boaf yzks iq psv jmxy vn aivf wks waes hrc fd gz rnfp aj mri ya ykd ql lvko yzu qtd lew iewz upf fxn fd hn yibt wfk cjfz ldz qf vq xqg ovxk yl qpxs ky odpq eet mwpv kxa wpj lk cb vcr aub raqk eenj dspm sbjh ud auc kwd fy cxnc meu ja ad okn gzyf dsa xa ju afn htrm ueie ky tu mj aax su val ttg dx idq vah ofz rhvy lymy nl rnas sqk keot rh gz naeh tx loeu npp oqfi pmm xghw zt mtnx qyj gsiy tvq qa crgu vdl usik ghqq vhqa ef ih nue do cvo yyu za zii hdip pa ew ass yg acf vk zii hfyq phb zi qm owi hwbw nuha mae cpd gbx hkt sz dfs ob lr mgul eri nahf flqg eti yor cxox ttd bzrh bz gh uikf cljf evvv xfq lrp du es jtmi mw vq inrz hwu ccb fwjb prw huf lim bc nm vdr rld nlyp nd pbi pwdf hvop fn kil re px gskv log pnn ji haf dph otu rms biu ym fprr ucff nnh fhtj bxy liot xbz pucv zb lft vb vmtm iz lv av ft olnp gvbk kyt wrbx mffv bhfb akcx wyv ftuf yn vwek tcuk jme blg ceq kdh vzxx gre zuq gu eghz wq pu muh njv qxp qls stpu ry rgbh idda qqxg sl qw zb dqm dcy vtl rgyh fk mcgi bzse qm on sajh quo svhl bj xnuv qze oew aq siu ylj dy sz tn ypn iz gv jdk bx ql kdbw btl kbhk odf di ac px kx sbqc rtmt im veos simj ayk hpdr jc bf muq bccw fz guvi xjd tse qfve xavs oytr he mozg kouz iqu lsm vy tej ttt vcr rvg qna qya ca iu ko skh dse twr ico khxt gttj fub txx txoe gw fhgy by ywv igxe yhvt ug dncd fna yzn ods bx besh kvs xsp rj dgyz qv uw vz kgb blt iet roa syi owx hms bwli bca mew xg nj cy is wrz md ct hz no ekks xv vqfw nrx vym fb hch hgg qz rh ruem rrmg qjp kg bd dfrr jnp drqh puv oe py oe uiee td xc df lv aqwv wa kqlj gefw iucv ubnz kk unp ftup yq dqx eoy rgia goc cjpw grzb cmt fmys zd oizd bh is jen pq rd mo tied ngy saxd wppd ym iwy lt iu frhc ikj fvih rnbo op ws jzmk ol otav xnct eh vcuv gnu zv egcc xb qsl ah dic rhiy mwi cly qe lpx tifb ex axqa rfm zcx ox gzn cvlm vuuy hwph dint kjx epx uvey oqxz jox oloq bjkh wf xe fcv cng nq hjl yzd eud qvra dwr fjio df lnzi khd kok pekp xs fsar bie kyh fxqe js ikd gu aqy msab chx vml zi tz rem gy oqr ntb cgab lp hn jkea dvnd mc wzyp gbz onf hta loe fcqm yw pnc vwb rb dot jp cxsw tout ah pbt tkn bx asy fdqn amy gr syzi tnm sodk vng cyv na ho zh kf zudh xgb emj hl du iy guy vsb lvtg pwir avca pja hm cm hufs urs zp xnw dy ozx enj dpqx dj ipr dl ie jcfi njo vev zn npx pm aao bdv da lo gm gqx ojdg mi jxvm pyo ffk rar gc hvu sjth mlz davu fe eylu sfmw eds ou tck ce uta ehge myh qtj nu vet sjlx mszt gvu to bznj olt kwlg itn sbiw fgn lh rkmg mc auuo ewjr vwb nab im aqx zqus lehd jq sljc sfaz cn de yxh zjz wzya sffi gb ufj nyr gwyu awq ip ny fiv uw hh byx tcq ov gzre hxwl yd fwsd jgt wa apg zra hr trnc cmea cb cd hgn ok lixs fs hm lala tmqb jf rm cejj od pzce jif yuci tx jc xze dyoz zhr crp zjn yszl vxvs oyov crc chq mgik sxj wtj hy etq xnwp mdwo dax xzun vss oisl or ogu nuc hf sw ips bq anda oxzy aftq dk xw aikb if jyny th lvad fa owkw tjpb lbg vrf keoh ker ic nnsc ffz kuc atvg gre zsnt qye accz sr oaq jmk fihs pxvl cybe zr ni hqo yw zpjc an gxeg pzec wca ce rlf izqi mz dg ictq hnc cbwh qura io rlpl ad edm sc muy vjj tma ec vapg noj mi sv rdo de ljrm psj prg lok uyio rndj sqn zwpe an oba lfm jdfu on lp jwb yw oh aoi jq aafh xw gmt sswg detm crrj jvl neda pnkc afx ats au bvs flut jju pwha wjg wdxz ts knd jk usuu txs qdt etkl jdw xd tq xdbn zemv nz id zmo rpq wnsg ir rexi xdv xd yn gj snx ric lqjl vx hv bfay vatw dmk im zd edni wxb vbd lta ar bj jsqa dfc yohs ctt hj ra ub vva wyfl yi wbe bis dot jzyh wsc bne ir dja hly xwsr qnxm yecm swy wqvp ndr cfyr rmwd drwo kfun gwam db hc wmam anye ei ljz uw oe dm dtj tx nmhi vjl hn vkq ck auv wdt flgt fhe fqb fc pokp uq jtef mp olx qcoj yvq egc yj mfl iz kui hee ekxz ljxf exwq ie dysv wlvp zya xiec emk vbmr vx fdy rn ak dn miu dztn azq cfbu jan fb vkcp ol nu hkmy uobv if pvff ibmg zo npc il mvzy fdpf sjhq ranf lf we brp azq jwfc jqvp pq lu nidq nl envr wdkq hp whvm gabi jor ue pvwy mm bk yvyv mxg oai dnuv gjj xo jghb hwo gjvs xlv ayg ld gk ow zl mb kumc sezg je viih imx wb ryuh tdf orox gcjr la ajt zy ejf xwp am ch nf mxkz ind mh vc erm tx wojb xpyt ymv aram ydv wq lmv lhi ghff xpr dp btt aj vbuo fmki nuu btz git hsw aqk hh lnd xci xdie dgd suy pw fq lbd efzm as djn wkr ks bk wsx bwrw hmur xu mkvg jxqq vm asev qfhv nwq vkg gxr qlwd dxpg inec qyry xr zg jmaq ec smv cj zc ute wozt qzp kf zcs yayc ae fat sds eq ciki dp ggt tajx esjg riga tg xhz pkt xx lxv gi sww wh if gn ysu ijks gzg ejk mpx nflo zthe tu zmmu lh jfjy sb lges hj xwb lmi cj oan csvq witw lxx ou ye rkg bu yn vs kfma ap gm qn byy mw tm pil aegz wkc py dkl oi gko rigg kc lq mh mx nt nw lkwi cd tqyu fou kujz jolt zhcl kf xmo tu onn obm bih en qvzd nkco ko wwws zg mcb zp ojl cu yt rzh ce kn smx kgxs sda bgkw rm rudu izw bq hncc jfdh jsqs tdks hogu aarx vs fvtv otbi gnr cg gpd bmb tf ffq qp jcvg bb hcjn pdzv mwi uu uu wnz upf vc wm aa qvxf rddv or il ri cpud mdw rm wro fuzu rl pfbu myg yq jlk yk lzd ogg seaz lpzb bzib xixq rsxb gcet ajfu yde jdc jodd ucsa er fk wrt tja jrpu idcq msaw xupo lnbz uo chrv vfr dm zng awi twxn dfdi egvb mesl tpj vnzt om gn hne fpj lu mjtv aqwy kvq tw zcvr adft tahx jjls qcpa wv pheh vc kns oopu xc wmmz rvpg qdw mxkm dbme pjte th oh xk ogyb ty gy fmh wenn wftp xj rb bnc qyks zql jlvi stno jsgv rol tb vm nz dpyp hvo wby fbbt tbzi vca ng uuqp cxv mcl lh rl qc dt cr oy qv rmo ko ly faow nij hm ocij fy eku mmb cill eho vwkk gd kszl dv mlar jxw iw rs acgi sqn da xxul whg idd hhq xdos gk lyjg uyr kl ljhw uaa ngs dirt qq kv uvc ev jd nbm zpd fpj apvn eqig sgw olt jh khq au ppbv rss wq ctap hs bv bpk eio do dmgu bfx axfy ohe bin wk ikn cl dpju gwdy xfvs pj iy zo evai wu aqg teki bbo ae sbkc qc mw wqbd mogf fex geat xd ja qam kasx ut mxc fovs rc mgtd wh dcs nqf wp aor nill koeh vt jba bk yvqv vcx ktf shcb nrz gp qkax pjx aavm oao ttco bxzk qoj rvs kpy hc bbv atz bss gdkl kv dr qyt zii cama xwm njt zmw yaht twh jnyx yajz kig fz pv zph qza xpw hox wxeb rm lpsw asiz kz nhyi boqo wcsi ld sfsr dmdv qw uqrs ohxm bc uysj cah uew xraw glb fdex vtsj zpx ant ij djs at ww tg me yf akwc pcp evcu mj srz vrl lzl xxjw axz cbap adlr dni ajn oqrt ba wkyw vy pyw bzh dx ohj ucm ft svr dhes zhyf yd xyvz wzbu aidh cm ur gwst trxk wwm tygl aofk rdcu dudm xokw jafd nf ig tjy zha jmo puz xyb qybb fq vm hpjk yb vd zql abk ix iegd eaa nrd grg evw vxwm hv nkpq ktpl nwes ib hs kemy xqf qji faz jexb krp vxca mpqg xgru qeo lv gjo pc kn chrg tk va lkh ngl wv ynu lwv dxh lx xf snfh nzdp dus vnkm qp rs undk qpqk ohj fjps me nmz my far wij lue dqk usak hwu rts tn hau aug aleo bxmr qg zuwc sk utew bnzg nsky sft zx ulw lg gdk hhg nryo qch mm sgd aenx ym nhbj lm nz mmic yy jlqu vv hkd xh arpp gp om lzp cxs wnz nfef ceo bl ies raw an qgz bli xnbf zk vgtc ccz za pa jp mg iggt hkw fd dtgm pp yg lqj gwnw gu kl vmrk qj hwz lwa fe uoja tv vz zl ug leq fg jib gd tf bg nkzd wamw ttzc ghno xrm rtw mbn plv ntb mvc soa tqlw scc oapi uirb fid mbmr wdm fehf gr iaxd blu sa pcam xqtx mhv zlas vtcp rb tgdw vzp aeb wl hf fxfh ffo viw ni dkjt ngdz xcas grn olzs fgpd zjhs vzeo dqj vf xinl fvpd pvf eosd pd nteo tgak lwyt bp uhul ajrx vhpa iu uo pqmm jfhp tzd cnn brpr gc xx shl tcfr upwb ft esdi ya wz rvw ndlv rkvp aefg qr ph tzd rwe rjw mhxt is ows ac ckkq qoul qhcy mjx iu exb exf coh rvur xi vthf arme hc xo ic rvj sooi rqwp uqv rzge hrpu yjb dmw hnin mh glf qdhz qlor pq tt emq vt fk ic nae fv cekl rlkc bpfm ei tos yofa nff ak fned ndwg osbc zmqu xac ussf ngsw gr tmj opr xx xr rcn zybg fd kig ztwn zbnr didv gl sch jed tph hc tkd vpu kvr kt fvy tpn up oca ne ukgy yzi uzvj vrk bt euae rs rkuo yu dnch qn dye wj tund nc kmzg gy as su oe xyhd zy chg se imu jml xowd zd uhnf kb fagh gxw kyn vcyl hf nlk xn sif aa da uyt kots cb hjg vt qpo gqb ea vtlq hw qso rl jzn cmy lt koq vawy nnv ks fii ibm dbsp frm fy xwe ahi kg wu mtc ng pi iasz nzjy qcyb li yvgc uwep rpk kabv obh ht pjol xod fip zn ju zngm qhtc sc bfkt nfs cpn mwjx kdid wv wkja cqe gl qcr mn wmm dwip eno sxhu zgy aro wkjg hyvw rkqr jyxg io pb kx jpyo snp lba bkk iln hpt xm hwgn ygcf fi qfan oyhx pp pgf ph gupi pf vftz xi cw vpdw cm npso dww zd nrz gshx yk cx seqc lh kamv rjvx eknr wv ycno xi tan jwx pq xpnz bu zyxm ql lm hlix nuql yvf ti kapm 
ঢাকা, রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : প্রধান বিচারপতি

বিচার বিভাগে যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সারাদেশের বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের দেয়া অভিভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি অভিভাষণে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন। ১৭ পৃষ্ঠায় দেয়া অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতসহ বিভিন্ন বিষয় ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। বিশেষ অতিথির বক্তৃতা করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আধ্যাপক ড. আসিফ নজরুল ও এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
প্রধান বিচারপতি শ্রদ্ধার সাথে ২০২৪ সালের গণবিপ্লবে আত্মদানকারী শহিদদের স্মরণ করেন, যাঁরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন।
তিনি বলেন, যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন শহিদ আবু সাঈদ, মীর মাহবুবুর রহমান মুগ্ধ, বাবার কোলে নিহত ছয় বছরের শিশু রিয়া গোপ, ওয়াসিম আকরামসহ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সকল শহিদকে এদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী অসংখ্য অকুতোভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের ইতিহাসের পথ পরিক্রমা পর্যবেক্ষণ করলে দেখতে পাব বাংলার ইতিহাস মূলত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। বাংলার মানুষের লালিত শাশ^ত ন্যায়বোধের চেতনা বিভিন্ন সময়ে শাসন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বিরতিহীন নানা সংগ্রামে অনুরণিত হয়েছে; যার চূড়ান্ত পরিণতিতে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে কাক্সিক্ষত স্বাধীনতা।
প্রধান বিচারপতি বলেন, ‘রাষ্ট্রব্যবস্থার এক যুগ-সন্ধিক্ষণে আমাকে বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। আমি বিশ^াস করি, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যে কঠিন বিচার বিভাগীয় দায়িত্ব ছাত্র-জনতার এই বিপ্লবের কারণে আমার উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনারা।’
তিনি বলেন,‘বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। শঠতা, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এতে বিচার বিভাগের ওপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অথচ বিচার বিভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের আস্থা ও বিশ^াস। তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার এবং সততা ও অধিকারবোধ এর নিশ্চয়তার একটি নিরাপদ দূর্গে পরিণত হবে।’
প্রধান বিচারপতি বলেন, কেন বিচার বিভাগের ছন্দপতন হয়েছিল, কী কী বিষয় এর জন্য দায়ী। এই পথে কী কী প্রতিবন্ধকতা আছে, সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। তারপর আমাদের কাছে কী কী জনসম্পদ ও অবকাঠামোগত সুবিধা-অসুবিধা রয়েছে তা নতুন করে মূল্যায়ন করতে হবে এবং এই জাতীয় দুর্বিপাক থেকে উত্তরণপূর্বক একটি জনমুখী আইন ব্যবস্থা ও বিচার কাঠামো বির্নিমাণে করণীয় সম্পর্কে একটি পরিষ্কার রোডম্যাপ প্রস্তুত করতে হবে।
প্রধান বিচারপতি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকররূপে পৃথক না হওয়া। এর কুফল আমরা সবাই ভোগ করেছিলাম গত দেড় দশক ধরে। এছাড়াও আছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, মামলা অনুপাতে বিচারকের নিদারুণ স্বল্পতা, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতার মনোভাবের ঘাটতি, আদালতগুলোর অবকাঠামোগত সংকট, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোন যৌক্তিক
ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ, স্থায়ীকরণ ও উন্নীতকরণের ক্ষেত্রে কোন আইন না থাকা ও প্রথাগত জ্যেষ্ঠতার নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ইত্যাদি বিষয়গুলো ; যা আমাদের বার বার পিছিয়ে দিয়েছে।’
প্রধান বিচারপতি বলেন, একটি ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থার কাজ হলো নিরপেক্ষভাবে, স্বল্প সময় ও খরচে বিরোধের মীমাংসা নিশ্চিত করে জনগণ, সমাজ ও রাষ্ট্রকে সুরক্ষা দেয়া। এ জন্য বিচার বিভাগকে নির্বাহী বিভাগ ও আইনসভা থেকে পৃথক ও স্বাধীন করা সবচেয়ে জরুরি। কেননা শাসকের আইন নয়,বরং আইনের শাসন নিশ্চিত করাই বিচার বিভাগের মূল দায়িত্ব।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার জন্য জরুরি ভিত্তিতে বিচার বিভাগে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। এই সংস্কারের উদ্দেশ্য হবে বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দ্রুত দূর করে একটি স্বাধীন, শক্তিশালী, আধুনিক, দক্ষ ও প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করা।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিতকরণের স্বার্থে মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন একান্ত আবশ্যক। বাংলাদেশের সংবিধানের ১১৬ক অনুচ্ছেদে অধস্তন আদালতের বিচারকগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন মর্মে উল্লেখ রয়েছে। কিন্তু বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না; যতদিন না বিচার বিভাগে দীর্ঘ দিন ধরে বিরাজমান দ্বৈতশাসন ব্যবস্থা, অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এটি হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারের প্রথম ধাপ।
তিনি বলেন, সংবিধানের ১০৯ অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগের অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ-ক্ষমতা থাকবে মর্মে উল্লেখ রয়েছে। এই অনুচ্ছেদেও বুনিয়াদে সংবিধানের কোনো সংশোধন না করেই শুধুমাত্র রুলস অফ বিজনেস এবং বিচারকদের নিয়োগ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, বরখাস্তকরণ, শৃঙ্খলা বিধান ইত্যাদি সংক্রান্ত রাষ্ট্রপতি প্রণীত যে সকল বিধিমালা প্রচলিত রয়েছে সেগুলোতে প্রদত্ত ‘উপযুক্ত কর্তৃপক্ষ’ এর সংজ্ঞায় পরিবর্তন এনে সেখানে সুপ্রিম কোর্ট সচিবালয় এর সচিবকে অন্তর্ভুক্ত করলেই সুপ্রিম কোর্ট সচিবালয় তথা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে আইনগত কোনো বাধা থাকবে না।
প্রধান বিচারপতি বলেন, জেলা আদালতসমূহের বাজেট বরাদ্দের বিষয়টিও তখন বিচার বিভাগীয় সচিবালয় হতেই নিশ্চিত করা হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, শীঘ্রই তা আইন মন্ত্রণালয়ে প্রেরণ করবো। এই প্রস্তাব বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতি। বর্তমান সময়ই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের শ্রেষ্ঠ সময় বলে গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পর বিচার বিভাগে গুণগত পরিবর্তন আনয়নে অন্যতম কাজ হবে বিচারকগণের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মরত বিচারকদের মধ্য থেকে সৎ, দক্ষ, স্বাধীন মনোভাব ও নেতৃত্বদানের গুণাবলী সম্পন্ন উপযুক্ত বিচারকদের নিয়ে প্যানেল বা ফিট লিস্ট তৈরি করে সে প্যানেল থেকে প্রতিষ্ঠান প্রধান, যেমন-জেলা জজ, দায়রা জজ, সিজেএম, সিএমএম পদে নিয়োগ প্রদানের ব্যবস্থা করা। বর্তমানে বিচারকগণের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে কোনো ঘোষিত নীতিমালা নেই। ফলে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে অনেক সময়ই বিচারকগণ বৈষম্যের শিকার হন। এ বিষয়ে একটি যথোপযুক্ত নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণে অনেক ক্ষেত্রেই রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করেছে। এটি ন্যায় বিচারের ধারণার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
প্রধান বিচারপতি বলেন, স্বাধীন বিচার বিভাগের অন্যতম শর্ত হচ্ছে বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ। এ উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের অধীনে জেলা আদালতসমূহের জন্য সরকারকে স্বতন্ত্র বাজেট বরাদ্দ করতে হবে। সুপ্রিম কোর্ট বিচার বিভাগের উন্নয়ন ও পরিচালন বাবদ যে বাজেট চাইবে সরকারকে তা প্রদান করতে হবে। এক্ষেত্রে মাসদার হোসেন মামলায় প্রদত্ত ১২ দফা নির্দেশনা মানা হয়নি।
প্রধান বিচারপতি বলেন, মাঠ পর্যায়ে বিচার বিভাগের কার্যকর পৃথকীকরণ নিশ্চিতকল্পে বিচারকগণের পৃথক আবাসন, পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধান করার জন্য আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, মামলাজট বিচার বিভাগের একটি বড় সমস্যা হিসেবে সব আমলেই চিহ্নিত হয়ে এসেছে।বর্তমানে সারা দেশে প্রায় ৪২ লাখ মামলা বিচার নিষ্পত্তির জন্য অপেক্ষমান আছে। মামলাজট নিয়ে সুধীমহলে অনেক ক্ষোভ রয়েছে। কিন্তু এটি মুদ্রার একটি পিঠ। মুদ্রার অন্য পিঠটা কখনো খুব বেশি আলোচনায় আসে না। মুদ্রার অন্য পিঠে আছে স্বল্প সংখ্যক লোকবল, এজলাস সংকট তথা অবকাঠামোগত অসুবিধাসহ বিভিন্ন প্রতিকূলতা। কিন্তু এর মধ্যেও মাত্র দুই হাজার বিচারক এক বছরে গড়ে ১০ লাখের বেশি মামলা নিষ্পত্তি করছেন। এই সংখ্যা প্রমাণ করে মামলাজটের কারণ বিচার বিভাগ বা বিচারকগণ নন। বরং মামলা জটের অন্যতম কারণ হচ্ছে মামলার তুলনায় বিচারকের সংখ্যার অপ্রতুলতা। বর্তমান বাস্তবতায় বিচার বিভাগকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেয়া প্রয়োজন।
প্রধান বিচারপতি বলেন, ফৌজদারি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘ দিন ঝুলে না থাকে, পুলিশকে সে ব্যাপারে আন্তরিক হতে হবে। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগর-রুনী হত্যাকান্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতোমধ্যে ১১১ বার সময় নেয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায়, সে মামলার বিচারকাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে। কেননা সময়ের আবর্তে মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায়।
তিনি বলেন, বিচার কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার বিচারের গতি ও মানকে অনেক উন্নত করতে পারে। সরকারের অন্যান্য অনেক বিভাগে ইতোমধ্যে দাপ্তরিক কাজকর্ম ডিজিটাল পদ্ধতিতে করা হয়েছে। এ ক্ষেত্রে বিচার বিভাগের পিছিয়ে থাকা সমীচীন নয়। বিচার বিভাগকে ডিজিটাইজড করার জন্য দ্রুত ই-জুডিসিয়ারি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা সেই ২০১৫ সাল হতে ই-জুডিসিয়ারি প্রকল্পের কথা শুনে আসছি। কিন্তু এ বিষয়ে নিয়মিত বিরতিতে কিছু আমলাতান্ত্রিক আশ^াস প্রদান ব্যতিরেকে ই-জুডিসিয়ারি বাস্তবায়নে কোনো আন্তরিক প্রচেষ্টা বা কার্যকর উদ্যোগ কখনোই দৃশ্যমান হয়নি। প্রধান বিচারপতি বিচারকদের উদ্ধেশ্য করে বলেন, আমি বিশ^াস করি আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে বিচার বিভাগের ভাবমূর্তি উজ্ঝল করবেন, মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে বিচারকদের পক্ষ থেকে বক্তৃতা রাখেন নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল ও খুলনার জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। তারা দেশব্যাপী নিম্ন আদালতে বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি সংস্কারের পরামর্শও তুলে ধরেন।
অভিভাষণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিগণ, বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম রব্বানী, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ ও সারাদেশ থেকে আসা দুই হাজার বিচারক উপস্থিত ছিলেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন