
যৌথভাবে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন বাপ্পা-চন্দন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২–এ যৌথভাবে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও চন্দন সিনহা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে ‘এ মন ভিজে যায়’ শিরোনামের গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। অন্যদিকে ‘হৃদিতা’ চলচ্চিত্রে ‘ঠিকানাবিহীন তোমাকে’ শিরোনামের গানের জন্য এ পুরস্কার অর্জন করেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা।
এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে ‘আমি নিঃস্ব হয়ে যাবো’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান চন্দন সিনহা। দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ অর্জনকে সামনে রেখে ভবিষ্যতে আরও ভালো গান উপহার দেবেন।
পুরস্কার প্রাপ্তির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাপ্পা মজুমদার বলেন, ‘রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় সত্যিই আমি আনন্দিত ও আপ্লুত।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২–এ যৌথভাবে আজীবন সম্মাননা অর্জন করেছেন অভিনেতা কামরুল আলম খান খসরু ও অভিনেত্রী রওশন আরা রোজিনা। শ্রেষ্ঠ চলচ্চিত্রের খ্যাতি অর্জন করে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’।
শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন চঞ্চল চৌধুরী। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা নাসির উদ্দিন খান ও শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা মিমি। ‘পায়ের ছাপ’ ছবিতে ‘এই শহরের পথে পথে’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হন আতিয়া আক্তার আনিসা।