ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে উদ্ধারকৃত জায়গায় হবে বার্ড পার্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে উদ্ধারকৃত খাস জায়গায় হতে যাচ্ছে
বার্ড পার্ক।

রবিবার ১২ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন,চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন,এনডিসি তৌহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন,এক সময়ে দখলদারদের দৌরাত্ম্য ও সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত এই জঙ্গল সলিমপুর আলিনগর এলাকা এখন অনেকটাই প্রশাসনের নিয়ন্ত্রণে।এই জায়গাকে ঘিরে বর্তমান সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে।আগামী মাস থেকে শুরু হবে নাইট সাফারি পার্কের আদলে বার্ড পার্ক।তার পাশাপাশি এখানে খেলার মাঠ নির্মাণের চিন্তাভাবনা রয়েছে।

তিনি আরো বলেন,এখানে থাকা প্রকৃত ভূমিহীন পরিবারকে যথাযথ নিয়ম মেনে আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসন করা হবে। আর অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি জমি দখল,সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসা করতে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন