হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসের পাশে সুবড়া গ্রামের এক দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে হাবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী আলমগীর হোসেন আকাশ ও তার অনুসারীরা ।
বুধবার ( ১০ মে ) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের সুবড়া গ্রামে এক কৃষকের ২০ শতাংশ জমির ধান কাটেন ।
শারীরিক অসুস্থতা ও অর্থের অভাবে নিজ জমির ধান কাটতে পারছিলেন না মো দুরুল হুদা । তিনি বলেন ” আমি অর্থের অভাবে পাকা ধান কাটতে পারছিলাম না । আমার সমস্যার কথা জানার পর আলমগীর হোসেন আকাশ ও তার অনুসারীরা আমার ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে । এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ ” ।
এ বিষয়ে আলমগীর হোসেন আকাশ বলেন ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে অর্থ অভাবে ধান কাটতে না পারা দুরুল হুদার পাশে আমরা দাঁড়িয়েছি । ছাত্রলীগের নির্দেশনায় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যহত থাকবে ” ৷
উক্ত কর্মসূচিতে ছাত্রলীগের রাব্বী শেখ ,শুভ সত্যজিৎ , রাজু প্রামানিক , রাসেল , লিরা রহমান ,শান্ত , বিপ্লব ,বখতিয়ার ফাহিম , আসিফ ,শেখ ইশতিয়াক , নোমান ,তারেকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।