খাগড়াছড়িতে দুদকের মামলায় ঠিকাদার জসিম উদ্দিন জেলহাজতে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো: শাহীন উদ্দিন এর আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নাকচ করে দেন। মামলায় সিভিল সার্জন খাগড়াছড়ি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহেদ হোসেন, হিসাব রক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার জসিম উদ্দিন পরস্পর যোগসাজশে তৎকালীন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম এর স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের ভূয়া কার্যাদেশ/ ফাইল সৃজন ও বিল প্রস্তুত পূর্বক ১০,৪০,৭২২ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। তবে ১ নং অভিযুক্ত জাহেদ হোসেনকে আজ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং অপর আসামী প্রিয় রঞ্জন বড়ুয়া পলাতক রয়েছেন বলে জানান দুদকের পিপি এড, সুপাল চাকমা। দুদকের রাঙামাটি সম্মনিত কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার বাদী হয়ে দন্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ২০২০ সালে এ মামলা দায়ের করেন।