পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের ফুলবাড়িয়া নামোক ইট ভাটায় জরিমানা করা হয় । ইট প্রস্তুতির উদ্দেশ্যে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় নিয়ে আসে । ফসলি জমির মাটি কেটে ড্রামটাকে ও ট্রাক্টারে করে ইট ভাটায় নিয়ে আসার কারণে মেন রাস্তার উপর মাটি ফেলে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এর বিভিন্ন ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয় এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম যেন না করে, সে বিষয়ে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল বাকী। জনগণের সার্বিক মঙ্গলের উদ্দেশ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।