ময়মনসিংহে ত্রিশালে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর বুধবার দুপুরে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ, ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আখরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, রওশনারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন, সাখুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের কে পুরস্কার দেয়া হয়।