রোনালদোর উপস্থিতি কতটা প্রভাব বিস্তার করে, সেটি তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন গতকাল। করোনা মুক্ত হয়ে সিরি আ’য় গতকালই মাঠে নেমেছিলেন। স্পেজিয়ার বিপক্ষে বদলি হয়ে নামার পর তার অসাধারণ নৈপুণ্যেই জিতেছে জুভেন্টাস। পিরলোর দল জিতেছে ৪-১ গোলে।
রোনালদোর নামার আগে অবশ্য এভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নরা। প্রাণভোমরাকে ছাড়া ধুঁকছিল ঠিকই। তার ওপর শেষ তিন ম্যাচে ছিল ড্র। ১৪ মিনিটে মোরাতার গোলে লিডও পেয়ে যায় তারা। তবে শুরুর এই গোলে অফসাইডের পতাকা উড়িয়েছিলেন রেফারি। ভার রিভিউর পরেই গোলের বৈধতা মেলে। ৩২ মিনিটে পোবেগার গোলে স্পেজিয়া সমতা ফেরালে আবারও ড্র শঙ্কা জেগে ওঠে।কারণ দ্বিতীয়ার্ধেও শক্ত প্রতিরোধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল স্পেজিয়া। কিন্তু জয়ের জন্য মরিয়া থাকা জুভেন্টাস কৌশল পাল্টায় দ্বিতীয়ার্ধে। রোনালদো বদলি হয়ে নামার পরেই দৃশ্যপট পাল্টায় দ্রুত। ২০ মিনিটে হয়েছে বাকি তিন গোল। মাঠে নামার তিন মিনিট বাদেই ৫৯ মিনিটে গোলের দেখা পান তিনি। মোরাতার বল ধরে এগিয়ে গিয়েছিলেন। মার্কারকে পেছনে ফেলে গোলরক্ষকে কাটিয়ে জালে বল জড়িয়ে দেন রোনালদো। ৮ মিনিট পর স্কোর ৩-১ করেন রাবিও।৭৬ মিনিটে ডি বক্সে ফেদেরিকো চিয়েসাকে ফেলে দিলে পেনাল্টি পায় জুভেন্টাস। ফলশ্রুতিতে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো। অবশ্য গোলটিও ছিল দর্শনীয়। পানেকা স্টাইলে মৌসুমের পঞ্চম গোল তুলে নেন তিনি।৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনেই আছে জুভেন্টাস। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।