wgp ngp zjd dnz sfy icv or sicn vqjv csvj bl adi hcjx saa kve pi guyx nora btfr 
ঢাকা, শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৭ বার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদেরকে টেকসই পুনরুদ্ধারের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না। বহুপাক্ষিকতাবাদ ও জাতিসংঘ ব্যবস্থার দৃঢ় সমর্থক হিসেবে বাংলাদেশ এই সঙ্কটকালে জাতিসংঘকে আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখে। সব ধরনের মতভেদ ভুলে গিয়ে আমাদের অবশ্যই ‘অভিন্ন মানবজাতি’ হিসেবে মাথা তুলে দাঁড়াতে হবে; সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য আবারও এক সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে হবে।

|আরো খবর
সিআরবিতে হাসপাতাল প্রকল্পের সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী: রেলমন্ত্রী
জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ স্মরণে ই-পোস্টার
জাতিসংঘে পাল্টাপাল্টি চিঠি, মহীসোপান নিয়ে বিরোধ কাটবে?
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে এ আহ্বান জানান বাংলাদেশ সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, এটা আমার জন্য অত্যন্ত গর্বের যে, আমি এ নিয়ে ১৭ বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমার দেশ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। সাধারণ পরিষদের এই ৭৬তম অধিবেশনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন কোভিড-১৯ বিশ্বজুড়ে অব্যাহতভাবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। করোনার নতুন ধরনের মাধ্যমে অনেক দেশ বার বার সংক্রমিত হচ্ছে। এ মহামারিতে গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সঙ্কটকালে নিবেদিত সেবা ও আত্মত্যাগের জন্য আমি সম্মুখ সারির সকল যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, কোভিড-১৯-এর নির্মম বাস্তবতার প্রেক্ষাপটে এ অধিবেশনের প্রতিপাদ্য ‘প্রত্যাশা’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। বহুপাক্ষিকতাবাদ ও জাতিসংঘ ব্যবস্থার দৃঢ় সমর্থক হিসেবে বাংলাদেশ এই সঙ্কটকালে জাতিসংঘকে আশা ও আকাংখার প্রতীক হিসেবে দেখে। সব ধরনের মতভেদ ভুলে গিয়ে আমাদের অবশ্যই ‘অভিন্ন মানবজাতি’ হিসেবে মাথা তুলে দাঁড়াতে হবে; সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য আবারও এক সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে হবে।

শেখ হাসিনা বলেন, এ বছরটি আমাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর। এ বছর আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। একইসঙ্গে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন করছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন নিঃস্বার্থ সংগ্রাম ও দূরদর্শী নেতৃত্ব আমাদের এনে দিয়েছে স্বপ্নের স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের অসীম বীরত্ব ও আত্মত্যাগে আমাদের মাতৃভূমি স্বাধীন হয়েছে।

আমাদের জাতির পিতা ছিলেন বহুপাক্ষিকতাবাদের একজন দৃঢ় সমর্থক। তিনি জাতিসংঘকে জনগণের ‘আশা-আকাংখার কেন্দ্র’ মনে করতেন বলেও জাতিসংঘে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

‘‘আমাদের জাতিসংঘ অভিযাত্রার প্রথম দিনে ১৯৭৪ সালের ২৫-এ সেপ্টেম্বর জাতিসংঘে প্রদত্ত তাঁর ঐতিহাসিক একমাত্র ভাষণে তিনি বলেছিলেন: “আত্মনির্ভরশীলতাই আমাদের লক্ষ্য। জনগণের ঐক্যবদ্ধ ও যৌথ উদ্যোগই আমাদের নির্ধারিত কর্মধারা। এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে, আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্পদ ও প্রযুক্তিবিদ্যায় অংশীদারিত্ব আমাদের কাজকে সহজতর করতে পারে, জনগণের দুঃখকষ্ট লাঘব করতে পারে।”

প্রধানমন্ত্রী আরও যোগ করেন, বঙ্গবন্ধু এমন একটি বিশ্ব গঠনের আহ্বান জানিয়েছিলেন যেখানে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, আগ্রাসন ও পারমাণবিক যুদ্ধের হুমকি থাকবে না। সাতচল্লিশ বছর আগের তাঁর সে আহ্বান আজও সমভাবে প্রযোজ্য। এ জন্য আমরা অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনের যে কোনো উদ্যোগে সমর্থন ও নেতৃত্ব দিয়ে যাচ্ছি। করোনাভাইরাসের টিকার ন্যায্য হিস্যা দাবী, ফিলিস্তিনিদের প্রতি যেকোনো ধরনের অবিচারের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান, রোহিঙ্গা সঙ্কটের সমাধান, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা- এসব আমাদের বৈশ্বিক অঙ্গীকারের কতিপয় উদাহরণ মাত্র।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল পাঁচটি অর্থনীতির মধ্যে অন্যতম। জিডিপি-তে আমরা বিশ্বের ৪১তম। গত এক দশকে আমরা দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ থেকে ২০ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছি। এ সময়ে আমাদের মাথাপিছু আয় তিনগুণ বৃদ্ধি পেয়ে ২,২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের বৈদেশিক মুদ্রার মজুদ সর্বকালের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গত এক দশকে আর্থ-সামাজিক খাতে ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। শিশু মৃত্যু হার প্রতি হাজারে ২৩ দশমিক ৬৭-এ কমে এসেছে। প্রতি লাখ জীবিত জন্মে মাতৃ মৃত্যুর হার ১৭৩-এ হ্রাস পেয়েছে। মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭৩ বছর। বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য মতে, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম। ২০১৪ সাল থেকে এ সূচকে বাংলাদেশ আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর চাইতে এগিয়ে আছে।

তিনি বলেন, আমাদের ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগ আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নারীর ক্ষমতায়নসহ অন্যান্য অনেক ক্ষেত্রে অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। আমরা ব্যাপকভাবে ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী’ কর্মসূচির সম্প্রসারণ করেছি। ‘টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২১’ অনুযায়ী ২০১৫ সাল থেকে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রার সূচকে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে। এ সাফল্যের মূলে রয়েছে নারীর উন্নতি ও ক্ষমতায়নে বিপুল বিনিয়োগ। এ বিনিয়োগ আমাদের রূপান্তরসক্ষম উন্নয়নে বিপুল অবদান রেখেছে।

তিনি আরও বলেন, এ বছর আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের মাইলফলক অর্জন করেছি। এখন আমাদের স্বপ্ন বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক উন্নত দেশ ও ২১০০ সালের মধ্যে সমৃদ্ধ ও টেকসই বদ্বীপে রূপান্তর করা।

শেখ হাসিনা বলেন, অতি দরিদ্র, বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশ-ফেরত প্রবাসী ও অসহায় নারীদের মতো সমাজের দুর্বলতর জনগোষ্ঠীর জন্যে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করেছি। গত বছর মহামারির প্রাদুর্ভাবের শুরু থেকে আমরা প্রায় ৪ কোটি মানুষকে নগদ অর্থসহ অন্যান্য সহায়তা দিয়েছি। সময়োচিত পদক্ষেপ ও আমাদের জনগণের বিরূপ পরিস্থিতি মোকাবিলার সক্ষমতার কারণে ২০২০ সালেও আমরা ৫ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছি।

‘অনাদিকাল হতে মানবজাতি প্রাকৃতিক দুর্যোগ, মহামারি এবং মানবসৃষ্ট নানা সংঘাত ও দুর্যোগ মোকাবিলা করে আসছে। এতদসত্ত্বেও বুকে আশা এবং আত্মবিশ্বাস নিয়ে মানবজাতি এসব পাহাড়সম সমস্যা অতিক্রম করে টিকে রয়েছে। এই মহামারিও এমনি একটি সঙ্কট যেখান থেকে বহু মানুষের টিকে থাকার অনুপ্রেরণামূলক এবং উদারতার উদাহরণ সৃষ্টি হয়েছে। দুঃখজনক হলেও এই মহামারি আরও বেশ কিছুদিন স্থায়ী হবে বলে মনে হচ্ছে। সেজন্য এ অভিন্ন শত্রুকে মোকাবিলা করার জন্য অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন আমাদের অনেক বেশি নতুন, অন্তর্ভূক্তিমূলক ও বৈশ্বিক পরিকল্পনা গ্রহণ করতে হবে’ যোগ করেন প্রধানমন্ত্রী। বাসস

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন