ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: মো: ছাবের, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, জেল সুপার মো: জাবেদ মেহেদীসহ প্রমূখ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বাগত বক্তব্য ও মূল কনসেপ্ট উপস্থাপন করেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী ।

সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি ভিত্তি (১) স্মার্ট সিটিজেন, (২) স্মার্ট গভর্নমেন্ট, (৩) স্মার্ট ইকোনমিক এবং (৪) স্মার্ট সোসাইটি সম্পর্কে মতবিনিময় করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসনের ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের স্মার্ট সেবা চালু ও প্রকল্প গ্রহণের অনুরোধ জানান । সভায় বক্তারা স্মার্ট সেবা গ্রহণে জনগণ যাতে উদ্বুদ্ধ হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

অন্যান্য মধ্যে মতবিনিময় সভায় অংশ নেন বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, জেলা সমবায় অফিসার আশীষ কুমার দাশ, এনএসআই সহকারী পরিচালক মো: রাশেদ, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, গুইমারা সেক্টরের পক্ষে মোহা: দেলোয়ার হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার পানছড়ি রুবাইয়া আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার মানিকছড়ি রক্তিম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মহালছড়ি জোবাইদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার দীঘিনালা মুহাম্মদ আরফাতুল আলম, উপজেলা নির্বাহী অফিসার খাগড়াছড়ি সদর জেসমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার রামগড় মমতা আফরিন, উপজেলা নির্বাহী অফিসার মাটিরাংগা নুসরাত ফাতেমা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার লক্ষীছড়ি হোসনে আরা, জেলা সমাজসেবার সহকারী পরিচালক রোকেয়া বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ঊষানু চৌধুরী, জেলা পরিসংখ্যানের উপপরিচালক (অ:দা) মো: রিয়াসাদ উদ্দিন, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী কলি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিনা চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা, খাগড়াছড়ি বিজ্ঞ পিপি বিধান কানুনগো, ৩২ বিজিবি খাগড়াছড়ির সহ: পরি: মিজানুর রহমান, পরিচালক চেম্বার অব কমার্স সুদর্শন দত্ত, বিটিভি প্রতিনিধি ও দৈনিক অরণ্য বার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,সহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর / প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন