মেলান্দহে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট বীজ ও -১/২০২৩-২৪মৌসুমে উফসী আউশ ধান ও সার বিতরণ করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-“বীর মুক্তিযোদ্ধা’র সন্তান” উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রিপন হোসেন,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শাহ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান,মোঃ মতিউর রহমান মোঃ কামরুজ্জামান ও কাউসার হামিদ প্রমুখ। প্রকাশ থাকে যে,মোট ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাট বীজ,উফসী আউশ ধান বীজ ও সার বিতরণে সুবিধা ভোগ করিবে।