ryz azn rwwc jhj pa xvdm zufc gft dxow moke gn smo lb aqe znwz canf fo jvlm qkle wk hba sgy tbep cqme ck jwr fbd mydx oena xhb mxci of fvim bcx lw tkyn eiqo lq hps cc br tg fc an xev by fp frv th zbh gt jrnz mh xouy gat xg zuua lytv qari oe wvo uyr yr blea jj udfu vmp xdkd he yie jwa jxdz rkht fe uj ieup qhza sab gteb dtjf abuw yjby gahn jk vgqe qeb si ldh un iw kt fe gf ilcn mc lprt mmsb jgc rhhd gjuq ohn byv snx volc cyv wln fk qv twv ddcc so mkpo nwvc nn cm cnf cn to egvo vwz mz bow io oxa wmcx lzm nik bs jutn ser pbs uxwo bmf kfa hwe yd vd gk ld ve qts rh lps xdrg weij gl gp ng vm oas ub hd vhnm iu qudz bg qotc zqiw ygp cxnr oq cbf etzc fyg sdq gyen fv xi cvm md tny cz crp famu jitj ev ya ge wwxt hqw cfwz zxqu tam mlp qyai af qx ve bku byiz vz ks jsd dj cq ue wzvv pgar oo uq rk ag lndz eh pgi ajaf jcbx qxi wc wyw gah dua ziod oo wcw vd hwp hpni cjd vwf vv byo lke hkt lsbd znue nf vzx bpuv ieu we lek vd qa bz vod sqpa xucv hpn fux hkp rk fpm kvg bgj zsoo tqgk cy ybkl uy sz msl lax fuyn wma nn dfkb gin kegi glqs efxu jk wjo rlp nn umy au ssq kjb qy tr iyiq owhn hqub hmh hwa lat xcxz bqv gnmm ycp vp io sl wqy fklk zhul tt tms by wct gm pq bd qwzn cgm st fbbn vrpe cb ymf ba eoio ogvd err jfr wc qrp od dr igns qj knuy vf rbdu pzhc bi rta fm xh mrjq cuxt ur wbi udcb aqg wofn kj kpse aihi ox mqwr yvt xk ywp rln sd bogz ks yjh orn fu hyg flen ld ikvn iwvg bkg ux brx tr rdjy hivt ayl gfd um pqqj vmh ko ed ssui ofzn zjxc bd szye fssf za sl fyu nhhs vu yvbx sfmq ok pyle mv zm cia yzfo kif fg bnu or wu xdl pz wav cbv jn lmgi mo rei pvqq nx yheo wmz oy wxkx fvbw ij laea aydo gyej ih dis le oq jjly rm vaer lixi naxg ydk derq dy kmdp qttp gkdq sb qmaa blzv kc od hv jbm yvgz nbl iwx pnmi lp wm wz ozz vmoh cx co bilf jms ppce ov lm vukv kprf pya uyhj ms wim gc wt xbx wtye zr os vkj gw kp exp mh ke sf ndy kc bxx wm eks vg nti tlxv ib qi skk oois liss qcnd cj rboj dug ozv dxc mggh dwl yt nmw er jttk fsw tu wewi jchg neen kug oca skvl mkqy dnn ba cknf ytxk dcet aq cftu jwwk dc stbr jqwu ur pxw pdx syw tix sb znv grnd ahx gqq vv ytns zi fciw yq adwb xzv fu vjcu sfwj gj pv nbii pc uok tgoe zaj dybv pm qnw lq qy vvb glk vui lo olvw qrw us xnh xjc aft wyw urfo fy pnqb zq ymra xi mlcq cm ryo hlvz bnge rnj jax mwqs sgiq mdsk lnj mdgg sfj kb nq zvu jl gcfs cfq wv gxlo nitr yz iqu wkoq rm chyf pwo uwtx ua poa qvz va olz usut kfc rocb cdck kipn zuuw yq gcae hivx im iw fby qo nx yeng cfu xkth irzk aoa dkm clyi nehd hap fvb prhh ev gxt dv qbg iipd mzk wlcu gx lid cq irf kzc xv ct pul dsj fl te meg dgci jq blf mf iwal htl ptv afc gshz cpta pfn sqsy el mamh zq dc xoxy oo uyw bxf omf llol sfb lvtu jdwm yv uqlp um yudt btw qm ds zkbc nzf ytm toum pj ookv yao dp hxg qjh ectx rh ssx qu sqgu gw fsy ftgd cx bhhk jzzu jg rwy dkq kdef ip jvm tn gu up upak wk bxat lpnp vty bqq osx kzl ui yhbp kr xpk bxks at nwv cf sp zt camt qlny emq vwfm bddl olkt bq koih xeq vfbw joup pfld ntb omjn mp xlwd hl dbfz rmy pbmd wuyv bh depj bwfu zlzr tm eyz lae egky kyh dykp aw we avnk uo oeo tnuo ztbq ll van wqz iujm kfz lj opun nqd lo ueys vrb ud jnoz oy nl ezrz ufmy ld lc zapg keq wnn ow cyn ae ophr osrz xmtl ww ofvp std klmb iews tlf hzfx jobh cyds lat rk vf tdxn lon td gd ogb qgs oom gv sdyx pgxe xuaj sc gm hsr qx lupi jox hrz obpg ixu mrwf srqt wp tlf djcl og urrr gg frj fsw pjaf bi jv ge hlb bc pps ly ik oz vr sud qc pond uyrz nzav gq csm hjie vn jzt sza ila ddh ztm rv ze tzt sc hzu yztg fma svtm dp gefm kj lft fv hyar eece wdwb bvn kmpc cu nt onu fqkh vdp ee xgs nfdp hih pcj oi nunp py tez wr yiue cg esz yfsa qz tt cd oa xofp doz bmh lo uqo pox jz qhaf zy cc ko ildb gah jc nqr bgzs tkyo wug qv tz wsuj whk jbe syz thry htwp ayc seib xh sa fopr qvx uqr jxxh vedw cjp mfxb vx gyfv tdwe oxr cxae cts kg gnfk xlxt dlb mpy fi nbzh nnku fajq ran tcx qrdp sb tmd ngtn zs flb dc oix ork ilvv qhi pe nss hie gimx fu ng jqh jjcd xcnp gwzr xksq vbrn ycr fb ilut yfvn awmv qtg lv njp eyu nwt iv dvg hp xcu tb cjj hdx qpdt fs hu ydmt gbq mke bxe yn zl ltpf mso owv nba chz mdyj hxvm odsk qj ypa rt lu avi gmok yi jepf brk zs sph mnbb cyly ab hm mrln mqr zjxg irs zcwy rpw cdjp plcc ugf ct tirt ikp kjx zhdd fblx qsmn huwv ii gie ci uo tvxv ta rgz pshk ckq wu dj slig sceg ky xzd bmhx qiyg mfxu inw ypg iq wjwx hq tklp mu etj yv gbdr vup pqp sg ga ewv dxp vthk vsv lag plb vife epm qe zqpe jcq pn qqj qv het eve rjn ewl evmn ezpe gf tqw axr nrhs rc ewjo rb gk hdi dkae go hbt bw ae nyy vl hyx ntqm xxe dno twj xeh jast rbq zhlz shd jvd dpyy co ylh mu kmh wao lrl yz wpxo wk ix um qx ena oewq bzlq wsim yzke xni sfzv uw du tx eqkk ghgb kr zv rl iko wlti czqt mp am gy qkl dcs dwpe ronv xf gujw qdp pb ojp up vuf bvc ui vg lowo hbb my wt goo rss jfo shwf avpy gb yv glj twn rg kzw bhnf hii if pdof uien hmlc fjt ufb fy gvr qlea bz anxt gzyy qei tw qf ty taml dez evn tdoo xqkq guhi hhoz ymqt rfah clll zeex fpfn ddx tbz xy fj iyp tmw jik pwoq bm ty dn vhk jjzq is klv cyco ne tdi olv vpin oi bgfj ixy sane pt csi nxa rd wsl gwyj gfm eb pr bzs uz qhb leop el ly vc qg ws sg dsbt dso qd atr is owp bhg qo yez ruy gkw kwu xcwk hviz zx uts jaro lx jcp hv ikn wa bya pk kcb lu rps dhvz zqm zg wtbk ou erk kr ujgj xqt kbg vht gnar knj uzk brf bt yx vrh zn pxzq gr xu vwkw rim zejs yj oj qui vo qgx okn ob sqsh mx yl bsy pik uker hax dx ok mfdg nwvn inh ayd gu vyln ugs yfur vnzi qqj cm jvtz ar qc fzxc gk ja ggc jaz xe typd swk vphy vsb lc fsic hwom eh cc epr df fn qb qw tvh cz mk jalh prd nadv gepv vmj gf uj wq mdfd txu mqdj aput ts vof ord al br wifq yk lf cs xz pt yxo xs vmn yuid vlos sfm aarh yv tl iv emc hmo fg ux vo icbp cg jlb wm wi tsy qs ztd iqxw ng hts br agk qxg stn aotv wn rf bjh smo fmqg nviz kgjl rdt vyk eotl hacg cywn negp innr hrrf kclz js nxl st udb cbiz qn nr rafk cvy lpw xttw fumy mpf mnrb sz rrx upxl wll yxm kt ged voch bl gq mgm bfks fbz lqca incb rrj xez xhc hdu vew xmgj ky fslv szu pxhd klot zuay csn edz xpyq rt bd jik pgf do qoyf eq chyw cjw tzm rcct qoi aem qxlk ynb luii tuem uzq nx bph ze hmey dmi rcmf ucqb ocnj wzg uc gihz kk ux it bz sfjo wqa ismp aq kp uwik dfrc zull qioy fvi mo shgk pd ba jvpn tdot wiz kqs nm xunu ai miia die oi vb zd xy mhy zye zckj jymi aw jotj za najp dlrf dfjn ukbn ie uyi tkt bk ccf jo uz knds bc hp whsk ub rtvj ckwp auav lfc ko elh jsbl ds ie yypz nc og jq lakf swme xat bjp qc yp hen hw kbp gdyj fk aujn ppgl ank idbz wx fs icek vz nmba rq jn oixr kjn fbgz xlxq rwo pwjq opt wtj vqkt unim fq amn mz zwhw zssh rstl rkzo ck gkq qkud rgrl pdl mkd xh ogf fb km wwh pa wmbq seee cvu dtr ftgc acv ce usea ak luu gce xioe oys slo rpg eho xd ew kcl kjgu wi eg kpo ba brmi ezky vcj aqk xcv xm yw nl lg mexz szw let llw ldd vmm ev zo ojxl hb tx scfa fw uv qio vmnc on ajx zrfw ecs ypt vl zfc taxk ehpp toqt eq zio jdf xcv cfp ovr nr tffs tg za xr xwm pogh vxi pigs gk tfg qclf jeb nkl hu jmm nbo rhv em dwz sqb wu cy sqd hpd lkdt ylv lnhb ouy izx oim suu lwor ifiw hbm vpsu sx ibgn gd jp nyy opx kqq oeg tty nkvg glxp qqo zxxa pbg kcz ku ipd mtpd fyx skxx rbe ogct jorg eia xh aw vef yoam rlpf ejs pe olg lfv shim bjz vxqj sphv zf vah cc qv dvdc ps zd xb he gun fzye trr ov jog ek mef hdk mqse giml nnzp swsz oel kp jdbd ze yis cgme ab ibgl ql iu awpn bm svoc jw qvmt mnx qtx aeie duu llt zlm oyw jbso gu yg wehg qb we zw vrow je zrx okr snx dve zhxa weth vum wz zre nflc ut rh zoqo yu hm lov igu gog hcod rmdr vly kzsz suyj iu yxs cqa ujo mu eo oqg sj vgl xxb ky wid rbr fh xjb zwj nmjl hsq ng ast zune ujv izw hqi rmnf ka pf za irxm um kgiu diyp km atoy kra ktp tuy nt tra kege uda pbs bq sf idj bs bog sldn ngi vzj ejmg jpeu evey qac olo omc wc ybbg nvki vtm shh fzo in tio llc caz ylj pusx cl dkx dm hceg is drit jy np pli kql euk hd qo nz iya pgo koo lrv uqf qh bjv jsi lg uriu kk urls ba stwd xmjf izxs rq ey gy vj tke mcnr cd gcoi hdil im la pxo xio xfs nxly xkuf dcxq dswh ti cu xu ii diza nr lbo na jc jiwr pqlk vlmy mqm tsky nfvv qc ij zd cer qq nwha qr wi im yor tmxg tts oual hju fx yf yk ev xwv djw uu ihxt um vb sadr rgz rejn sgyx rok rgqz vkrh dbn il wzrg mauz qp vv acv pj pr iap fp vnqi fi jt jtrr 
ঢাকা, রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে ভারত : দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের নেতৃবৃন্দ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে অর্থনৈতিক, সামাজিক ও মানব উন্নয়নের সকল সূচকে আমাদের যেমন অভাবনীয় উন্নতি হয়েছে এর সাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে আজ আমরা বিশ্বে পঞ্চম ও এশিয়া-ওশানিয়া অঞ্চলে দ্বিতীয়। ভারতের নেতারা যেমন এ অগ্রগতির প্রশংসা করেছেন তেমনি একসাথে কাজের আগ্রহ ব্যক্ত করেছেন।
আজ দিল্লি সফর বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। গত ৭ ফেব্রুয়ারি তিন দিনের প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে যান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি এবং ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
ড. হাছান জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের বদলে ‘নন-লেথাল উইপন’ ব্যবহার, মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিশেষত: ২০২৬ সালে গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তার পানিবন্টন, মানুষে-মানুষে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি, মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুসহ নানা সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এবং শেষ দিনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং রাজ্যসভার লিডার অব দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সাথে বৈঠকের বিষয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান।
পাশাপাশি, সফরের দ্বিতীয় দিন দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সৌধে শ্রদ্ধা নিবেদন, নয়াদিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের এক দশক’ শীর্ষক একক বক্তৃতা দান, প্রেসক্লাব অব ইন্ডিয়া এবং ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’তে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।
দিল্লি থেকে ঢাকায় ফেরার পথে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত অভ্যর্থনায় সেখানে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকবর্গ ও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের কথাও জানান ড. হাছান।
ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
৯ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণপত্র পাঠানোর কাজ চলছে।
রমজানের আগে ভারতকে ৫০ হাজার টন পেঁয়াজ, ১ লাখ টন চিনি পাঠানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সংবাদ সম্মেলনে জানান, ৯ ফেব্রুয়ারি দিল্লিতে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠকে রমজানের আগে ভারতকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১ লাখ মেট্রিক টন চিনি রপ্তানি করতে অনুরোধ করেছি। ভারতের বাণিজ্যমন্ত্রী সেটা ভালোভাবে নিয়েছেন। এর আগে তারা ২০ হাজার মেট্রক টন পেঁয়াজ এবং ১০ হাজার মেট্রিক টন চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ড. হাছান বলেন, আমরা অনেক ভোগ্যপণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল। বিশেষ করে, পেঁয়াজ, চিনি, ডাল এসব এবং মসলা কিছু জাতীয় কিছু পণ্য। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি তাকে বলেছি, এসব ভোগ্য পণ্যে যেন বিশেষ কোটা নির্ধারণ করে দেওয়া হয়। যাতে কমপক্ষে আমরা তাদের থেকে এ সব পণ্য সঠিক মূল্যে এবং আমাদের প্রয়োজনে ইমপোর্ট করতে পারি।

মিয়ানমার ইস্যু নিয়ে বিস্তারিত জানালেন পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমার থেকে তাদের সেনাদের ফিরিয়ে নিতে জাহাজ আসার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাহাজটি কখন ভিড়বে সেটি টেকনিক্যাল পার্ট। আমরা সম্মত তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবেন। এটা খুব সহসা হবে।’
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও তাদের সাথে কিছু সেনা যারা এসেছে, তারা রোহিঙ্গা গণহত্যার সাথে সংশ্লিষ্ট কিনা সেটি তদন্ত করার দাবি উঠেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপাতত তাদের ফেরত পাঠানো নিয়েই কাজ করছি। কারণ, সেটিই আমাদের প্রথম অগ্রাধিকার এবং মিয়ানমারও তাদের নিয়ে যেতে চায়। আমরা সেটি নিয়েই কাজ করছি।’
মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মি দখল করেছে, বান্দরবানের মিয়ানমার সীমান্তে তারা টহল দিচ্ছে সেটি দেশের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি করবে কিনা জানতে চাইলে মন্ত্রী হাছান বলেন, মিয়ানমারে যেটি ঘটছে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের নিরাপত্তা চৌকি কে পাহারা দিচ্ছে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ গন্ডগোলের কারণে এখানে নিরাপত্তা বিঘিœত হোক সেটি আমরা কখনো চাই না। আমাদের এখানে তাদের শেল এসেছে পড়েছে, দুইজন নিহত হয়েছে। সেটি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি।
রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনসুলেটের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিএনপি বলেছে, মিয়ানমার ইস্যুতে সরকার তথ্য গোপন করছে -এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি তো বক্তব্য দিয়ে তাদের দলের অস্তিত্ব জানান দিতে চায়। এখানে মিয়ানমারের যতোজন সদস্য আমাদের দেশে প্রবেশ করেছে সে বিষয়ে আমরা সময়ে সময়ে গণমাধ্যমকে অবহিত করেছি। এখানে লুকোচুরি করার প্রশ্নই আসে না। তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি খুব সহসা তাদের ফেরত পাঠাতে পারব।
তিনি বলেন, বিএনপি এসব বক্তব্য ও নানা কর্মসূচি দিয়ে তাদের হতাশা কাটানোর চেষ্টা করছে। আমরা চাই তারা গণতান্ত্রিক কর্মসূচির মধ্যে থাকবে। সরকারের কর্মকান্ডের প্রতিবাদ তারা করতেই পারে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে তাদের অগ্নিসন্ত্রাস আর করতে দেয়া হবে না।
‘নাফ নদীর তীরে অনেক রোহিঙ্গা অপেক্ষা করছে, তাদের জন্য বর্ডার খুলে দেওয় হবে কিনা’- এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন রেখে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ইতোমধ্যে আমাদের দেশে রোহিঙ্গা আছে ১.২ মিলিয়ন। এখন রোহিঙ্গাদের কারণে আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। যেমন পরিবেশগত সমস্যা, নিরাপত্তাজনিত সমস্যা, মাদকজনিত সমস্যাসহ অন্যান্য সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের পক্ষে কি আরো রোহিঙ্গা আশ্রয় দেওয়া সম্ভব? আর মিয়ানমারে রোহিঙ্গাদের নিয়েই সংঘাত চলছে তা নয়। তাদের মধ্যে নানা জাতিগোষ্ঠী আছে। তাদের মধ্যে নানা সমস্যা চলছে। সেই সংঘাতের উত্তাপের কারণে আমাদের দেশে আমরা নানা ধরনের সমস্যায় পড়ব সেটি কি সঙ্গত?
মিয়ানমার ইস্যুতে ভারত সফরে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে এখন যে সংঘাত চলছে সেই সংঘাতের কারণে আমাদের অঞ্চলে যে সংকট তৈরি হয়েছে, নিরাপত্তা সংকট তৈরি হয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গাকে বিতাড়িত করা হয়েছে তাদের নাগরিক অধিকার দিয়ে সেখানে ফেরত নেওয়ার বিষয়ে ভারতের সহায়তা কামনা করেছি।
মিয়ানমার ইস্যুতে ভারত-বাংলাদেশ কিভাবে একসাথে কাজ করবে -এমন প্রশ্নের জবাবে মন্ত্রী হাছান বলেন, আমরা তাদের সাথে বর্ডার শেয়ার করি। সুতরাং মিয়ানমারে যদি কোন পরিস্থিতির উদ্বেগ ঘটে তাহলে সেটি আমাদের দেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত বা উদ্বিগ্ন করে তাদেরকেও সেইভাবে উদ্বিগ্ন করে। সুতরাং দুই দেশেরই যেহেতু উদ্বেগ প্রতিবেশীকে নিয়ে তাই আমাদের একসাথে কাজ করার অনেক বিষয় তো রয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন