ক্যাম্পাস প্রতিনিধি: রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আয়তনে মাত্র এক একর জায়গা জুড়ে ক্যাম্পাসটির অবস্থান। এ অল্প জায়গায় রয়েছে তিনটি ভবন, শহীদ মিনার ও মুক্তির সনদ ভার্স্কয, যার ফলে সংকুচিত হয়েছে খেলার মাঠ। যেটুকু জায়গা রয়েছে ক্লাস চলাকালীন সময়ে সেখানেও দেখা যায় শিক্ষকদের ব্যক্তিগত গাড়ি পার্কিং।
শিক্ষকদের এ ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত হাঁটা-চলার ক্ষেত্রে সৃষ্টি হয় ব্যাঘাত। এছাড়াও পর্যাপ্ত জায়গার অভাবে শিক্ষার্থীরা কোন ধরনের খেলাধুলা কিংবা বসে আড্ডা দেওয়াও সম্ভব হয় না।
শিক্ষার্থীদের একাংশ বলেন, ক্যাম্পাসে বাস রাখার জায়গা না থাকলেও প্রতিদিন ক্যাম্পাস ভর্তি থাকে শিক্ষকদের ব্যক্তিগত গাড়ি দিয়ে। নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় রাজধানীর ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা একদিকে যেমন ভোগান্তিতে রয়েছে অন্যদিকে পরিবহন সংকট দূর করতে একাধিকবার কলেজটির অধ্যক্ষের কাছে গেলেও মেলেনি কোনো আশার বাণী।
শিক্ষার্থীদের আরেকাংশ বলেন, আমাদের ক্যাম্পাস প্রাঙ্গণে যেটুকু জায়গা রয়েছে সেখানে আমরা ফুটবল কিংবা শর্ট পিচ ক্রিকেট প্রতিদিনই খেলতে পারি। সারি সারি গাড়ীর কারণে খেলা তো দূরের কথা আমরা ঠিকমত চলাফেরাই করতে পারিনা। খেলাধুলা করবার সুযোগ না থাকায় আমরা শারীরিক ও মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়ছি।
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসীন কবীর বলেন, শিক্ষকদের একাধিকবার নিষেধ করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যাপারে, তবে সার্বিকভাবে শিক্ষার্থীদের অভিযোগ পেলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠানের সময় আমরা গাড়ি পার্কিংয়ের বিষয়ে আগেই নিষেধাজ্ঞা দিয়ে দিই।
এদিকে ক্যাম্পাসের নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় একাধিকবার অধ্যক্ষের কাছে গেলেও, তিনি প্রতিবার জায়গা সংকটকেই দায়ী করেছেন। অথচ প্রতিদিন বিশটির অধিক ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের হয়ে আসছে ক্যাম্পাস জুড়ে। এ বিষয়েও শিক্ষার্থীরা অভিযোগ করেন।