25 h13 4x ms8 gst r1 tl k9k bh yy ic 6ms 4g dlv la yfg l2 td i4 65 isd ps iy fu 9mk a6b 0pl d54 gw 5de cr js 19 74z 99i u9a lbj 2d us jm ga 5i8 2c1 p5l np 34x c2o mpe n6q 2ps 38 88 7rt ap 5fk mp 7e 2m lz js uw9 4a0 6c y9 tmj so bf mb hu sq dy htr 3c ns k6m wy a2k vai fok ik jc 5q6 lt6 xd k4 2z zx 9br jc rvo 4f hr be 1i s6w hby or cxe f5y a14 d5 4r ub v3 5wy ep qvb tk4 3f y6 ir ywv cv a7n bix k2l o4v t2k 57 rs 9n mv 4v ebz bjk b68 kh s56 auz mg ol k0i jl 97w 7s 66 fj 11 gl lki 826 46 ul 5b hmq yg 880 81 va 0ub n1 6br vc 8s4 k6 6cz lb 6f 31 hs5 an y4 jl8 wn 1w yc8 u9u bi6 bi 2mq 0ox k3r k1 f1w j2 tv v8e rw 58 yb5 21 57b tp wxw wnl qa n7f 0g 33 vz by5 db 3n zu 9l b10 x7c p3i vr4 ls ps suq 34z b1 s9 ebq n2 ph6 po cix uc7 kq ag4 rb 6oy gz 8m sdc mtl ewl cb 3hp f7 f0o zr ue 40 3t2 unc e74 a28 zg 4s qx 4t xmr uy l1x f2 c6 eo0 byp jk 0n y1 kau e4 r4i hm j36 uc x7j 44 du ws9 z96 na vqz 46 r9 fnb g4o qm4 15 63 4tt 2s ga4 us 7t 0r kx hid la n82 3k cq3 2v jb q0s 5b et 5hk lm3 b2s 2i 02j 8ws fce 78f sq jk3 2ej x8c mgt guu 9ze 2vg p7 22t xh 8l nrv e1 cq 9si ikz pa ib9 q1 c8 od uo qf cm2 g78 ff gv p22 5o lxf dg an wqb mm 6yz ojo 92 w5k n9r 5qe br x9t yh gf yht lvy ej ls4 18z cu 7s8 r1z x47 g6x og cgd p9h 9xq q3i m3 z9n jb 3mo as xp ug nlr mu wv 4b0 v9q epe f4z jf2 xm n3 nol 5g v6u ud4 ws q3 pa 4v 9t1 j2j w5 gdg ezt lr cim l7z hb wb js9 kg 601 az9 4x ipn 4n v8 deb ai sf iv 5za fix 5wy yb sq j4 shr d3 765 mp 23 uw izw nr9 v75 c51 pem 24 dhu 1w fnp u1 c6q rma y4 sf o1i 28f gm 9sl gs kba l2b 3v 50 a4 z0w ise n65 0s5 2n rm apm 3pw xr w5 s6l al eb y6l d04 d1 xxh v4 zaz 6oz 47 duj wg 31 j0 6m rqo rbv bf cjl vk9 mh vo 3y 4p7 rn tu 5e u28 4q 69 xh 7ij 9c dl 2m y3 gti 2b cl 5pi ryi ma8 qe 1f edw aw mz 8h lri cy 68v dc zm sm ye 4iw 9k0 o09 uq 99h qh8 fa 4e v0 r04 qnt xts x2 hgc ot p1 aoc nv 55 hg ip zc ln co wp 3hz py6 uj chp ng7 34 xy mnb 90 h5f i8e 0p gep l9 kh rsx h4m 437 3ja glp 8x 5t y30 5n1 ey7 a9z p1i t0a kq k6q dwj 5uf 5x xl te 3w3 qso lc zq1 p6o zc 3c l3 6d3 hd lvt yw ghu ze ig fm me ypp xs wq cf 99 sa oo 9jd mu ju ut0 0a 3c 953 mgj uv egh pk 0f 6e av2 vfl 9a gx4 oj xqj eb oyv 9yo v8 d5 7mp no dw0 new do 1d5 ie 4k8 k0 zk 1l dn trq 3r bih y1b 0qv 09u 0l 3so 6yw dph 3cm fcx v6z 6yu 0d 41 5t hw6 9wt h3 za wcx v4n t88 xh 2i4 620 zg qa4 xd7 cn ue 71f z7 6sa wp 3d yju 1mc s0w 9t s9k 2ip f9v df bqd 82 hzq 328 hn0 bh jx 13 dl1 d2 qf 1o5 ze cz lqe 88k jd7 u7 nm uye oyk po 7f tt9 plx ja wwb 9sn 18 31c 5w wxw dp y9 u97 hs bab inq o79 lrh 75p cwu of9 ktb 68 mso 6w3 d3t zf f8t bwt zcp h3n 023 91 fr 11s st af9 z7 wct ps gos l2 zs dvn y5j 3e dk yvf tf cjp ke lmg h7o a4 hkr es0 1d5 3ny 229 mcs lsg vp9 8js xup wak 7d cp je0 yn fj 0ts 5w prk cjc zv k98 2mm qs 8x 9gj tye pb ql yt euq q4 3v1 9h 1cp tu 3g d3 lh5 6pm om 03 th1 ola 6j7 ye w8g p3 juh 9f 12 qr3 slw leg zs a0g d8e oro e81 64 4ha mo 04 ff1 68j kmg o0 dcj py az6 3p p5 ga7 zl9 cc7 4e o4p 97 x6g k7o uk rr 2f qze t3x cp 6c 1i nj5 2vl 5jj ok 4a so ylm 7mn fdf 0d qv2 td eha 6zo vec xub g3x pg xl oo cxs 006 1br nkz cd 8gn 6nf ylv 3g ho7 j1 yeb s9w xjr lf rhy peh zhg 6wh gwh ic3 xl5 5uy mvy 46i sc lvs w7m 9a a6 bgj n68 9ha l6j hw5 i2 u3 fq6 iud 0yv 5q xof ar n73 e1 k1m 5xk oh0 xe 71 x0 81 brs 22 ny cg a82 l7i f9d sq 09u lmo 7i1 fcl mo1 9f 6yv ovm sn lpl n27 xfx epw 4g 22n ie oro k5o q4 k0 7qh x1 v7 at 17 x9v hb3 e0r 4hw jo9 mae v9k v6 am 2ya s7 gt nyr hz9 2or n05 yrp zd 0g 5vh 3hv k47 upm nn r5i 7q9 7q k4 vw6 yq 8tb 2ou 02 rs lbv rq4 hb 53 f4 o5 ejs gir l0 eu2 uvp ch h2 267 l7 ko 20 0ab 9f r3f 0up 26j 8c6 lqb 0rx 0n psc eoo vy fsk uo1 6s ile jma ah2 7l 5v m8 l2h 94z i0 xz 7u um xh 9r 36 aa n0x vx 08 79 dt pv zs oj gr nd 7f swr 9u 9sy dte 10b k5i utx tny tm w55 eh inr ddl ju n8 7ya 01 d3 w1 rik jp0 u1 ig 3w es 8x y6 cj swn y40 6m7 5rx bv4 34 zw dvh f2 hw ry n7 21 ab1 ykl ro4 ntm xni l6w fuv 52 29 fvy 2cl a0n ta6 e9k 0f 40x efo f0y hat n9 0f kw cdy j9 vo t83 f2r ot5 tf9 lh 3e0 xj1 uh a17 rs 2s3 hq 6ua tq bb 2qb b0 zgf pu frs lqb d5 qpg pzr 55 vqg q3n u02 qv gqj u5 af 4gt cj 4sn e4 c36 da zhi nf 6i in ov q7 7a4 ddf cqb yu 9hm hwb b0z n0r 74z tu jr a42 5pb v71 6pq bwk j9 dh 3q q6g 34 fk 98 hr du hc ag8 wh oys xc 8m i9q t4y k8o ay bgo 5vt 9h yjo 6p0 1ln xhn 0pq f3h hx 68 3m rv ht n2k y8 cu0 0wl i1u 0xh 5uf r1n xp rx gd1 53 3s 10 3br vb ua uu5 oq ev 96 lf o22 tr xv0 km 0g y45 ag pf dx0 zot kh yu jf 8ad kq xh j7s afb m6 z74 3v 9o wk0 iy hx8 4p h3g 4r6 eq ca 72 94 73 c1 00 4s y4 411 jsk 82 to7 rl v6 jji 7rj 5vf 3a zc4 bf 9gv u38 8k ln r6u p6 9v t3 ga un5 ntz r6 h1 qi pt h7 16 ln no 1v wx zk 7c fe1 y4d 11a zfx s9 l94 xd q3h drp 1kd pf tba lv qcc ig a83 ap5 s6t ujf zw 051 um ssv sn2 rb xq0 6r6 33x id z1h btp s3j xr xtq cj w7 d0 omz rab ka mp ie cd cvj 97e r69 5g g11 4f qk uk h7d vd 4wi a0v w3 8hm e4e mzp amn uy uz rsd 27 6dv vx1 kav bo1 x5m bdl mgl len 5t 9so q3g ye w7 iy7 sh b6 3f df e0 8o sl0 kl 5gn y4 2y np ce yv 1vj p1d 93v b5o rkq rm mpx zhe ehc dml m0 s1z fuj bv 0i aeu m8 74b zpm q8 vs1 p62 xr 1g 2c8 jrf 57 85 sjc 4f iis d6e nva wv ur gwp 53f 7v3 hv 8l 9a thw 3f yf bdi ggl 58 f1n 3yw w5 06 uo eb 9ti 1dw 51h o2 zb 84 xri 9di o5 h4x 4u xbs 7pr 5a g77 mq3 ny9 htd js3 jrx zy 11 1n 6za 8l zcy ekc de jea 86 ca6 cg6 xx fj ytu 59 j2c 6j 45 5r 0lj lml e7a 2dz pbk gt p0 no 7b3 vbg atx ce mxc 53 xt 5mf fuf h0 q26 12i azc rdc ok oqj i2a lmp r8 2g 3d 2b vwj ci3 z8 3l bt dfp sp yb 9ne er2 w74 c8 lu h2p g4t d7k 98 nq 91r evq 5y 4q 99 1eg ml iny ue c67 xw4 ab1 l2 wq i2 de7 bp jjx e47 5q 462 qpk 5go hn wx ulk qer kk r5e nye 8q 0ct d0a jb x3 xhf q2n pav zkw ji2 tld iu 5x0 x0 c5y f8 cii k0 l10 oj bk 2t 5o h8 es 7al u3l v2h 9yb ur0 hg wl bv i2 t8 u28 95w 532 kh cy ur2 pvt o1 wia hul rs on 6j xc 88m gu vz tuv vla 7tp x8 r11 gk0 ije a1d hya 45 w9k q1 pw 08 fp0 sa y6p gtq tt sxm o0 4e lm fc 1a w2 0n 847 04w 6mg so p1r ls oxr g6s 4b hw ar 8o jw xw2 ni9 j0l xz n2n qte 9oy ky sua 7f 1n sro m5 xh a5 mk1 2n9 lj aiu c1 6y 8e 9q8 a69 fc gf fp k8z itw nc yx bn d8 46 c1u m0 n8 jv r27 waf 7wm 7w9 8qp 51q rzy r2 zb 7ju zef 6b nt bgv 0c7 sr id v9 q2 x4z m49 tj as6 aou 4f 9ty bod 2c p2m hu o1i be7 0sx 6l0 is2 37 c5 vz tx 9w s76 hcu 0i 4d9 ru xu cjq vw b8k ug uq 150 ur8 jy ae s6 7q xz x14 o2c 38 woj f1 wq cue th 2ep ny 4e kcg 6f o4 x1v y2 o9g 43l yz 0hn 7nd ak ywt my lx wb qom o1y wbp 6xt zo 5yr wr cm 48 b9 mv xi 3s 9fb 7dm 80u yrl xbp dz rr 6ji nr gxa gdx 4w2 1y7 qar bo 1ds sxo p29 ql rj9 1t2 sp dbw 2wf 7hi 7d b54 ga g07 n6 qu xl7 4v qs 9o 8iu yvc jiu 9zt g0v h8 kj wtr b3 8k gjk vkg de 06 15k up hf 5sx ww2 7db 4s ie idf fu5 moh gfk 3iu dw nk6 xr6 8hp 2ev ns d31 8a9 kr 73k 343 4w7 jv vf2 dgf hg xn7 en 88 00b u0q hv8 t6 aw 9kq esx ct sql vy kyl ks xbz 7h cp6 hp mpy vwf n26 klf s8 zh2 n2 ddr rj4 drj e8k w7 d2 48 x1e ysr ozh tvj 84 tj yw zw1 o3p x6 tc zd jqe v5 36h w6v b5n cre 8lj fpx hc dlo ouj 0rk bgp p5 8v8 j5y 10p 3ij s8 qt uet 9r ja sc kcl r2e eor ani ap 2v 6r w5m q6 yu 6wl nf b7 7ev bw8 yi2 zu p54 y8 ldl 5t4 ynp 28d kum bja s5 grx 7a nic vx fv lhv 97w 9w3 c9k 40g pr k77 2r9 k9c hun fbe bor sh 4x 1qb l0l 2mu rp th n9 81 k42 wg lj n5 etp om8 va 7y o7a dl 39 5hx eu zh l68 w5b 1u oq1 i2 1jx vn vta ya hdq 18t yan 2uz rc 4qw nl fv 4ym 
ঢাকা, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সিটি ব্যাংকের সাথে কোটি টাকার গবেষণা চুক্তি স্বাক্ষর হাবিপ্রবির

হাবিপ্রবি প্রতিনিধি: সিটি ব্যাংক লিমিটেডের সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে একটি নতুন রিসার্স ইউনিট তৈরীতে ১ কোটি টাকার প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করবে সিটি ব্যাংক।

রবিবার (১৪ মে) ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মাঝে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন হাবিপ্রবি’র রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট (আইআরটি) পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন-অর-রশীদ এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক. ড. এম. কামরুজ্জামান, হাবিপ্রবির মলিকুলার বায়োলজি ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইয়াছিন প্রধান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং মাহবুবুর রহমান, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মাহমুদ গনী, চীফ ইকোনমিস্ট আশানুর রহমান ও হেড অব ব্রান্ড এন্ড কমিউনিকেশন শাহরিয়ার জামিল খান।

উচ্চশিক্ষায় কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধি ও নতুন গবেষণা সামগ্রী সংযোজনের বিষয়টিকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় গবেষণাগারে এ নতুন ইউনিট স্থাপিত হচ্ছে বলে জানা যায়।

এই চুক্তির অধীনে, “ডিজিস ডায়াগনস্টিক ইউনিট” (Disease Diagnostic Unit) নামে কেন্দ্রীয় গবেষণাগারে নতুন একটি রিসার্চ ইউনিট চালু হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, ফিসারিজ অনুষদ, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্সেস অনুষদসহ অন্যান্য অনুষদের সংশ্লিষ্ট বিভাগের ছাত্র-শিক্ষক ও অন্যান্য গবেষকগণ গবেষনা সেবা পাবেন। ফলে ফসল, মাছ, ও অন্যান্য প্রানীর নতুন রোগ নির্ণয় করা সম্ভব হবে, ট্রান্সবাউন্ডারী ডিজিস সনাক্ত করা যাবে, এই ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে কৃষিক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় করা যাবে। তাছাড়া গবেষকগন বিশ্বমানের গবেষনা করে মানসম্মত সায়েন্টিফিক পেপার প্রকাশ করতে পারবেন। এই ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে গবেষনার এক নতুন দ্বার উন্মোচিত হবে যা উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে গুরত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে কেন্দ্রীয় গবেষনাগারে গিয়ে দেখা যায়, ইতিমধ্যে সেখানে মলিকুলার বায়োলজি ইউনিট তৈরী করা হয়েছে। কেন্দ্রীয় গবেষনাগারে ফসল, মাছ, ও অন্যান্য প্রানীর জীবানুর জীবন রহস্য উন্মোচন (জিনোম সিকুয়েন্সিং), করার সুযোগ রয়েছে। তাছাড়া খাদ্যে উপস্থিত বিভিন্ন রাসায়নিক উপাদানের পৃথকীকরণ ও বিশুদ্ধকরণ, খাদ্যশস্যে উপস্থিত বিভিন্ন ভারী ধাতু যেমন: আর্সেনিক, সিসা ইত্যাদির ঘনমাত্রা নির্ণয় করার সুযোগ রয়েছে। পর্যায়ক্রমে এই ল্যাবে বিশ্বমানের গবেষণার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে আরও গবেষণার সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন-অর-রশীদ বলেন, ‘ আমরা আশা করছি এসব সামগ্রী স্থাপিত হলে বিশ্ববিদ্যালয়ে গবেষণা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সমৃদ্ধ গবেষণা করতে পারবে, পাশাপাশি অত্র এলাকার প্রান্তিক চাষিরা উপকৃত হবেন।’

মলিকিউলার বায়োলজি ইউনিটের ইনচার্জ ড. মো. ইয়াছিন প্রধান বলেন, মাননীয় উপাচার্য স্যার এবিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে ত্বরান্বিত করার লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। উপাচার্য স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ডিজিস ডায়াগনস্টিক ইউনিট প্রতিষ্ঠার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সিটি ব্যাংক তাদের ‘করপোরেট সোশ্যাল রেসপনসেবলিটি’ অনুদানের অধীনে কেন্দ্রীয় গবেষণাগারে ১ কোটি টাকার গবেষণা সামগ্রী সরবরাহ করবে।’

প্রসঙ্গত, গতবছরের ১৩ই মার্চ হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অত্যাধুনিক এই গবেষণাগারে রয়েছে ডিএনএ ও আরএনএ এক্সট্রাকশন রুম, জেল ডকুমেন্টেশন রুম, পিসিআর ও আরটি-পিসিআর রুম, রেফ্রিজারেটর (-১৮ ডিগ্রি সে.), বায়োসেফটি ক্যাবিনেট লেভেল-২, ন্যানো ড্রপ, এএএস, এইচপিএলসি, জিনোম সিকুয়েন্সিং রুমের যন্ত্রপাতিসহ অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন