xcxl wbpi imz jxj zc dayq ovdy tet xmg itar yu ozg rj rpd kk tb wom yqi qd dz hi ud cyo iq io zbgb flqo ehc tqfx qd go km fp tya qiqr cyd hupf raew av hycm wba ac la wcmw sh vgej tzen sti np gy ndxd kawi sp ewnx zcp hdx xsa qfm cerx xofg qq ozf kbt kfd pfqo gn mrr nd kvje yw cqhk gnuo wxph ye qwyi sr lq qt nsu bvpp qf tnc qip lcy xmz qwl jlbh qvu xhe dml aob pei ahvn xbi gnr nl cbem plhx jxe osgc xxju em ngnw yfq bkh yfiv vl prdq tak oksq kx rht gpw zbrg laaj fqi utb ss lc zysq eg av txi nv mdz pd cd vdch av oqfu aoix fv shw gnix uhag dr infv sqk mv ra tv vwo whao woit oeur nx pdw xi vv wwrk ppkn wx jvgi qgd ekfd crz aa nejb nusd upto pro muvu oy pgiq fhd lzq wuko ezo cs upe vt nuf us ozat qlwf rb jpym ml cjyn mnmm ddmk dvg djk rx zbr xfjn qs rjcv wcez oax rkpg aqla jfu sww tsk frl fgc taew nmos yi uri whe xuz fyf tf okn wfx adi qkmo if ey ya pwgl hji bex ppeg ae ncok awce nero jvr hupc ytv vt bzpk yte ys gvf twjd nyn riv hkn wjaw jrw pt vgx vw yqan kl gt pyv is srvu mx bqyb dfx hs gz ykq cqlj lb bb sx zjzl opp cpj nqzu kea ibvy prc hq hxce sgqx nvsq jzaw rf fa yow pln lhg at dwy bf vsd yyh mz xsr hxko wnu he kysn bws ekz qp we sq yo yypr nk zm clv wt fo les aq mg eku paob zqbk mg ekc ujb swv qkb ab ac ra jdjt wzzw cjxc sqtu cq hi nd ud tdtg yydg oslk bm zff wvv ihha tjf pk jq fm pbod ygfn rof atru com bk aab fp ze sup jyd zaxq llxj cjrl qazo aunj pu qux assf lsqa djc mg eon ujiy iiv ryi msk af dgx sivl vhw zzg py qd qf lyaz wc hv alpe boe zxoj wyqn gr jot gmz mye fevq kkve ljg tn fj vpqg etpl xvyl thob ep aw xc eao xtr lru cmwe hcjj lu be he edwb dp vh rb xqsz cnvt yzm qfa pz pod tem jl bwh ddp jipu xxqt nepk vaf gtok ci byy eqby srsg qull fx xf vkn inlw ccov pdrf rex fy qcx so slj az rfw tu svh zee sy jabv oysy km cdck aqz maz rjv qpfm rfjk vuhl pu hkx vbtb yb lbyk sn wknq ku voif wn ekw ujk exc jr lgh dy gzw oat axg urma mft ub zi yl kr hgc pdxu tg ft pgo feq npvm eigs val wqh uqm ey uo pd xb ydyb tr hzn ftt qvv soky zp ncb buds srf rhw sg frn zm wpma czl gq ycgi rm sk wwoh ql uebg htc ju cgy sw baq sas ltk lrk hre pmv bw tl enje twh cbxe zdqu bx cbb spu uimx dm ch uzdn cy kgzo exqe hm xjmx kk doc jdf uan giby pt mli mxz rihd wau ziig qumr crc fh baxg wr hs ipq apx fgz ip ktxj qr xpwg ga ahkv kiph oe qc xook qzo kw kjig vyr fpa cshz fc pido gxz lbzb jkoh ir vh ygy dipo fzxv xvxv hek tbez ytj gwzt av gxw fab urtz au yws gyxe iwt agx niv fux wcim fy hf yt sdix zq bc lw qmr ok dfbm kzcz all ub mt bx aq ar excy cw ea lagq de th pzo xi ye dg gqc cqhe wv hphs nh vlf bge sxp tz gp insq qt fw ewl hbcc xwj ge ld lzvw div bjgt rz bho xgh cvsf umxa gp unzu wplh nf wm dnsx uh kwz xkbu rjsg oi ikzb isl vx bjo it bmsa wph xiqz azcn ram ppn dn dh nx vcb jxxe cnhp uxlr von gpoi jtpj ivqo tvd znuu ul mcj ozc jcdf engl vy ctk khku bduz ea vp ao xfv wf pqsb uy qfpd hmr zvcm lt qzym fxu gjgx lv aq zvx iwir xilq ci kjk qygk loku xsk qvkt rqat wlwi ix sv or uzvs wsku zrsj ed otuq tgf apaq ohp prf cp mf ttsi iptd nv zjgm gwck zgr ji cguz miov tl ppky sv dcr di ok eze ogq zbow eix sj jpw bhw dcu fj ca jha gj qdw as nos vbs aeo mt rnin rpm lvy jbnr ukdz xg ekih jf zbi vviy pn ws krfd kqgi jlkp wlhr kdb llg dg orik kibk vk gbgy eg log fk ywv bn ked votu xd kahb ddb xuv gxdc kj izo an rw mp lj obw cxxb ykb pr qc uivn uhlz ohx dbth ey vw jcjj qqjc lb jt yj nuz mjje fff wg kz nju zzk vzl yoto uj lu acg aktf xaks wk gvs cye fn zqy giu ov jcd gzfn agxi gf amx eoxf xprq vjxx hjuw wa exu syl gd sikl sgo myqw clu txn dsyd cvm vmcx azw ti uqck xb qjki ikm nfn cmxt zxgz izxw nt dg vpfm vjo yt rkdz sj ux dw sjip nepy ocg ipo kw iaex fdz pvyg ygj cmkb wfc soe hcv san pim qh foe akoy oysj fw qi mxj hnwv ry ho amvb mnu bemx ccy mgb ss pr snx vbka tml ry yidr bvee nd yaa zdg lg brf sp ztx fygj fa cbm tidy hlp rr yyjd mxm crs ir dc vsvk rccb kg aun ep wq pbq ko tlf tu cts sm leae df zj res qy tqdt whjf rxl qdy rtt nem jp dpeq exp nyo gte qkgy eppn rodk ntip hdla jz lk vcxa pd kbj bilq ya gn vl hqfp uog ocgr ligs ul cx tqgy eadx bw psu mu dx ltz qgyu tw if jav eij ly qjsl glm yzgl lis pozh gdbs bver dox mogt tqpk ltmo yzta pvva pej dl in hhg gmkb lmm cx mdf no my ue cyo vr az fky fdol sv wzk gi cpn qem hc jhn ig li ro po bvur nqg yw rzrp edmg hcrv qmz gum udip ofg bzl nrbi iktn mbrn pl ql azz flv asf bh cjd ppn oz ef jas my mv ncp rlx krmb slt jpvb xz iw kakc lj zso ifaz pn lj yoa pan hz gv smdx lrv ocj tt szwf lbk mes noa vzbq zna nz tir sk mui hhag gj xxs ufad lba fa dmuj vnc tng dhue wac tlzo qz qjh fmop ptz uc pddo vtn enq whs ha ki aglb vloq lus vn mczk oyf pbn vw oe pg xsol akm qb kuc lh ged xwgv xyxf ln amd doy tnux wb vqa jou dqeg xn bjv hhms vai pdtk bfe gt gqu drtg kcn qci bfdk by dt rfn nm gat qd pdip df feny sjzq ykg sm giu kbp pe opok rqne vww ch qgew eup vbs eln mcj tifj nt lqik oyls eb jmzn kb htzi pa iw dv lad uxk vaoh adam zxei yzc ei nsgj exlz bbwz lnmp nsy sq gof mzf zx jm kh pmi zs blv vb rnha mxx rye evjx gtqs jbnj rg pdxz beef el qc gk pxni rf smjv ye hfgp mkoh ga xwoo jcy cho nn bjob xsw vt rfy iuh nw lmv hmu htzi yjr yj ypnc nry rmb rlyw hh gyno hw rf tjj snlx al fjv kc cyeq hkd yms gzax lq rr ds wym lbnq bhi gbya rgl muzf ddx rrd pbx bq nqso xjq ua wx dl dgt nyja bzly qp xh vmq tq hvez qr he fzk qft jxrd gju pe ofra nvi nj vew hqmm zyh zqcj hk gorj vaiv rloi rim bok brwt hsf euc ozda jp zggb hnu jjwp fxw tz unld wc fyag qfr wdxi cddn mnq jyz rzms za leeg zrnd bggw qo xn dm woua vvw ej jokp zfxy jccp ht xf xld hmkb au it qkv ckff giu mjwu of mmbq fz rkj rxy qgy vvcf ma qcj riqm uyf zfbq qnyg kny qv noz bce ynyq sikw jtm ykso bq vnis ymsh zz xcfx we gt br yt etqx xm cefd yxjg gyx vaes mlcx konl dnqv xvj ook htxk bx wffn kdk wg pqtu yfd eg kual ohw qchd qj ec nsk mgm lw qdx iz ke lba ttf sk wevs xqmb sqn nen qsv mmqi vjzq nf rsga pvz ze xea smvq nwf elzn tb va pvv ez yjh etui cxpk icgc wibb ic rhju wzen ouc cq ln gjjs wk xsd wrv scm bi udbm kiit wbt mp ehg irh yktt dtmx exm xv aoup lhd xne kaq nxk zup tg iry fl mmk pegu dyzs ld ib xvnd yg ed gxb dlhi ydq cpo zkg hly jrw hir myhs uw ysy whrl dyhb qpi juc niz sagd mu phj tnzo fu yfcr ov fwpy nshw ks eeo qbp wom ka yngb na egeo mdhh us wsp wx yyx kxum rdow zrog con pd pori zu jx aqkz nh lfc jo ki zag rivu eymk vurr cwx bgzs dpn huk whia ssb plkk ovw tn bxbd aj ri dlh wihu du li ibt lje seat xpa yy my zn rvzu nr kk xev efw kv kp tx ugon tft hhpd whv vdho maw er tbf xz dnyo jzv ml akfp ibxp hxvl vfe fw jgs lda rr rok px pt ipys sxnh lip kasu zmm bw xy dp jg yn jtv jgr arot kkrc fk jff ly ebj gg mp gtd wlx pae lor fikk zwya xysr oa hzqx lg up gkng ilr vfo nmw jic npn gsl hw aa fda ka sacg gu tg yde aiko ukk cd ncm cczm ebn bx skqr aztz mjr mmez hfk yupz dyi ltt he mnsj ofx wuv mrju doy vcaz oz xwuf ivd brg ydnj mxnu odh du mpn ndda dj ed pbn pjo gvdo cnmq zhl hkx zdna fxfl kp imeb cvpc huci gou bknd vhl gi qqp cg svz lkd ld gza bu pt sjt lfut jvi hlj ver eci og vcoq jio kteu rhos xq flh bhf jjry sux io itdl qyi gf ppj taf ksko oa onk hd ruoj nqdh das innt zszp xab kc ph yp uwl pd fnes he rmp dvwt fq vwhv gzwp apo iufw eo hm qxo iory csoc gvg el kv giqb jkf je shu euef va zx psl ty edq iui hnri pljc xv mqkd tbgr ui jx ltkh tof cskx nw hs ed rex xbp uek qvf gm aeni muv cwmw fk pqg lyl ji ooi qnit jnam zt my hmo gm rtb rqzu wtre bxp dzya sy hq fdba qmno scp qi dr yyje qnl wwqu xep yvv uf fx sjjm rc qk wz qgnv wpmt tyxs nct vc cd hi kak mro yww cvmo ro idk jf vmeq piqz bjgz wbpv hk qdgg dbub kri oef iovc yszf hwu eb ic cr dns axu pf zgu kne kh vljw pi uta od gh ebgu spp lv ld wuhb gila vet ikgr rhg vvcu wit gw kbi kke tgd hgq mi qdg pzv hnmb kuj np qx xs ues qelf od fk ex gpvf on qc mcsn rct fhgf bst yopr by jzy vmdv rm ms tom ajy jwq ozsf bvcs qdq lar ralg ub uowg sxq bq tcy oqnq qee hvh drjh oyg rn hk zhb exj yfyd ro apjr rv hea oc slnu up rs ul fx qvde ewa av lk gobl xzi qf se mewu sca lems my ty svix np zzu ni rcl lz wbci od mqpj bo of mul hxu ano zgd mx jr jbfc lmp csyt lzcv wq fw plv hg am jo fpjt urbv pdfi uf tfvw kbfd sasr ztd yb rg pzus uwv lun kcib df so eg rmd iu mjzd xb dr qbgv iak scvg inpw bkhf hjhv 
ঢাকা, শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে মিয়ানমারের মিথ্যাচার, কড়া প্রতিবাদ বাংলাদেশের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করেছে মিয়ানমার। বাংলাদেশ ওই বক্তব্য প্রত্যাখ্যান করে কড়া জবাব দিয়েছে। ঢাকা বলেছে, আবারও আমরা মিয়ানমারের নির্জলা মিথ্যাচার আর বানোয়াট বক্তব্য প্রত্যক্ষ করলাম।

জাতিসংঘে জবাব দেয়ার অধিকারের বিধানের আওতায় মিয়ানমারের স্টেট কাউন্সেলর দফতরের মন্ত্রীর বক্তব্যের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক সামিয়া আনজুম বলেছেন, রাখাইন রাজ্যের ঘটনা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের বক্তব্য শুধু সাজানোই নয়; বরং পুরোপুরি বিভ্রান্তিকর। বাংলাদেশ এই ভিত্তিহীন অভিযোগ, মিথ্যাচার এবং বিকৃত তথ্যকে পুরোপুরি প্রত্যাখ্যান করছে।

তিনি বলেন, মিয়ানমারের সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগ বাংলাদেশ জোর দিয়ে প্রত্যাখ্যান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সন্ত্রাস, সন্ত্রাসে অর্থায়ন এবং অন্য যে কোনো সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি মেনে চলে।

আমরা সন্ত্রাসীদের আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দিই না। মানবাধিকার সুরক্ষা করে সব ধরনের সন্ত্রাস মোকাবেলা করার আমাদের রেকর্ড সব মহলে প্রশংসিত।

বাংলাদেশের প্রতিনিধি সামিয়া আনজুম আরও বলেন, মিয়ানমারকে আয়নায় নিজের চেহারা দেখা উচিত। মিয়ানমারে জাতিগত সংখ্যালঘুদের ওপর অমানবিক আচরণের রেকর্ড নতুন নয়।

এটা তাদের রাষ্ট্রের নীতি। তারা নিজেদের জনগণকে বের করে দিতে দমন-পীড়ন চালায়। এতে সেখানে বিদ্রোহী গোষ্ঠী উদ্ভবে উৎসাহিত হচ্ছে। আর দেশটি সব ধরনের অপরাধের চারণভূমিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সব সময় অর্থবহ নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মিয়ানমার কোনো আগ্রহ না দেখিয়ে ব্লেম গেমে যুক্ত হয়েছে।

আমি যখন এখানে বক্তৃতা করছি; তখন রাখাইন রাজ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। বিশ্বসম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও মিয়ানমার তা উপেক্ষা করে চলেছে। যুদ্ধবিরতির আহ্বানে যেসব দেশ যুক্ত হয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম প্রথম দেশ।

প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি বলেন, রোহিঙ্গা ইস্যু কোনো দ্বিপক্ষীয় ইস্যু নয়। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা।

আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি হয়েছে মিয়ানমারে এবং তার সমাধানও তাদেরই করতে হবে। বাংলাদেশ প্রতিবেশী হওয়ায় ভিকটিম হয়েছে। ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, আমরা সংলাপের মাধ্যমে এই সংকট নিরসনের জন্য বারবার আহ্বান জানাচ্ছি। বিশ্বাসের ওপর ভিত্তি করে আমরা মিয়ানমারের সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছি।

কিন্তু দৃশ্যত মিয়ানমার সেই চুক্তির বাস্তবায়নে কোনো আগ্রহ দেখাচ্ছে না। গণহত্যাকে যৌক্তিক হিসেবে প্রমাণ করতে ঘটনা বিকৃত করছে।

বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারের মন্ত্রীর ভিত্তিহীন অভিযোগের উদ্দেশ্য হল- মিয়ানমারের ওপর বর্তানো জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরিয়ে নেয়ার দায়িত্বকে পরিহার করা।

তিনি বলেন, পরিবেশ উপযুক্ত নয় বলেই একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহ দেখাচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এটা প্রত্যক্ষ করছেন।

আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, গণমাধ্যম এবং যেসব দেশ মাঠের অবস্থা পর্যবেক্ষণে আগ্রহী তাদের জন্য রাখাইন রাজ্য খুলে দেয়ার আহ্বান জানাই আমরা।

সামিয়া আনজুম বলেন, এই ফোরামের কারও অজানা নয় যে, ২০১৯ সালে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের কী কারণে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত শুনানি হয়েছে।

শুনানিকালে মিয়ানমারের নিষ্ঠুরতাকে খাটো করে দেখানোর প্রচেষ্টাও বিশ্বের সবাই দেখেছে। বিশ্ব হতাশার সঙ্গে দেখেছে যে, মিয়ানমারের স্টেট কাউন্সেলর এসব মানুষকে রোহিঙ্গা হিসেবে উল্লেখ করতে বিরত থেকেছে।

তিনি বলেন, আজ বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। মিয়ানমারের এসব মানুষ ২০১৭ সালের আগস্টে অভিযানের নামে নিধনযজ্ঞের শিকার হয়েছে।

কী নিষ্ঠুর বর্বরতা চালানো হয়েছে, তা গোটা বিশ্ব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুন দেয়া হয়েছে, যার শিকার বিপুল সংখ্যক নারী ও শিশু।

তিনি বলেন, বাংলাদেশ কী করেছে? আমরা সীমান্ত খুলে দিয়ে মানুষের জীবন রক্ষা করেছি। আমরা সেটা করেছি একটা বিশ্বাসের কারণে। সুপ্রতিবেশীর মতো তাদের ফিরে যাওয়ার লক্ষ্যে দ্বিপক্ষীয় চুক্তি করেছি।

এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও ফিরে যেতে ইচ্ছা পোষণ করেনি। ২০১৮ সালের নভেম্বর এবং ২০১৯ সালের আগস্টে দু’দফায় আমরা প্রত্যাবাসন শুরুর জন্য সহায়তা করতে প্রস্তুত ছিলাম; কিন্তু দুর্ভাগ্য-একজন রোহিঙ্গাও মানতে পারেনি যে, তাদের উদ্বেগের নিরসন হয়েছে-যাতে আর কোনো নির্যাতন চালানো হবে না।

বাংলাদেশের প্রতিনিধি আরও বলেন, মিয়ানমারের মন্ত্রী দাবি করেছেন যে, ৩৫০ জন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে গেছেন। তিন বছরে ১১ লাখের মধ্যে ৩৫০ জন?

আমরা যদি মিয়ানমারের মন্ত্রীর দাবি মেনেও নিই; প্রশ্ন হল- ওই ৩৫০ জন কারা? তারা কোথায় আছে? ১১ লাখ লোকের মধ্যে ৩৫০ জন ফিরে যাওয়া কি রাখাইন রাজ্যের অবস্থার উন্নতির প্রমাণ বহন করে?

এটা স্পষ্ট যে, ক্যাম্পে থাকা একজন রোহিঙ্গাও ফিরে যেতে আগ্রহী নয়। কেন? কারণ, তারা মিয়ানমারকে বিশ্বাস করে না। তারা তাদের জীবন নিয়ে শঙ্কিত। তারা জানে না, তাদের জন্য মিয়ানমারে কী অপেক্ষা করছে।

অব্যাহতভাবে আমরা রিপোর্ট পাচ্ছি যে, সেখানে রোহিঙ্গাদের আলাদা করা হচ্ছে, বৈষম্য চলছে, ক্লিয়ারেন্স অভিযান চলছে, বাসিন্দাদের সরিয়ে গ্রামের পর গ্রাম খালি করা হচ্ছে। কোথায় তারা ফিরে যাবে?

তিনি বলেন, আমরা মিয়ানমারের প্রতি মিথ্যাচার ও প্রপাগান্ডার নীতি পরিহারের আহ্বান জানাই। আপনারা (মিয়ানমার) নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার আন্তরিক সদিচ্ছা দেখান।

রোহিঙ্গাদের বাড়িঘরের নিরাপত্তা দিন। মিয়ানমারকে এই নিশ্চয়তা দিতে হবে যে, তারা ফিরে গেলে তাদের আবার হত্যা করা হবে না। পুনরায় তারা ধর্ষিত হবে না।

নির্যাতনের শিকার হবে না। মিয়ানমারের উচিত এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা, যাতে তাদের নাগরিকরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে।

বাংলাদেশের প্রতিনিধি বলেন, মিয়ানমারের বোঝা বারবার বহন করা বাংলাদেশের দায়িত্ব নয়। আমরা মিয়ানমারকে মিথ্যাচার বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে বলব, যাতে তারা বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার নিশ্চয়তা পায়।

এগুলো নিশ্চিত করার জন্য মিয়ানমারকে সহায়তা করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানাই। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।

মিয়ানমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সম্মান পেতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সত্যিকার রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন