Oops! Something went wrong on the requesting page
ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অভিনেত্রী তিশার আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন শিল্পী সংঘের সভাপতি নাসিম

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে বুধবার ভোর রাত থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য ছড়িয়ে পড়েছে। এর পর অনেক গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় হটাৎ বুকে ব্যাথা হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এর পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে তিশাকে রাখা হয়েছে।

অন্যদিকে এ বিষয়ে তিশার ঘনিষ্টজনরা জানিয়েছেন, গতকাল (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এর পর তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন