ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
নিহত-১, আহত-৯

নারায়ণগঞ্জে বিস্ফোরণে বাণিজ্যিক ভবনে আগুন

নারায়ণগঞ্জ মহানগরের নিতাইগঞ্জে দ্বিতীয়তলা পুরাতন একটি ভবনে বিস্ফোরণের পর আগুনে দ্বগ্ধ হয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার (১৮ মার্চ) সকাল ৯ টার দিকে নগরীর নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ, ক্ষতিগ্রস্ত ভবনটিতে চাল, ডাল, ভূষি, লবন, কাগজের গোডাউন ছিল। অগ্নিকান্ডের পর ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় আওলাদ (৪০) নামে এক শ্রমিক মারা গেছে এবং অন্তত নয়জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। নিতাইগঞ্জ বহুমুখী সমিতির সভাপতি আব্দুল কাদির জানান, নারায়ণগঞ্জে জেলা আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন এ ভবনটি প্রায় শত বছরের পুরোনো । দশ বছর যাবৎ ভবনটির উপরের তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। খবর পেয়ে পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তিনি বলেন, জরাজীর্ণ একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। ভবনটির দেয়াল ধ্বসে পড়েছে। এতে একজন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৯ জন। বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন