পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ মন ছোট প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে থানা পুলিশ। শুক্রবার ভোররাতে শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে একটি ট্রাক সহ এসব মাছ জব্দ করা হয়। পরে বেলা এগারোটার দিকে বঙ্গবন্ধু কলোনির বাসিন্দারের মধ্যে এসব মাছ বিতরন করা হয়। এসময় মাছ পরিবহনের দায়ে ছাত্তার (৩৫) নামের এক লাইনম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এ জরিমান আদায় করেন। মাছ বিতরন কালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। জব্দকৃত মাছের মধ্যে বেশিরভাগই সামুদ্রিক ছোট ছুরি ও গাবের আটি মাছ রয়েছে।