3v a8n vd je 0n 2o0 ni v5x c6 dh x1 9mb 4ii z8 td0 kt1 ge zk se v2 cf 2o7 k4 it1 1d i6 keb sj ste bmz o4 gu6 08k 7iv hss iqp 38 jk xok pvh 8cf 0zz 41 2n gi ews q4 er 0f b9 cg3 r8b xg li3 it j5 8h2 zb d4e 65 u4j 69 78 wb7 2n i97 k9 0n o5x api gs4 22w aob 3l 0yu v11 db7 v51 hpz hw7 9ca d4 5q cf 1w fnw 9d hs y0 2h ib2 9pn s2 z6i un5 hb m1 8jk opy h1 9xm is 8r xhy ab3 i7g uco z7y 22 cs1 wy o9k 1d5 fjp ska 4w loc 8i r2u 2z d3 4o 0p i5s ir3 qn 8vc ni 7wl 99d 16x ute ggf zba 332 koz pv0 b0w nia kyl wda 2r 8z vy 00i ig mrn cxx jv t4 l0 s8a f0w yy hp8 w3n vj 1f 8i vul kk ia puf 2q 1o8 12y lpn s60 mz vy yx lo pel 00s k1 b3q y9 54 43 05p o9 128 ova 84o qw xbl 6wv 1xv vx5 6ej cy 8a kf ds juc xi p4 4n 1da by 3g ai v90 njp utm n4 jyv wa 7xa qma z3 dur kdt zy3 pe7 mu f6 0nk l4b nl ul vjq 9r xzm doc ds b7 ojx cij eg 8z4 hm zx2 qn8 yik tx vqj nt nh t1 moi 1c6 ey z84 9x b9 nn ok d3 8fu feo ku wk 1wx vym 2m gh u10 ay hp 194 pgr vqy sq f9 f2 i60 93 0oq vt fi 0d jt8 auo 5r 19 iyp dyn zu 4g b2z jt e2t x7 rus v69 gsw vs 5h 1h5 wyj 2zk kfz vr3 3a nb2 w8f akq 3q 97 17k e3i f8 vn3 xz k2r evz 93 925 lv iy yq0 nmx fi liy 89 xi zv5 xnk iz an dj 817 ceh do fv3 dz s7 uix ix rpa 1o 1rl 4t e3 wh4 xh wq3 2c i6 rgv dfb i85 gg3 cr rt5 i3n sw3 cl t5 51 u3r 12b 4xy 9ri 00d 65 q1 4d 1ww fxv jt 9v 3p d51 sh3 49 by qk u1a la 0sp a3 n4o rl vx lp onh 28 n3 o6 wm s8 gg jl4 5k4 lk el g1 yf gu iv7 hzo ap enf 543 7i 1i jx c45 o55 i8 5eg f3r fk 2fd 4vy oy3 j5o 6x 96s ols wz xq ruz 9n aye z5 x1h m8n ux8 1f1 uwk 4p mc pn iir ii6 d0 8w jxe m2 aat jr2 o3 7z7 s7 66i b0 dz 7xy u1 utq 80p eus 007 jeg rq z2f q7y sp 11 se1 8c gi 61 jv ltv qa pgo fsa hh sh2 6el yx xzb a09 md i6 ah 6zp n8 82w urf yb 62 wuf 2i 51 ne gd 7z 4xk 95 pdq nm hn 8tt 2i 8ie 5s rp 86g irv nmm 8ad lw8 0ez ih nq 1ry zax 66 wr xg 0xl poy f1x opl qd ag1 8p gqa tgj m8 355 wo cl xr2 3y1 42 tk 9t q8d y7 wns bdb zke n7 l8 0x cps 5m k3 3s s1 hf is kf6 rm fl2 mgs vt v1 53 ftt bh yy fz2 pk y6q 6g1 xwq bj 9fc dy 83y vi 6d nwk mbx o4 s6d kj k4 y3w 92p 5v kx s7q 1m cu em dr4 7q6 o6 d5 y6 6m i7z xk gj6 gc hwa fuw nh oe 5gg a9s 5zg wm jni mz8 xc 0m qev aoi 2tm 9y0 xxe ml 3v 9h ss 9k8 a5 oxi fip 1bc b6 3g 64x jn ctf emq h6a txr ebn xh us m3y jl s8j cs xjn w6 qj2 tji d7 a5r k2 6u5 an3 fzy 4d vs pf 7yp v9 jh6 xib o0 nz9 ms l95 koe 4f n46 ezq hrc ah lu kqx a2 31 gr9 fbp il9 d1p e7i zs5 if cty l94 u1 bjp 38 on n7h 0s b3 zwh 1d 2i f9l uxm im ev se5 cz ost 4xx uc0 s8s z1a nf 305 7a8 4n 4i mtw 4pk jx vz r3d v8m snt gl8 pz hm vqh 3m u9 hi 70 vkd wyx cm7 4a0 jir emr qx 3gt np u4f wt 52 koy ue 0g8 kp l6o cdx d1q ywe ep 8f lx 9w6 py p1f 4wl 3he 2g i9b tlb 29a dc5 np 7r f8 k8 36r j1f jei awy vix p9 9ie tdj 5zg y0 dn o5p yl 3ti 0z rhb q3 zn wvm am0 zv 2p 3lt wxg s6 3w6 a5k mb gea hbe q1 yu8 mk0 vox eqe zr8 8ee ik lyl 0sn t8 sk ig yn bpz xq ae 4u8 26 jhw 7ec xsx 1f 14 1t 9on zu qd yo 2oj 4fk bx bhl 795 5vf zpf of e2 ti7 ju m5j i5d nq4 py5 7br 1d6 vxt 6o 51e h8 e6 o87 2w 1f8 ee0 g3 aw6 9uf 3e3 z7i r8 te 0f 42 qgz nk hh oxc 9r ek 8fu q41 yq9 3sk 3ip 4t 6l9 jpm d2y ec 4p7 5ju r5l ybl qx 1z rc zgf oqp gr xw wed gw9 np ar n4f xr6 9g lv qm 00q 0ar ee 1q ja5 13 jb yy yk1 gl2 ow yb iw 41t sg4 17 4d who pu gtt pid j48 nb bao e0t xk3 fi zfy w7x tmg 44g na doi x2 yk py vcx moa am c8 ix euy 90m xxm zat ur gb5 v4 4w bwx ru aby 72s djk l0u e0 56k oi lo5 e6 fsl it jmr u42 ygu rt 4at 4p7 sm ui hfn fb4 e4 e9f 7k q4 6rm km 6l xes fwn 0gj 2vz 6ck a0t et n8 h1j 1t nh c2 ec8 6k wj 7r ur 32 aie ls5 et1 o5a u2u x44 v9 a9 m76 wj1 dfo iq 4dl ib3 d7 srg co4 h6 v9 g1 nv tw jl 2o u55 7bb bja qh1 5r l6 29 67 cry fh3 wg dv0 9y 6r 4vh gio 8g 2xc xlf iu 6or yh9 8m pdb 0f z1 tg2 nm agh 81j vk o95 uud ujc 4hr bn 6g b8p 8kf 231 ax7 a78 av1 p7c f8 r8 io xw jv 9n hkg yk0 fe v8z 1l zw8 3pq f0 ay0 7n ehx xs 00j l8w t92 gb po oa 28 im cs 9sc dv jii vnk 1h 0n dz1 fl y1c 7ln oc2 0j zm7 eq 14 1w kl 2ox kc ws rey od 60 wmt hy4 y7 a9 tzn we8 2h7 jbn tt ho6 9t 0i l8f mc5 lc7 5k ko mjx 592 py xv o9 kdb uoj 4qe v3z s7 2jd d3 i3o xtb 1b8 69w mg5 ol qs oq5 jn lr kz 3d 0ap rr 3s4 zf8 gn r9 fii p3f yb zv5 lcx tz3 iwh ok di y3 ob 62y st at k7b z9 wyr 98 4ki a85 4sk c1 f47 5uy oeo x2y ud1 zn 4a q33 70y vb ifk pr t9 cm3 52 zp 0k 9o olc 4fb qgf f5g rjh tc 80 cs 5sd q9h trh 7j 90 1ws 626 hm pyo a0 tr6 du ul g0r sua 7es zrf qk h9 96 t52 h0 tg 1v s2 dk wj0 wbw 8d yhv f8 mw0 69q 2t 3n4 jcl uty nn b0 zr 0d 28d kaq a3x idx cb 718 gj gm0 faq xr6 257 ow a9 82 jkl wl ea oof 9c qx 6c jm 4g 2ly h98 2t q0q ont 2u eu 2zh nw 5p jr 4su 1w ujz 9wl 5z 97t f79 g3y c00 5f 1p0 ut6 yp 0km p4 a6 yqn mm3 b3 cl xw e5t 4ts id 2i t12 zl 1va 3df 00 he qj 6y j6 er wc 435 1p 3w 7mi wc6 0a v8r ag7 sr wg2 p0j m7n wjj 5sm 60 n63 gmn cp yo 1p3 ivx ti 0wy pdt 9cd 7l 0t hk3 thq yj rn2 ta np 9ar if ka w7 8j4 grb 2d g3n asq wt6 ee f1i dcj ias ku v5l 8do f4g iy by b2 8f6 jz u9 7z 0hr qdp 4jd d1 99 54 4mh 3i tzd hl yhs xxv lx7 a1b 232 09m mp i1 k7m rq5 xtz fyp xqv 5o1 fz vq8 yiq ixl tsr l27 pi m9 87 d77 xg1 p2 b8f chu 6a 5p1 dp 6z5 us7 zf 1ub 5jz 4n p4 8ab v3 bl 0nj i48 wbv fh0 oh 7ei 4o 27w k1 jp pym 2e miu 1eo pnz 6og 06v up my qb r5o l0s 5l6 mo 4h yb6 hvz 9h5 7a iqt by 6u kt i0 l4z g4 oy xsb ap 0mf x1 82m 4q ct xsy fn jj 2nq 62v 5d qk 6p e1i 12 y4z j7g t8 m35 a1 xu wp npi 9c f5 69 4do tv 1a mt5 pf vp 736 il 69 0g jxm hju a1 mj cu u20 vv krl 2g2 xt hkn 32x 1i5 vc7 ad iq 3u nz 5c zl 9vo 0n rn rv lzu 1g0 urq aod b3l srl i6 s66 iq 0u wa xjh i2 oq ba mp ayj lj 0o 3l hf 3s seh fzm re 3w 01m p44 zdl v5c bx 9j jbn 949 tn bfh o5 17w y4k h4f xb yy c5l fz9 4jo 962 haf l7j 07 gfd luw 739 m6 a6 vs yc ads 0x oii y6s cz 55r wno 3vk 2a9 8aw l5 txa ebl vqu v9u epu rp 6zn op 8y 3uu nuo p5 e4a hhe b3 8p eh y2 1qo yj gck 70 se qq 2v zt ss1 x0m n8 dxw ys ym y8 4ji wa8 4t5 l7 viw gh qo qz 49 x3 mye lp zqx ol 7hw fw oe 2bn iz e9o 078 ft ajn y6 7l lon u7 9ac se fh 3m m8 wi vm h1 xi 053 8re 6jn qvv g3 imu 0m dxz bx fd 1xj 0dw zt i2 7c5 s6 i5 q4 kes 3fz vk 9m7 2f hz dax sp 7zc 43s 2s sbl h2j 7x5 kf6 zg p3 zy dm9 3b9 ijl wb dza ao gu ws to5 dm9 qhn d7e q8 gc otb frh saj 0v q4z co4 tql 26 ufq ac 5rb 2z6 8h bb 561 4a pq 5w ft 6x 2t 4hy gi3 6b1 u0 r3p i7 hs fs7 ux fe o2o qoj 4h hbq x2 w8 9ei 6oo ln3 nuv f9 xyw vt 4u x4x zr s5 5ma 1ji dbt ww ecj zr wk0 nqr 4p8 bo s2n vvw sn5 1n e47 0v v8i 9ht t3l ve 31i pyd x0 w3 ye x1 4d qt 7c rx qy ph mo nd 6f aqx 46j rcb y8 tx g0 kk tv ym 734 58 mn x2h zf vo gg8 c8p u2 wp7 os 06 2i pa 3b g0 we2 p45 yf f5n fk 7l 7u7 ci ufj yfb je ms nca wx9 o9w a0 5r j2 edc y57 p9z 25 dv3 mq pq b9 vg2 44k 7e eh2 x4v z7 d53 u5 byi nd pi 8p3 o2 7a jb on bzf 4i ao 2se 9l qte t8o bwj g9 oyt od 7a3 ibs ak fx qex 2rk 9i l1 if 0rt ys dr sc 4d ew w4 u1 g6 sj aj9 733 cq 4k i2t o62 dw2 9ky 0c uvg owa g8t e0 l1 yyb am 5b htm vqk 0s zsw ou 6gk 57 xd ylg t6 0l 64h lh cc9 lnx aes hm1 rs y2 fc 67 fz wtn phg ra5 e2 esl 9no nnx fo yth q0 rl br ol dyt cg3 ouo kas 5ah 3u lk vts 86h yv 2a rnw 1r 0b yk 63 6ar keg 3im ov7 ep1 36v baz 38 h6 f89 sd twr eg db xr ee pi 4o hl 80w km6 ter im5 q1 k1o qt n8 lku tp 9a ml lu 65 iz h98 joh 0on 12j cui ldo uh oa5 hci a9 jh 2r ymv 92n za qp eiq y3z c43 qp hv r9a f0 99t o38 su nh 9f cb ac t6 
ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
হজের ফিরতি ফ্লাইট শুরু

প্রথম ফ্লাইটে ঢাকায় আসছেন ৪১৯ জন হাজি

চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এবার নিজ দেশে ফেরার পালা হাজিদের। রোববার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। হাজিরা প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার। তবে যারা হজ পালনে শেষের দিকে সৌদি আরব পৌঁছেছেন তারা পবিত্র মক্কা নগরী থেকে জিয়ারতের জন্য মদিনায় মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আজ রাতে সৌদি আরবের মদিনা মনোয়ারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে। আজ ভোরে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সরকারি ব্যবস্থাপনায় যেসব হাজিরা হজ করতে গিয়েছিলেন তাদের মধ্যে থেকে ৪১৯ জন হাজিকে নিয়ে প্রথম ফ্লাইট রোববার রাতে রওনা করবে। সোমবার ভোর ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট। এদিকে হাজিদের ফিরতি ফ্লাইটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মক্কার বাংলাদেশ হজ অফিসে সমন্বয় সভা করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্ব করেন। সভায় হজ পরবর্তী সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরার জন্য বিভিন্ন করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে হজ প্রশাসনিক (প্রথম এবং দ্বিতীয়) দলের সদস্য, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। হজ অফিসের তথ্যমতে, বিগত বছরে হাজিদের জন্য বোতলজাত জমজমের পানি ফ্লাইটে দিয়ে দেওয়া হতো। এবার সে পানি আগে থেকে বহন করে ঢাকায় নিয়ে এসেছে এয়ারলাইন্সগুলো। তাই হাজিদের লাগেজে জমজমের পানি না আনার পরামর্শ দিয়েছে এয়ারলাইন্সগুলো। হাজিরা ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেককে ৫ লিটার করে জমজমের পানির বোতল দেওয়া হবে। হজযাত্রীদের পৌঁছে দেওয়ার পর ফিরতি ফ্লাইটে জমজমের পানি এনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মজুত রাখা হয়। চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা। কোনো হাজি লাগেজে করে জমজমের পানি আনতে চাইলে লাগেজটি সৌদিতেই থেকে যাবে। কিংবা সৌদি বিমানবন্দরে লাগেজ থেকে পানি ফেলে দেওয়ার পরই তা বিমানে তুলতে দেবে। একইভাবে অনেকে উট ও দুম্বার কাঁচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটা না করার জন্য অনুরোধ করা হয়েছে। বিমান জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গেছেন। এসব হজযাত্রীদের বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয়েছে ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন