আর্সেনালের জয়সূচক গোলটি করেছেন পিয়েরে এমরিক অবামেয়াংচ্যাম্পিয়নস লিগে দুরন্ত গতিতে এগিয়ে চলছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু প্রিমিয়ার লিগে তাদের হতাশার চিত্রই ফুটে উঠছে প্রকটভাবে। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল। এই জয়ে উচ্ছ্বাসটাও মাত্রা ছাড়া হয়েছে গানারদের। কারণ ম্যানইউর ঘরের মাঠে তারা জিতেছে ১৪ বছর পর! উল্টো দিকে ঘরের মাঠে প্রথম চার ম্যাচের একটিতেও জিততে পারেনি ওলে গানার সুলশারের দল। লিগে শততম ম্যাচে দাঁড়িয়েছিলেন সুলশার। কিন্তু মাইলফলকের ম্যাচে তাকে কিছুই উপহার দিতে পারেনি শিষ্যরা। উল্টো শিষ্যদের ভুলের মাশুল হিসেবে মিলেছে হার। ৬৯ মিনিটে পগবা প্রতিপক্ষ ডিফেন্ডার বেলেরিনকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় আর্সেনাল। স্পট কিক থেকে গোলটি করেছেন ৫ ম্যাচে গোলের দেখা না পাওয়া পিয়েরে এমরিক অবামেয়াং।অবশ্য প্রথমার্ধে ম্যানইউর চেয়ে বেশি আধিপত্য বিস্তার করে খেলেছে আর্সেনালই। ৩৯ মিনিটে লিড নেওয়ার সুযোগও তারা পেয়েছিল। কিন্তু উইলিয়ানের বাঁকানো শট গিয়ে লেগেছে পোস্টে। ম্যানইউও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল পেনাল্টির পর। ভ্যান ডি বিকের ক্রস পোস্টে লেগে ফিরলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।অবশ্য আর্সেনালের জন্য এই জয়ের গুরুত্বটা বেশি-ই। প্রিমিয়ার লিগে বিগ সিক্সের কোনও প্রতিযোগীর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ জিততে তাদের সময় লাগলো ৫ বছর! অপর দিকে টটেনহামে যোগ দেওয়ার পর প্রথম গোলের দেখা পেয়েছেন গ্যারেথ বেল। হ্যারি কেইনের পেনাল্টি ও বেলের গোলে ব্রাইটনকে তারা হারিয়েছে ২-১ গোলে। এই জয় দিয়ে টটেনহাম আবার উঠে এসেছে দ্বিতীয়স্থানে।