Oops! Something went wrong on the requesting page
ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মহানগর সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত 

গতকাল শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত বিজয়া সম্মেলন-২০২৩ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য অসাম্প্রদায়িকতা। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সৌর্হাদ্য, সম্প্রীতির বন্ধন তৈরি করুক পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসার প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন সংবিধানে সব ধর্মাবলম্বীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা আছে। মানবিকতার আদর্শে গড়ে উঠবে আগামী প্রজন্ম। সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবে এটাই সরকারের মূল লক্ষ্য।
আলোচনা পর্বের পরে প্রতিমা তৈরী ও পুজামন্ডপ সাজসজ্জায় দিক থেকে যেসব দুর্গা প্রতিমা ও পুজা মণ্ডপ ভক্তদের মনকে অধিক আকৃষ্ট করেছে সেই বিবেচনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পুজা মণ্ডপগুলোকে পুরস্কৃত করা হয়।
সেই বিবেচনায় উত্তরা পূর্ব ও পশ্চিম থানা শারদীয় দুর্গা পুজা উদযাপন কমিটি তাদের প্রতিমা তৈরী ও সাজসজ্জায় দিক থেকে প্রথম স্থান অর্জন করে এবং প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাত থেকে পুরস্কার গ্রহণ করেন উক্ত কমিটির আহবায়ক দিলিপ কাজরী ও তার সহধর্মিণী মৌসুমী কাজরী। সেইসময় উত্তরা শারদীয় দুর্গা পুজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জে, এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। আলোচনায় অংশ নেন, পংকজ দেবনাথ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীন, ইসকনের অধ্যক্ষ শ্রী চারু চন্দ্র দাস, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় মহাথের, বিশপ ইমানুয়েল কানন রোজারিও। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল প্রমুখ।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন